ঢাকা ০৪:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫

বর্জ্য পোড়ানোর ছবি পাঠালে মিলবে পুরস্কার

  • আপডেট সময় : ০৪:০২:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫
  • ৪০ বার পড়া হয়েছে

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক: বায়ুদূষণরোধে যত্রতত্র বর্জ্য পোড়ানোর ঘটনা বন্ধে উদ্যোগ নিয়েছে সরকার। এর অংশ হিসেবে বর্জ্য পোড়ানোর ছবি ও তথ্য দিয়ে সহায়তার জন্য জনগণের প্রতি আহ্বান জানানো হয়েছে। প্রাপ্ত ছবির থেকে সেরা ১০টি ছবিকে পুরস্কৃত করারও ঘোষণা দেয়া হয়েছে।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা দীপংকর বর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, যানবাহনের ধোঁয়া, ইটভাটার নির্গমন, বিভিন্ন কলকারখানার ধোঁয়া এবং বর্জ্য পোড়ানোর ফলে দেশের বায়ুর মান দিন দিন উদ্বেগজনকভাবে নিম্নগামী হচ্ছে। এর ফলে বাড়ছে শ্বাসতন্ত্রের রোগসহ নানা ধরনের স্বাস্থ্যঝুঁকি।

পরিস্থিতি মোকাবিলায় সরকার বায়ুদূষণের উৎস চিহ্নিত ও নিয়ন্ত্রণে জোরালো পদক্ষেপ গ্রহণ করেছে। বায়ুদূষণের অন্যতম প্রধান উৎস হিসেবে বর্জ্য পোড়ানোর বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেয়া হয়েছে। এ লক্ষ্যে যেসব স্থানে বর্জ্য পোড়ানো হয়, সেসব এলাকার সুনির্দিষ্ট তথ্য সংগ্রহের উদ্যোগ নেয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে বায়ুদূষণরোধে নাগরিকদের সম্পৃক্ত করতে বর্জ্য পোড়ানোর ছবি পাঠানোর জন্য অনুরোধ জানানো হয়। বর্জ্য পোড়ানোর ঘটনা চোখে পড়লে সংশ্লিষ্ট ছবি climatechange2@moef.gov.bd ই-মেইল ঠিকানায় পাঠাতে অনুরোধ করা হলো। ছবির সঙ্গে অবশ্যই প্রেরক বা ফটোগ্রাফারের নাম, মোবাইল নম্বর, ছবির অবস্থান, এলাকার ঠিকানা এবং ঘটনার সময় উল্লেখ করতে হবে। প্রতি মাসে প্রাপ্ত ছবি থেকে যাচাই-বাছাই শেষে সেরা ১০টি ছবিকে পুরস্কৃত করা হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

ওআ/আপ্র/২৩/১২/২০২৫

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

বর্জ্য পোড়ানোর ছবি পাঠালে মিলবে পুরস্কার

আপডেট সময় : ০৪:০২:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫

নিজস্ব প্রতিবেদক: বায়ুদূষণরোধে যত্রতত্র বর্জ্য পোড়ানোর ঘটনা বন্ধে উদ্যোগ নিয়েছে সরকার। এর অংশ হিসেবে বর্জ্য পোড়ানোর ছবি ও তথ্য দিয়ে সহায়তার জন্য জনগণের প্রতি আহ্বান জানানো হয়েছে। প্রাপ্ত ছবির থেকে সেরা ১০টি ছবিকে পুরস্কৃত করারও ঘোষণা দেয়া হয়েছে।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা দীপংকর বর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, যানবাহনের ধোঁয়া, ইটভাটার নির্গমন, বিভিন্ন কলকারখানার ধোঁয়া এবং বর্জ্য পোড়ানোর ফলে দেশের বায়ুর মান দিন দিন উদ্বেগজনকভাবে নিম্নগামী হচ্ছে। এর ফলে বাড়ছে শ্বাসতন্ত্রের রোগসহ নানা ধরনের স্বাস্থ্যঝুঁকি।

পরিস্থিতি মোকাবিলায় সরকার বায়ুদূষণের উৎস চিহ্নিত ও নিয়ন্ত্রণে জোরালো পদক্ষেপ গ্রহণ করেছে। বায়ুদূষণের অন্যতম প্রধান উৎস হিসেবে বর্জ্য পোড়ানোর বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেয়া হয়েছে। এ লক্ষ্যে যেসব স্থানে বর্জ্য পোড়ানো হয়, সেসব এলাকার সুনির্দিষ্ট তথ্য সংগ্রহের উদ্যোগ নেয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে বায়ুদূষণরোধে নাগরিকদের সম্পৃক্ত করতে বর্জ্য পোড়ানোর ছবি পাঠানোর জন্য অনুরোধ জানানো হয়। বর্জ্য পোড়ানোর ঘটনা চোখে পড়লে সংশ্লিষ্ট ছবি climatechange2@moef.gov.bd ই-মেইল ঠিকানায় পাঠাতে অনুরোধ করা হলো। ছবির সঙ্গে অবশ্যই প্রেরক বা ফটোগ্রাফারের নাম, মোবাইল নম্বর, ছবির অবস্থান, এলাকার ঠিকানা এবং ঘটনার সময় উল্লেখ করতে হবে। প্রতি মাসে প্রাপ্ত ছবি থেকে যাচাই-বাছাই শেষে সেরা ১০টি ছবিকে পুরস্কৃত করা হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

ওআ/আপ্র/২৩/১২/২০২৫