ঢাকা ১১:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ মে ২০২৫

বর্ষসেরা প্রযুক্তি নারী ব্যক্তিত্বের সম্মাননা পেলেন রেজওয়ানা খান

  • আপডেট সময় : ১১:২৯:২৮ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুন ২০২২
  • ৬৮ বার পড়া হয়েছে

নারী ও শিশু ডেস্ক : তথ্যপ্রযুক্তিতে অসামান্য অবদান রাখার জন্য বর্ষসেরা প্রযুক্তি নারী ব্যক্তিত্বের সম্মাননা পেলেন স্টার কম্পিউটার সিস্টেমস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী রেজওয়ানা খান। গত সোমবার রাজধানীর আগারগাঁওয়ের বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল মিলনায়তনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উদ্যোগে ‘গার্লস ইন আইসিটি ডে’ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় রেজওয়ানা খান-সহ আরও দুজনের হাতে সম্মাননা স্মারকটি তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম। সভাপতিত্ব করেন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক ড. মোহাম্মাদ আব্দুল মান্নান। সম্মাননা প্রাপ্তিতে প্রতিক্রিয়া জানাতে গিয়ে রেজওয়ানা খান বলেন, বর্ষসেরা প্রযুক্তি নারী ব্যক্তিত্বের সম্মাননা পেয়ে অনেক ভালো লাগছে। কাজের মূল্যায়ন করা হলে শুধু প্রযুক্তি খাত নয় সব খাতেই কাজের আগ্রহ বেড়ে যাবে। সম্মাননা প্রদান অনুষ্ঠানে রেজওয়ানা খান সম্পর্কে বলা হয়, তিনি একজন প্রযুক্তি উদ্যোক্তা, ভেঞ্চার ক্যাপিটালিস্ট, প্রাইভেট ইক্যুইটি বিনিয়োগকারী এবং বিজনেস প্রসেস অ্যান্ড এন্টারপ্রাইজ সলিউশন উপদেষ্টা। তথ্যপ্রযুক্তি শিল্পে ১৭ বছরেরও বেশি অভিজ্ঞতা থাকার পাশাপাশি রেজওয়ানা খান সফলভাবে এন্টারপ্রাইজ, ই-গভর্নেন্স, হিউম্যান রিসোর্স এবং দক্ষতা উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়নে বিশেষভাবে ভূমিকা রেখেছেন।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

বর্ষসেরা প্রযুক্তি নারী ব্যক্তিত্বের সম্মাননা পেলেন রেজওয়ানা খান

আপডেট সময় : ১১:২৯:২৮ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুন ২০২২

নারী ও শিশু ডেস্ক : তথ্যপ্রযুক্তিতে অসামান্য অবদান রাখার জন্য বর্ষসেরা প্রযুক্তি নারী ব্যক্তিত্বের সম্মাননা পেলেন স্টার কম্পিউটার সিস্টেমস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী রেজওয়ানা খান। গত সোমবার রাজধানীর আগারগাঁওয়ের বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল মিলনায়তনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উদ্যোগে ‘গার্লস ইন আইসিটি ডে’ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় রেজওয়ানা খান-সহ আরও দুজনের হাতে সম্মাননা স্মারকটি তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম। সভাপতিত্ব করেন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক ড. মোহাম্মাদ আব্দুল মান্নান। সম্মাননা প্রাপ্তিতে প্রতিক্রিয়া জানাতে গিয়ে রেজওয়ানা খান বলেন, বর্ষসেরা প্রযুক্তি নারী ব্যক্তিত্বের সম্মাননা পেয়ে অনেক ভালো লাগছে। কাজের মূল্যায়ন করা হলে শুধু প্রযুক্তি খাত নয় সব খাতেই কাজের আগ্রহ বেড়ে যাবে। সম্মাননা প্রদান অনুষ্ঠানে রেজওয়ানা খান সম্পর্কে বলা হয়, তিনি একজন প্রযুক্তি উদ্যোক্তা, ভেঞ্চার ক্যাপিটালিস্ট, প্রাইভেট ইক্যুইটি বিনিয়োগকারী এবং বিজনেস প্রসেস অ্যান্ড এন্টারপ্রাইজ সলিউশন উপদেষ্টা। তথ্যপ্রযুক্তি শিল্পে ১৭ বছরেরও বেশি অভিজ্ঞতা থাকার পাশাপাশি রেজওয়ানা খান সফলভাবে এন্টারপ্রাইজ, ই-গভর্নেন্স, হিউম্যান রিসোর্স এবং দক্ষতা উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়নে বিশেষভাবে ভূমিকা রেখেছেন।