ঢাকা ০৭:০৮ পূর্বাহ্ন, বুধবার, ০৫ নভেম্বর ২০২৫

বরিশালে ট্রলারডুবে ৫ জনের মৃত্যু

  • আপডেট সময় : ০১:২৬:২৯ অপরাহ্ন, রবিবার, ১০ এপ্রিল ২০২২
  • ১৩৪ বার পড়া হয়েছে

বরিশাল প্রতিনিধি : বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায় ট্রলার ডুবে নিখোঁজ আরও এক নারী ও শিশুর লাশ উদ্ধার করা হয়েছে; মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচ জনে।
দুদিন আগের ওই নৌ দুর্ঘটনায় আর কেউ নিখোঁজ নেই বলে বরিশাল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ পরিচালক কামাল হোসেন ভূঁইয়া জানিয়েছেন। তিনি বলেন, গতকাল রোববার সকালে ঘটনাস্থল থেকে অনেকটা দূরে আড়িয়াল খাঁ নদীর বুখাইনগরে পাঁচ বছর বয়সী শিশু ইয়ামীন এবং লেঙ্গুটিয়া এলাকায় ৩৫ বছর বয়সী মালা বেগমের লাশ জেলেদের জালে উঠে আসে। পরে ফায়ার সার্ভিস ও কোস্ট গার্ড মরদেহ দুটি উদ্ধার করে। ইয়ামীন মেহেন্দিগঞ্জ উপজেলার মাঝেরচর গ্রামের রহিম চৌকিদারের ছেলে। আর মালা ওই গ্রামের সাইফুল হাওলাদারের স্ত্রী।
গত শুক্রবার এক আত্মীয়র জানাজায় অংশ নিতে ট্রলারে করে দরিচর খাজুরিয়ায় যাচ্ছিলেন মাঝেরচরের একদল লোক। প্রচ- ঢেউয়ে গজারিয়া নদীতে ট্রলারটি ডুবে যায়। ওই সময় দুর্ঘটনাস্থলের কাছাকাছি থাকা কোস্ট গার্ডের একটি দল এগিয়ে গিয়ে আটজনকে উদ্ধার করে। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে মাহেনুর বেগম (৫২) ও তার মেয়ে নাসরিন বেগমকে (২৫) মৃত ঘোষণা করেন চিকিৎসক। এরপর শনিবার রোহান নামে চার বছরের এক শিশুর লাশ উদ্ধার হয়। রোহান মাঝেরচর গ্রামের মুনতাস হাওলাদারের ছেলে।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

বরিশালে ট্রলারডুবে ৫ জনের মৃত্যু

আপডেট সময় : ০১:২৬:২৯ অপরাহ্ন, রবিবার, ১০ এপ্রিল ২০২২

বরিশাল প্রতিনিধি : বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায় ট্রলার ডুবে নিখোঁজ আরও এক নারী ও শিশুর লাশ উদ্ধার করা হয়েছে; মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচ জনে।
দুদিন আগের ওই নৌ দুর্ঘটনায় আর কেউ নিখোঁজ নেই বলে বরিশাল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ পরিচালক কামাল হোসেন ভূঁইয়া জানিয়েছেন। তিনি বলেন, গতকাল রোববার সকালে ঘটনাস্থল থেকে অনেকটা দূরে আড়িয়াল খাঁ নদীর বুখাইনগরে পাঁচ বছর বয়সী শিশু ইয়ামীন এবং লেঙ্গুটিয়া এলাকায় ৩৫ বছর বয়সী মালা বেগমের লাশ জেলেদের জালে উঠে আসে। পরে ফায়ার সার্ভিস ও কোস্ট গার্ড মরদেহ দুটি উদ্ধার করে। ইয়ামীন মেহেন্দিগঞ্জ উপজেলার মাঝেরচর গ্রামের রহিম চৌকিদারের ছেলে। আর মালা ওই গ্রামের সাইফুল হাওলাদারের স্ত্রী।
গত শুক্রবার এক আত্মীয়র জানাজায় অংশ নিতে ট্রলারে করে দরিচর খাজুরিয়ায় যাচ্ছিলেন মাঝেরচরের একদল লোক। প্রচ- ঢেউয়ে গজারিয়া নদীতে ট্রলারটি ডুবে যায়। ওই সময় দুর্ঘটনাস্থলের কাছাকাছি থাকা কোস্ট গার্ডের একটি দল এগিয়ে গিয়ে আটজনকে উদ্ধার করে। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে মাহেনুর বেগম (৫২) ও তার মেয়ে নাসরিন বেগমকে (২৫) মৃত ঘোষণা করেন চিকিৎসক। এরপর শনিবার রোহান নামে চার বছরের এক শিশুর লাশ উদ্ধার হয়। রোহান মাঝেরচর গ্রামের মুনতাস হাওলাদারের ছেলে।