ঢাকা ০৫:০৬ পূর্বাহ্ন, সোমবার, ২৬ মে ২০২৫

বর্তমান সরকারের অধীনে বিএনপি কোনো নির্বাচনে অংশ নেবে না: ফখরুল

  • আপডেট সময় : ০১:৩৮:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ এপ্রিল ২০২২
  • ৭৮ বার পড়া হয়েছে

ঠাকুরগাঁও প্রতিনিধি : স্থানীয় সরকার নির্বাচন হোক আর সংসদ নির্বাচনই হোক, বর্তমান সরকারের অধীনে বিএনপি কোনো নির্বাচনে অংশ নেবে না বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল মঙ্গলবার সকাল সোয়া ১০টার দিকে ঠাকুরগাঁও শহরের কালীবাড়ি এলাকায় নিজ বাসভবনে আলাপকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
মির্জা ফখরুল বলেন, ‘নির্বাচন নিয়ে আমার কথা পরিষ্কার, স্থানীয় সরকার নির্বাচন হোক আর সংসদ নির্বাচনই হোক; আমরা বর্তমান সরকারের অধীনে কোনো নির্বাচনে যাচ্ছি না।’
বিএনপি নির্বাচনে অংশ নিচ্ছে না, তাহলে কি বিএনপিকে ছাড়াই নির্বাচন হয়ে যাবে? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সেটা তো নির্ভর করবে দেশের জনগণের ওপর। জনগণ নির্ধারণ করবে, তাদের দেশ ও রাষ্ট্র কীভাবে পরিচালিত হবে। তবে আমরা বরাবরই বলে আসছি, দলীয় সরকারের অধীনে কোনো নির্বাচনে অংশ নেব না।’
ফখরুল আরও বলেন, এ অনির্বাচিত সরকার পুরোপুরি সামরিক-বেসামরিক ও আমলাতন্ত্রের ওপর নির্ভরশীল হয়ে পড়েছে। আওয়ামী লীগ যখন গণতন্ত্রের কথা বলে, তখন জনগণের কাছে তা হাস্যকর মনে হয়। কলাবাগানের খেলার মাঠ দখলের প্রতিবাদ করতে গিয়ে মা ও ছেলেকে জেলে নিয়ে যাওয়া হয়েছে। এ ধরনের ঘটনাই প্রমাণ করে, সরকার কতটা স্বৈরাচারী। সরকারের প্রশ্রয়েই আজ মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে।
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কেন্দ্রীয় বিএনপির সদস্য ফরহাদ হোসেন, জেলা বিএনপির সভাপতি মো. তৈমূর রহমান, সহসভাপতি আবু তাহের, ওবায়দুল্লাহ মাসুদ, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মাহবুব হোসেন, সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবদুল হামিদ প্রমুখ উপস্থিত ছিলেন।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

‘ক্ষমতায় থাকতে’ ইউনূস মৌলবাদীদের ‘একখানে করেছেন’: গয়েশ্বর

বর্তমান সরকারের অধীনে বিএনপি কোনো নির্বাচনে অংশ নেবে না: ফখরুল

আপডেট সময় : ০১:৩৮:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ এপ্রিল ২০২২

ঠাকুরগাঁও প্রতিনিধি : স্থানীয় সরকার নির্বাচন হোক আর সংসদ নির্বাচনই হোক, বর্তমান সরকারের অধীনে বিএনপি কোনো নির্বাচনে অংশ নেবে না বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল মঙ্গলবার সকাল সোয়া ১০টার দিকে ঠাকুরগাঁও শহরের কালীবাড়ি এলাকায় নিজ বাসভবনে আলাপকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
মির্জা ফখরুল বলেন, ‘নির্বাচন নিয়ে আমার কথা পরিষ্কার, স্থানীয় সরকার নির্বাচন হোক আর সংসদ নির্বাচনই হোক; আমরা বর্তমান সরকারের অধীনে কোনো নির্বাচনে যাচ্ছি না।’
বিএনপি নির্বাচনে অংশ নিচ্ছে না, তাহলে কি বিএনপিকে ছাড়াই নির্বাচন হয়ে যাবে? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সেটা তো নির্ভর করবে দেশের জনগণের ওপর। জনগণ নির্ধারণ করবে, তাদের দেশ ও রাষ্ট্র কীভাবে পরিচালিত হবে। তবে আমরা বরাবরই বলে আসছি, দলীয় সরকারের অধীনে কোনো নির্বাচনে অংশ নেব না।’
ফখরুল আরও বলেন, এ অনির্বাচিত সরকার পুরোপুরি সামরিক-বেসামরিক ও আমলাতন্ত্রের ওপর নির্ভরশীল হয়ে পড়েছে। আওয়ামী লীগ যখন গণতন্ত্রের কথা বলে, তখন জনগণের কাছে তা হাস্যকর মনে হয়। কলাবাগানের খেলার মাঠ দখলের প্রতিবাদ করতে গিয়ে মা ও ছেলেকে জেলে নিয়ে যাওয়া হয়েছে। এ ধরনের ঘটনাই প্রমাণ করে, সরকার কতটা স্বৈরাচারী। সরকারের প্রশ্রয়েই আজ মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে।
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কেন্দ্রীয় বিএনপির সদস্য ফরহাদ হোসেন, জেলা বিএনপির সভাপতি মো. তৈমূর রহমান, সহসভাপতি আবু তাহের, ওবায়দুল্লাহ মাসুদ, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মাহবুব হোসেন, সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবদুল হামিদ প্রমুখ উপস্থিত ছিলেন।