ঢাকা ০৫:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০২ সেপ্টেম্বর ২০২৫

বর্ষসেরা স্ট্রাইকার লেভানদোভস্কি

  • আপডেট সময় : ০২:৪৫:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ নভেম্বর ২০২১
  • ১২৭ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্ক : ব্যালন ডি’অর অ্যাওয়ার্ডে প্রথমবার চালু হওয়া বর্ষসেরা স্ট্রাইকারের পুরস্কার জিতেছেন বায়ার্ন মিউনিখের পোলিশ তারকা রবের্ত লেভানদোভস্কি। প্যারিসে সোমবার রাতে এক জমকালো অনুষ্ঠানে লেভানদোভস্কির হাতে তুলে দেওয়া হয় এই পুরস্কার। ২০২০ সালে ফিফা বর্ষসেরা ফুটবলারের পুরস্কার জয়ী লেভানদোভস্কির গত মৌসুমটাও কাটে দুর্দান্ত। বুন্ডেসলিগায় ৪১ গোল করে তিনিই ছিলেন ইউরোপের শীর্ষ পাঁচ লিগের মধ্যে সর্বোচ্চ গোলদাতা। বায়ার্নের হয়ে গত মৌসুমে বুন্ডেসলিগা জয়ের পথে এক আসরে সর্বোচ্চ গোলের নতুন রেকর্ড গড়েন তিনি। ভেঙে দেন জার্ড মুলারের ৪৯ বছরের পুরনো রেকর্ড। জিতে নেন ইউরোপিয়ান গোল্ডেন শু। ৩৩ বছর বয়সী এই তারকা জাতীয় দলের হয়ে গত মৌসুমে ১১ ম্যাচে গোল করেন ৯টি। এর মধ্যে তিনটি ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে। পোল্যান্ডের প্রথম খেলোয়াড় হিসেবে প্রতিযোগিতাটির টানা তিন আসরে গোল করার কীর্তিও গড়েন তিনি।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

আওয়ামী স্বেচ্ছাতন্ত্রের অন্যতম সহযোগী ছিল জাতীয় পার্টি: রিজভী

বর্ষসেরা স্ট্রাইকার লেভানদোভস্কি

আপডেট সময় : ০২:৪৫:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ নভেম্বর ২০২১

ক্রীড়া ডেস্ক : ব্যালন ডি’অর অ্যাওয়ার্ডে প্রথমবার চালু হওয়া বর্ষসেরা স্ট্রাইকারের পুরস্কার জিতেছেন বায়ার্ন মিউনিখের পোলিশ তারকা রবের্ত লেভানদোভস্কি। প্যারিসে সোমবার রাতে এক জমকালো অনুষ্ঠানে লেভানদোভস্কির হাতে তুলে দেওয়া হয় এই পুরস্কার। ২০২০ সালে ফিফা বর্ষসেরা ফুটবলারের পুরস্কার জয়ী লেভানদোভস্কির গত মৌসুমটাও কাটে দুর্দান্ত। বুন্ডেসলিগায় ৪১ গোল করে তিনিই ছিলেন ইউরোপের শীর্ষ পাঁচ লিগের মধ্যে সর্বোচ্চ গোলদাতা। বায়ার্নের হয়ে গত মৌসুমে বুন্ডেসলিগা জয়ের পথে এক আসরে সর্বোচ্চ গোলের নতুন রেকর্ড গড়েন তিনি। ভেঙে দেন জার্ড মুলারের ৪৯ বছরের পুরনো রেকর্ড। জিতে নেন ইউরোপিয়ান গোল্ডেন শু। ৩৩ বছর বয়সী এই তারকা জাতীয় দলের হয়ে গত মৌসুমে ১১ ম্যাচে গোল করেন ৯টি। এর মধ্যে তিনটি ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে। পোল্যান্ডের প্রথম খেলোয়াড় হিসেবে প্রতিযোগিতাটির টানা তিন আসরে গোল করার কীর্তিও গড়েন তিনি।