ঢাকা ০৯:৪৫ অপরাহ্ন, রবিবার, ০৫ অক্টোবর ২০২৫

বরিশালের লোকসংস্কৃতি

  • আপডেট সময় : ০৩:২৩:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ অক্টোবর ২০২৪
  • ১০৯ বার পড়া হয়েছে

শাহ আলম ডাকুয়া

 

উজিরপুর উপজেলা। বরিশাল জেলার সাংস্কৃতিক ঐতিহ্য ও লোকসংস্কৃতির এক পীঠস্থান। এই জনপদে বিভিন্ন ধর্মের লোকজন মিলেমিশে এক অনন্য উদাহরণ সৃষ্টি করেছে। এখানের মানুষের কথ্যভাষায়ও রয়েছে বৈচিত্র্য। যেমন-

‘‘নুইনদাও যেডি আইল্যাও হেডি
হেডির ঝি হেডি’’

শব্দ পরিচিতি : নুইনদা= লবণ দিয়া, যেডি= যতগুলো, আইল্যা=লবণ ছাড়া খাদ্য, হেডি= তিরস্কারমূলক উক্তি, ঝি= (মেয়ে) এই প্রবাদপ্রবচনের ঝি মানে পুতের বউকে বোঝানো হয়েছে। আগের যুগে শাশুড়িরা পুতের বউয়ের বাপের বাড়ির পদবি ধরে বউকে ডাকতো-যেমন- কাজির ঝি, হাওলাদারের ঝি, শেখের ঝি এরকম।

প্রেক্ষাপট : এক বাড়ির মুখরা শাশুড়ি বউকে প্রায়ই খোটা মেরে কথা বলতো। বউয়ের সব কাজের খুত ধরাই যেন শাশুড়ির স্বভাব। বউ যে শাশুড়ির মেয়ের মতো একজন মেয়ে তা যেন ভাবতেই পারতো না ওই শাশুড়ি।
বউয়ের খাওয়া-দাওয়া নিয়েও শাশুড়ি তাই মাঝে মাঝেই খোটা দিতো। শাশুড়ির ধারণা বউ অনেক খায়। সেটা তার পছন্দ নয়। শাশুড়ির মনের সেই অভিব্যক্তিই এ প্রবাদপ্রবচনে প্রকটভাবে ফুটে উঠেছে।

সংগ্রাহক: শাহ আলম ডাকুয়া, সংগ্রহের সময়: ১৯৬৯ ইংরেজি
সংগ্রহের স্থান: ডাকুয়া বাড়ি, গ্রাম: হস্তিশুন্ড, ইউনিয়ন: বামরাইল, উপজেলা : উজিরপুর, জেলা: বরিশাল।
মোবাইল নং-০১৯৮৫-১৮৪৬৯৮

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

বরিশালের লোকসংস্কৃতি

আপডেট সময় : ০৩:২৩:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ অক্টোবর ২০২৪

শাহ আলম ডাকুয়া

 

উজিরপুর উপজেলা। বরিশাল জেলার সাংস্কৃতিক ঐতিহ্য ও লোকসংস্কৃতির এক পীঠস্থান। এই জনপদে বিভিন্ন ধর্মের লোকজন মিলেমিশে এক অনন্য উদাহরণ সৃষ্টি করেছে। এখানের মানুষের কথ্যভাষায়ও রয়েছে বৈচিত্র্য। যেমন-

‘‘নুইনদাও যেডি আইল্যাও হেডি
হেডির ঝি হেডি’’

শব্দ পরিচিতি : নুইনদা= লবণ দিয়া, যেডি= যতগুলো, আইল্যা=লবণ ছাড়া খাদ্য, হেডি= তিরস্কারমূলক উক্তি, ঝি= (মেয়ে) এই প্রবাদপ্রবচনের ঝি মানে পুতের বউকে বোঝানো হয়েছে। আগের যুগে শাশুড়িরা পুতের বউয়ের বাপের বাড়ির পদবি ধরে বউকে ডাকতো-যেমন- কাজির ঝি, হাওলাদারের ঝি, শেখের ঝি এরকম।

প্রেক্ষাপট : এক বাড়ির মুখরা শাশুড়ি বউকে প্রায়ই খোটা মেরে কথা বলতো। বউয়ের সব কাজের খুত ধরাই যেন শাশুড়ির স্বভাব। বউ যে শাশুড়ির মেয়ের মতো একজন মেয়ে তা যেন ভাবতেই পারতো না ওই শাশুড়ি।
বউয়ের খাওয়া-দাওয়া নিয়েও শাশুড়ি তাই মাঝে মাঝেই খোটা দিতো। শাশুড়ির ধারণা বউ অনেক খায়। সেটা তার পছন্দ নয়। শাশুড়ির মনের সেই অভিব্যক্তিই এ প্রবাদপ্রবচনে প্রকটভাবে ফুটে উঠেছে।

সংগ্রাহক: শাহ আলম ডাকুয়া, সংগ্রহের সময়: ১৯৬৯ ইংরেজি
সংগ্রহের স্থান: ডাকুয়া বাড়ি, গ্রাম: হস্তিশুন্ড, ইউনিয়ন: বামরাইল, উপজেলা : উজিরপুর, জেলা: বরিশাল।
মোবাইল নং-০১৯৮৫-১৮৪৬৯৮