ঢাকা ১১:০৯ অপরাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫

বরিশালে প্রার্থীদের মনোনয়ন সংগ্রহ শুরু

  • আপডেট সময় : ০২:১৭:০২ অপরাহ্ন, সোমবার, ২৭ নভেম্বর ২০২৩
  • ১০৮ বার পড়া হয়েছে

বরিশাল সংবাদদাতা : আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশালের ছয়টি আসনে মনোনয়নপত্র সংগ্রহ করতে শুরু করেছেন প্রার্থীরা।
গতকাল সোমবার সকাল ১০ টায় বরিশালের রিটার্নিং কর্মকর্তা শহীদুল ইসলামের কাছ থেকে মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থীরা। বরিশাল ০৫ আসনের সংসদ সদস্য ও পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীমের পক্ষে সকালে মনোনয়নপত্র সংগ্রহ করেন এই আসনের নৌকার নির্বাচন পরিচালনা কমিটির সদস্য অ্যাডভোকেট লস্কর নুরুল হক। এ সময় মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হক খান মামুনসহ দলীয় নেতারা উপস্থিত ছিলেন। মনোনয়ন পত্র সংগ্রহ শেষে তারা জানান, তারা জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী। দলের সকলে ঐক্যবদ্ধ হয়ে আওয়ামী লীগের প্রার্থীকে বিজয়ী করবেন বলে আশা তাদের।

বরিশালের রিটার্নিং কর্মকর্তা শহীদুল ইসলাম বলেন, বরিশাল জেলার ছয়টি সংসদীয় আসনের বিপরীতে এখন পর্যন্ত সহকারী রিটার্নিং অফিসার এবং রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে সোমবার বেলা ১১ টা পর্যন্ত মোট ১২টি মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন প্রার্থীরা। মনোনয়ন দাখিলের শেষ তারিখ ৩০ নভেম্বর। নির্বাচন কমিশনের নির্দেশনা মোতাবেক সুষ্ঠু নির্বাচনী পরিবেশ বজায় রাখতে কাজ করছেন বলেও জানান এই কর্মকর্তা।

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

বরিশালে প্রার্থীদের মনোনয়ন সংগ্রহ শুরু

আপডেট সময় : ০২:১৭:০২ অপরাহ্ন, সোমবার, ২৭ নভেম্বর ২০২৩

বরিশাল সংবাদদাতা : আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশালের ছয়টি আসনে মনোনয়নপত্র সংগ্রহ করতে শুরু করেছেন প্রার্থীরা।
গতকাল সোমবার সকাল ১০ টায় বরিশালের রিটার্নিং কর্মকর্তা শহীদুল ইসলামের কাছ থেকে মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থীরা। বরিশাল ০৫ আসনের সংসদ সদস্য ও পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীমের পক্ষে সকালে মনোনয়নপত্র সংগ্রহ করেন এই আসনের নৌকার নির্বাচন পরিচালনা কমিটির সদস্য অ্যাডভোকেট লস্কর নুরুল হক। এ সময় মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হক খান মামুনসহ দলীয় নেতারা উপস্থিত ছিলেন। মনোনয়ন পত্র সংগ্রহ শেষে তারা জানান, তারা জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী। দলের সকলে ঐক্যবদ্ধ হয়ে আওয়ামী লীগের প্রার্থীকে বিজয়ী করবেন বলে আশা তাদের।

বরিশালের রিটার্নিং কর্মকর্তা শহীদুল ইসলাম বলেন, বরিশাল জেলার ছয়টি সংসদীয় আসনের বিপরীতে এখন পর্যন্ত সহকারী রিটার্নিং অফিসার এবং রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে সোমবার বেলা ১১ টা পর্যন্ত মোট ১২টি মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন প্রার্থীরা। মনোনয়ন দাখিলের শেষ তারিখ ৩০ নভেম্বর। নির্বাচন কমিশনের নির্দেশনা মোতাবেক সুষ্ঠু নির্বাচনী পরিবেশ বজায় রাখতে কাজ করছেন বলেও জানান এই কর্মকর্তা।