প্রত্যাশা ডেস্ক : বরিশালে শ্যামলী পরিবহনের একটি বাসের চাপায় তিনজন নিহত হয়েছেন। গতকাল রোববার দুপুর ১২টার দিকে এয়ারপোর্ট থানাধীন রহমতপুর ব্রিজের ঢালে এই দুর্ঘটনা ঘটে। বরিশাল মেট্রোপলিটন এয়ারপোর্ট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জানিয়েছেন, শ্যামলী পরিবহন একটি যাত্রীবাহী ভ্যানগাড়িকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে দুজন নিহত ও একজনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে মারা গেছেন। এ বিষয়ে এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কমলেশ বলেন, শ্যামলী পরিবহনের একটি বাস ভ্যানগাড়িকে চাপা দিলে ঘটনাস্থলেই দুজন মারা যান ও গুরতর অবস্থায় একজনকে বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়েছে। তবে তিনিও মারা গেছেন। নিহতরা সকলেই ভ্যানের যাত্রী ছিলেন। ভ্যানগাড়িকে চাপা দেওয়া বাসটিকে আটক করা হলেও পালিয়ে গেছে চালক।
লরির চাকায় পিষ্ট পুলিশ সদস্যের পর আহত পথচারীও মারা গেলেন রাজধানীর উত্তরায় লরির চাকায় পিষ্ট হয়েছে ঘটনাস্থলে মারা গেছেন এক পুলিশ সদস্য। এছাড়া হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আহত এক পথচারীর মৃত্যু হয়েছে। গতকাল রোববার ভোরে রাজধানীর উত্তরা পশ্চিম থানার ৯ নং সেক্টরে এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলে নিহত পুলিশ সদস্যের নাম নাম কাজী মাসুদ (৩৮)। তিনি ট্রাফিক উত্তরা বিভাগে কনস্টেবল পদে কর্মরত ছিলেন। তার গ্রামের বাড়ি বাগেরহাটের কচুয়ায়। এছাড়া নিহত পথচারীর নাম জাহাঙ্গীর আলম। তিনি একটি পরিবহণের কাউন্টার মাস্টার ছিলেন। এদিকে এ ঘটনায় নিহত পুলিশ সদস্যের পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে। উত্তরা পশ্চিম থানার পরিদর্শক (তদন্ত) মো. ইয়াসিন গাজী বলেন, ভোর চারটার দিকে এ ঘটনা ঘটে। এসময় উত্তরা পশ্চিম থানার আব্দুল্লাহপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের তাসিন পাম্পের পূর্ব পাশে দায়িত্ব পালন করছিলেন কাজী মাসুদ। এ সময় পেছন থেকে একটি লরি তাকে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়েন। পরে ওই লরির চাকার পিষ্ট হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি। এ ঘটনার জাহাঙ্গীর আলম নামে এক পথচারী গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল নেওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় সকাল নয়টায় তার মৃত্যু হয় বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।
বরিশালে বাসচাপায় ৩, ঢাকায় লরিচাপায় ২ জনের মৃত্যু
ট্যাগস :
বরিশালে বাসচাপায় ৩
জনপ্রিয় সংবাদ