ক্রীড়া ডেস্ক : ফুটবলে বর্ণবাদের বিরুদ্ধে সোচ্চার প্রায় সবাই। তারপরও এর থেকে মুক্তি মেলে না। এর শিকার হয়েছেন অসংখ্য খেলোয়াড়। সাম্প্রতিক সময়ে কঠিন এই অভিজ্ঞতা হয়েছে ভিনিসিউস জুনিয়রের। যারা বর্ণবাদী কা-ে সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধে কঠিন শাস্তি দেখতে চান রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড। তার মতে, এই কাজ যারাই করবে তাদের আজীবনের জন্য স্টেডিয়ামে নিষিদ্ধ করা উচিত। গত সেপ্টেম্বরের মাদ্রিদ ডার্বির আগে মাঠের বাইরের ঘটনায় আলোচনায় আসে ভিনিসিউসের নাম। আর দশটা ব্রাজিলিয়ান ফুটবলারদের মত তিনিও গোল করলে তা নেচেই উদযাপন করে থাকেন। সেটা তিনি করেন লিগে ডার্বি ম্যাচের আগের রাউন্ডে মায়োর্কার বিপক্ষে রিয়ালের ৪-১ ব্যবধানে জয়ের ম্যাচেও। তার সেই উদযাপন নিয়ে স্প্যানিশ ফুটবল এজেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি পেদ্রো ব্রাভো বিতর্কিত এক মন্তব্য করে বসেন। টিভিতে এক অনুষ্ঠানে তিনি ভিনিসিউসের উদ্দেশে বলেন, গোল উদযাপনে বানরের মতো আচরণ বন্ধ করতে। তুমুল সমালোচনার মুখে পরে ক্ষমা চান ব্রাভো। তিনি দাবি করেন, তার মন্তব্য ছিল ‘রূপক অর্থে’, বর্ণবাদী আচরণের কোনো উদ্দেশ্য তার ছিল না। তবে বিষয়টি গড়ায় অনেকদূর।
রিয়াল ও আতলেতিকো মাদ্রিদের ম্যাচের আগে আতলেতিকোর স্টেডিয়াম ওয়ান্দা মেত্রিপলিতানোর বাইরে ধারণ করা একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে স্থানীয় রেডিও স্টেশন ‘কোপে।’ সেখানে দেখা যায়, শত শত আতলেতিকো সমর্থক সুর করে গাইছে, “ভিনিসিউস তুমি একটা বানর, ভিনিসিউস তুমি একটা বানর।” স্থানীয় বেশ কিছু সংবাদমাধ্যমের খবরে বলা হয়, শুধু মাঠের বাইরেই নয়, ওই ম্যাচের সময় গ্যালারি থেকেও ভিনিসিউসকে বর্ণবাদী গালি দেওয়া হয়। ম্যাচজুড়ে তরুণ এই ব্রাজিলিয়ান তারকার নাম ধরে বর্ণবাদী নানা কথা, এমনকি ‘ভিনিসিউস, মরে যাও’ স্লোগান শোনা গেছে বলেও খবরে প্রকাশিত হয়। হাইভোল্টেজ ম্যাচটিতে রিয়াল জেতে ২-১ গোলে। ম্যাচে গোল পাননি ভিনিসিউস, তবে রদ্রিগোর করা প্রথম গোলের পর সতীর্থকে নিয়ে নেচে উদযাপনে মেতে ওঠেন ২২ বছর বয়সী ভিনিসিউস। ব্রাজিলিয়ান টেলিভিশন গ্লোবোকে গত রোববার দেওয়া এক সাক্ষাৎকারে ফুটবলে বর্ণবাদ প্রসঙ্গে কড়া প্রতিক্রিয়া জানান ভিনিসিউস। তিনি বলেন, এটি পুরোপুরিভাবে বন্ধ না করা গেলেও অন্তত কঠিন শাস্তি দিয়ে একটা দৃষ্টান্ত স্থাপন করা সম্ভব।
“কেউ যদি কাউকে আঘাত করে, তবে অবশ্যই তাকে এর মূল্য দিতে হবে। এটা বলা কঠিন যে (ফুটবলে বর্ণবাদ) বন্ধ হবে কিনা, কারণ এখনও অনেকে এটা করছে। তবে আমি বিশ্বাস করতে চাই যে খারাপের চেয়ে ভালো মানুষ বেশি রয়েছে।” “সব বর্ণবাদী লোকেদের কোনো না কোনোভাবে এর মূল্য দিতেই হবে। তারা যদি ফুটবলকে স্বচ্ছ দেখতে চায়, তাহলে আতলেতিকো মাদ্রিদের ওই সমর্থকদের আর কখনও স্টেডিয়ামে পা রাখতে দেওয়া উচিত হবে না। এটা করলে তারা তাদের কর্মফল ভোগ করবে এবং বুঝতে পারবে যে তারা কী করেছে।” ডার্বির ওই ঘটনার পর আতলেতিকোর পক্ষ থেকে জানানো হয়, ওই ম্যাচে যারা বর্ণবাদী আচরণ করেছে তাদের চিহ্নিত করতে তারা কর্তৃপক্ষকে সহযোগিতা করছে। মাদ্রিদের দলটি আরও জানিয়েছিল যারা এই কাজ করেছে তাদের ক্লাবের পক্ষ থেকে নিষিদ্ধ করা হবে। লা লিগায় পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা ভিনিসিউসদের পরের ম্যাচ চ্যাম্পিয়ন্স লিগে, আগামী বুধবার। ‘এফ’ গ্রুপের লড়াইয়ে তাদের প্রতিপক্ষ জার্মান ক্লাব লাইপজিগ।
বর্ণবাদীদের আজীবন নিষিদ্ধ চান ভিনিসিউস
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ