ক্রীড়া ডেস্ক : ব্যালন ডি’অর অ্যাওয়ার্ডে প্রথমবার চালু হলো বর্সসেরা ক্লাবের স্বীকৃতি দেওয়া। পুরস্কারটি জিতে ইতিহাস গড়ল ইংলিশ ক্লাব চেলসি। প্যারিসে সোমবার রাতে এক জমকালো অনুষ্ঠানে ২০২১ সালের বর্ষসেরা ক্লাব হিসেবে চেলসির নাম ঘোষণা করা হয়। গত বছরের শেষ সময়ে যদি বলা হতো ২০২১ সালের সেরা ক্লাব হিসেবে নাম উঠবে চেলসি, দলটির সবচেয়ে ঘোর সমর্থকও কি বিশ্বাস করতে পারতেন? জবাবটা না হওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি। ওই সময়ে তাদের মাঠের পারফরম্যান্সই যে ছিল বড্ড হতাশাজনক। ২০২০-২১ মৌসুমে দারুণ শুরুর পরও মাঝপথে এসে লিগে আট ম্যাচের পাঁচটিতে হেরে শীর্ষ থেকে তারা নেমে যায় ৯ নম্বরে। ওই অবস্থায় জানুয়ারিতে দায়িত্ব নেন কোচ টমাস টুখেল। তার আগের মাসেই পিএসজিতে চাকরি হারানো এই জার্মানের হাত ধরে পাল্টে যায় চেলসি।
তার দেখানো পথে দারুণ ধারাবাহিকতায় চার নম্বরে থেকে প্রিমিয়ার লিগ শেষ করে চেলসি। আর চ্যাম্পিয়ন্স লিগে ফাইনালে ম্যানচেস্টার সিটিকে হারিয়ে ইউরোপ সেরার মুকুট পরে তারা। চলতি মৌসুমের শুরুতেও একটি শিরোপা ঘরে তোলে চেলসি, আগস্টে ভিয়ারিয়ালকে হারিয়ে জিতে নেয় উয়েফা সুপার কাপ। তাদের সেই দুর্দান্ত পথচলা চলছে এখনও; প্রিমিয়ার লিগে বর্তমানে শীর্ষে আছে স্ট্যামফোর্ড ব্রিজের দলটি। চ্যাম্পিয়ন্স লিগেও এক ম্যাচ বাকি থাকতে নিশ্চিত করেছে নকআউট পর্ব।
বর্ষসেরা ক্লাব টুখেলের চেলসি
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ