ঢাকা ০৬:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫

বর্ধিত শুল্ক না কমানোয় আমদানির ফল খালাস বন্ধ

  • আপডেট সময় : ০৬:৪০:৩৩ অপরাহ্ন, সোমবার, ৩ ফেব্রুয়ারী ২০২৫
  • ১০০ বার পড়া হয়েছে

অর্থনৈতিক প্রতিবেদক: তাজা ফল আমদানিতে বর্ধিত ভ্যাট এবং অতিরিক্ত শুল্ক প্রত্যাহার না হওয়ায় মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) ও বুধবার (৫ ফেব্রুয়ারি) চট্টগ্রাম বন্দর দিয়ে আমদানিকৃত ফল খালাস বন্ধের সিদ্ধান্ত নিয়েছেন আমদানিকারকরা।

বাংলাদেশ ফ্রেশ ফ্রুটস ইমপোর্টার অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম ফল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মুহাম্মদ তৌহিদুল আলম জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন। পাশাপাশি দেশের সব স্থলবন্দর দিয়েও এই দুদিন আমদানিকৃত ফল খালাস বন্ধ রাখা হবে বলে জানান তিনি।

এদিকে সোমবার (৩ ফেব্রুয়ারি) বাংলাদেশ ফ্রেশ ফ্রুটস ইমপোর্টার অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটি ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ঢাকায় জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সামনে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছেন আমদানিকারক ব্যবসায়ীরা।

মুহাম্মদ তৌহিদুল আলম বলেন, তাজা ফল আমদানিতে বর্ধিত ভ্যাট এবং অতিরিক্ত শুল্ক প্রত্যাহারের দাবিতে আমরা জাতীয় রাজস্ব বোর্ডে স্মারকলিপি দিয়েছি। বর্ধিত ভ্যাট এবং অতিরিক্ত শুল্ক প্রত্যাহার না হওয়ায় ৪ ও ৫ ফেব্রুয়ারি চট্টগ্রাম বন্দরসহ দেশের সব স্থলবন্দরের তাজা ফল খালাস আমরা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছি। কারণ বর্ধিত ভ্যাট ও অতিরিক্ত শুল্কের কারণে ফলের দাম বেড়ে গেছে। বাজারে ফল বিক্রি হচ্ছে না। যে কারণে ফল খালাস বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। ১৩ ফেব্রুয়ারির মধ্যে আমাদের দাবি পূরণ করা না হলে তাহলে ১৪ ফেব্রুয়ারি থেকে অনির্দিষ্টকালের জন্য ফল খালাস বন্ধ রাখা হবে।

 

 

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

বর্ধিত শুল্ক না কমানোয় আমদানির ফল খালাস বন্ধ

আপডেট সময় : ০৬:৪০:৩৩ অপরাহ্ন, সোমবার, ৩ ফেব্রুয়ারী ২০২৫

অর্থনৈতিক প্রতিবেদক: তাজা ফল আমদানিতে বর্ধিত ভ্যাট এবং অতিরিক্ত শুল্ক প্রত্যাহার না হওয়ায় মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) ও বুধবার (৫ ফেব্রুয়ারি) চট্টগ্রাম বন্দর দিয়ে আমদানিকৃত ফল খালাস বন্ধের সিদ্ধান্ত নিয়েছেন আমদানিকারকরা।

বাংলাদেশ ফ্রেশ ফ্রুটস ইমপোর্টার অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম ফল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মুহাম্মদ তৌহিদুল আলম জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন। পাশাপাশি দেশের সব স্থলবন্দর দিয়েও এই দুদিন আমদানিকৃত ফল খালাস বন্ধ রাখা হবে বলে জানান তিনি।

এদিকে সোমবার (৩ ফেব্রুয়ারি) বাংলাদেশ ফ্রেশ ফ্রুটস ইমপোর্টার অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটি ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ঢাকায় জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সামনে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছেন আমদানিকারক ব্যবসায়ীরা।

মুহাম্মদ তৌহিদুল আলম বলেন, তাজা ফল আমদানিতে বর্ধিত ভ্যাট এবং অতিরিক্ত শুল্ক প্রত্যাহারের দাবিতে আমরা জাতীয় রাজস্ব বোর্ডে স্মারকলিপি দিয়েছি। বর্ধিত ভ্যাট এবং অতিরিক্ত শুল্ক প্রত্যাহার না হওয়ায় ৪ ও ৫ ফেব্রুয়ারি চট্টগ্রাম বন্দরসহ দেশের সব স্থলবন্দরের তাজা ফল খালাস আমরা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছি। কারণ বর্ধিত ভ্যাট ও অতিরিক্ত শুল্কের কারণে ফলের দাম বেড়ে গেছে। বাজারে ফল বিক্রি হচ্ছে না। যে কারণে ফল খালাস বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। ১৩ ফেব্রুয়ারির মধ্যে আমাদের দাবি পূরণ করা না হলে তাহলে ১৪ ফেব্রুয়ারি থেকে অনির্দিষ্টকালের জন্য ফল খালাস বন্ধ রাখা হবে।