ঢাকা ০৮:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ১১ অগাস্ট ২০২৫

বরিসের পানাহারের আয়োজন নিয়ে তদন্ত করবে পুলিশ

  • আপডেট সময় : ০১:৪৩:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ জানুয়ারী ২০২২
  • ৯৪ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক : করোনাকালে পানাহারের আয়োজন করে এখনো তোপের মুখে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। এ ঘটনা তদন্তে এক জ্যেষ্ঠ আমলাকে নির্দেশ দিয়েছিলেন তিনি। কিন্তু এবার তদন্ত শুরু করল পুলিশ। যুক্তরাজ্যের গণমাধ্যম বিবিসির খবরে বলা হয়েছে, মেট্রোপলিটন পুলিশ ডাউনিং স্ট্রিটের পার্টি নিয়ে তদন্ত শুরু করেছে।
এ প্রসঙ্গে পুলিশের কমিশনার ক্রেসিডা ডিক বলেন, ১০ ডাউনিং স্ট্রিটসহ হোয়াইটহলে বিগত দুই বছরে করোনাভাইরাসের মহামারিকালে কোনো ধরনের বিধি লঙ্ঘন করা হয়েছে কি না, তা তদন্ত করে দেখবে পুলিশ। তিনি বলেন, ‘ভীত না হয়ে এবং কোনো পক্ষপাত ছাড়া’ কাজ করবে পুলিশ। এ ছাড়া বড় কোনো ধরনের ঘটনা সামনে এলে তা জানাবে বাহিনী। যুক্তরাজ্যের এই প্রধানমন্ত্রীর ২০২০ সালের জন্মদিনে একটি পার্টির আয়োজন করা হয়েছিল। ক্যাবিনেট রুমে ওই বছরের ১৯ জুন এ পার্টির আয়োজন করা হয়। এ খবর সামনে আসার পর পুলিশের তদন্তের খবর এল।

এ ছাড়া ২০২০ সালের ২০ মে ১০ নম্বর ডাউনিং স্ট্রিটের বাগানে আয়োজিত যুক্তরাজ্যের শীর্ষ সরকারি কর্মকর্তাদের নিয়ে মদ্যপানের আসরে বরিস জনসন ও তাঁর স্ত্রী ক্যারি সিমন্ডস উপস্থিত ছিলেন। অতিথি ছিলেন শতাধিক। ওই সময় যুক্তরাজ্যে কোনো আয়োজনে একসঙ্গে এত মানুষের উপস্থিতি আইনত নিষিদ্ধ ছিল। ব্রিটিশ রানি দ্বিতীয় এলিজাবেথের স্বামী ও ডিউক অব এডিনবরা প্রিন্স ফিলিপের শেষকৃত্যের আগের সন্ধ্যায়, অর্থাৎ ১৬ এপ্রিল এমন দুটি অনুষ্ঠান আয়োজন করা হয়। এসব ঘটনা সমানে আসায় প্রধানমন্ত্রী বরিস জনসনের ওপর চটেছেন তাঁর দলের এমপিরা। এ ঘটনায় রানি দ্বিতীয় এলিজাবেথের কাছে ক্ষমা চান তিনি। তবে নিজ দল ও বিরোধী দলের নেতারাও বরিসের এমন কাজে ক্ষুব্ধ। অনেকে মনে করছেন, এ মুহূর্তে বরিস জনসন পদে থাকারও যোগ্যতা হারিয়েছেন। এর মধ্যে জন্মদিনের পার্টির কথা জানা গেল।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বরিসের পানাহারের আয়োজন নিয়ে তদন্ত করবে পুলিশ

আপডেট সময় : ০১:৪৩:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ জানুয়ারী ২০২২

আন্তর্জাতিক ডেস্ক : করোনাকালে পানাহারের আয়োজন করে এখনো তোপের মুখে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। এ ঘটনা তদন্তে এক জ্যেষ্ঠ আমলাকে নির্দেশ দিয়েছিলেন তিনি। কিন্তু এবার তদন্ত শুরু করল পুলিশ। যুক্তরাজ্যের গণমাধ্যম বিবিসির খবরে বলা হয়েছে, মেট্রোপলিটন পুলিশ ডাউনিং স্ট্রিটের পার্টি নিয়ে তদন্ত শুরু করেছে।
এ প্রসঙ্গে পুলিশের কমিশনার ক্রেসিডা ডিক বলেন, ১০ ডাউনিং স্ট্রিটসহ হোয়াইটহলে বিগত দুই বছরে করোনাভাইরাসের মহামারিকালে কোনো ধরনের বিধি লঙ্ঘন করা হয়েছে কি না, তা তদন্ত করে দেখবে পুলিশ। তিনি বলেন, ‘ভীত না হয়ে এবং কোনো পক্ষপাত ছাড়া’ কাজ করবে পুলিশ। এ ছাড়া বড় কোনো ধরনের ঘটনা সামনে এলে তা জানাবে বাহিনী। যুক্তরাজ্যের এই প্রধানমন্ত্রীর ২০২০ সালের জন্মদিনে একটি পার্টির আয়োজন করা হয়েছিল। ক্যাবিনেট রুমে ওই বছরের ১৯ জুন এ পার্টির আয়োজন করা হয়। এ খবর সামনে আসার পর পুলিশের তদন্তের খবর এল।

এ ছাড়া ২০২০ সালের ২০ মে ১০ নম্বর ডাউনিং স্ট্রিটের বাগানে আয়োজিত যুক্তরাজ্যের শীর্ষ সরকারি কর্মকর্তাদের নিয়ে মদ্যপানের আসরে বরিস জনসন ও তাঁর স্ত্রী ক্যারি সিমন্ডস উপস্থিত ছিলেন। অতিথি ছিলেন শতাধিক। ওই সময় যুক্তরাজ্যে কোনো আয়োজনে একসঙ্গে এত মানুষের উপস্থিতি আইনত নিষিদ্ধ ছিল। ব্রিটিশ রানি দ্বিতীয় এলিজাবেথের স্বামী ও ডিউক অব এডিনবরা প্রিন্স ফিলিপের শেষকৃত্যের আগের সন্ধ্যায়, অর্থাৎ ১৬ এপ্রিল এমন দুটি অনুষ্ঠান আয়োজন করা হয়। এসব ঘটনা সমানে আসায় প্রধানমন্ত্রী বরিস জনসনের ওপর চটেছেন তাঁর দলের এমপিরা। এ ঘটনায় রানি দ্বিতীয় এলিজাবেথের কাছে ক্ষমা চান তিনি। তবে নিজ দল ও বিরোধী দলের নেতারাও বরিসের এমন কাজে ক্ষুব্ধ। অনেকে মনে করছেন, এ মুহূর্তে বরিস জনসন পদে থাকারও যোগ্যতা হারিয়েছেন। এর মধ্যে জন্মদিনের পার্টির কথা জানা গেল।