ঢাকা ০৯:১৮ পূর্বাহ্ন, বুধবার, ০৮ অক্টোবর ২০২৫

বরিশালে ৩ ভাইকে কুপিয়ে জখম, একজনের মৃত্যু

  • আপডেট সময় : ১১:৪৮:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ২০ এপ্রিল ২০২২
  • ১২৯ বার পড়া হয়েছে

বরিশাল সংবাদদাতা: বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় পূর্ববিরোধের জেরে তিন ভাইকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষ; এদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার গভীর রাতে উপজেলার ফরিদপুর ইউনিয়নের সোনাপুরা গ্রামে এ হতাহতের ঘটনা ঘটে বলে বাকেরগঞ্জ থানার ওসি আলাউদ্দিন মিলন জানান। নিহত রনি মোল্লা (৩২) সোনাপুরা গ্রামের ইয়াসিন মোল্লার ছেলে। এ ছাড়া আহত অবস্থায় সোহেল মোল্লা (৩৪) ও তৌকির মোল্লা (৩০) বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। ওসি জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মঙ্গলবার রাত ১২টার দিকে দুপক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। পুলিশ খবর পেয়ে আহত তিনজনকে উদ্ধার করে শের-ই বাংলা মেডিকেলে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রনি মোল্লার মৃত্যু হয়েছে। শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন সোহেল মোল্লা বলেন, তিনি ফরিদপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি পদপ্রার্থী। মাদক ব্যবসায় বাধা দেওয়ায় ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য জহিরুল ইসলাম মামুনের সঙ্গে তাদের বিরোধ রয়েছে। তিনি আরও দাবি করেন, এর জের ধরেই রাতে মামুনের নেতৃত্বে ২০ থেকে ২৫ জন তাদের বাড়িতে হামলা চালায়। তিন ভাইকে কুপিয়ে ও লোহার রড দিয়ে পিটিয়ে গুরুতর জখম করে। মামুনের বিরুদ্ধে হত্যা, নারী নির্যাতন, মাদকসহ ১৮ থেকে ২০টি মামলা রয়েছে।

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

বরিশালে ৩ ভাইকে কুপিয়ে জখম, একজনের মৃত্যু

আপডেট সময় : ১১:৪৮:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ২০ এপ্রিল ২০২২

বরিশাল সংবাদদাতা: বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় পূর্ববিরোধের জেরে তিন ভাইকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষ; এদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার গভীর রাতে উপজেলার ফরিদপুর ইউনিয়নের সোনাপুরা গ্রামে এ হতাহতের ঘটনা ঘটে বলে বাকেরগঞ্জ থানার ওসি আলাউদ্দিন মিলন জানান। নিহত রনি মোল্লা (৩২) সোনাপুরা গ্রামের ইয়াসিন মোল্লার ছেলে। এ ছাড়া আহত অবস্থায় সোহেল মোল্লা (৩৪) ও তৌকির মোল্লা (৩০) বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। ওসি জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মঙ্গলবার রাত ১২টার দিকে দুপক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। পুলিশ খবর পেয়ে আহত তিনজনকে উদ্ধার করে শের-ই বাংলা মেডিকেলে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রনি মোল্লার মৃত্যু হয়েছে। শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন সোহেল মোল্লা বলেন, তিনি ফরিদপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি পদপ্রার্থী। মাদক ব্যবসায় বাধা দেওয়ায় ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য জহিরুল ইসলাম মামুনের সঙ্গে তাদের বিরোধ রয়েছে। তিনি আরও দাবি করেন, এর জের ধরেই রাতে মামুনের নেতৃত্বে ২০ থেকে ২৫ জন তাদের বাড়িতে হামলা চালায়। তিন ভাইকে কুপিয়ে ও লোহার রড দিয়ে পিটিয়ে গুরুতর জখম করে। মামুনের বিরুদ্ধে হত্যা, নারী নির্যাতন, মাদকসহ ১৮ থেকে ২০টি মামলা রয়েছে।