ঢাকা ১১:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৫

বরিশালের কথ্যভাষার স্বরূপ সন্ধান

  • আপডেট সময় : ০৩:০৪:৪১ অপরাহ্ন, সোমবার, ১১ নভেম্বর ২০২৪
  • ৩১ বার পড়া হয়েছে

মোস্তাফিজুর রহমান জাকির

 

বরিশালের কথ্য ভাষার অনেক শব্দের বানান, বাচনভঙ্গি, উচ্চারণে দেশের অন্য এলাকার থেকে একটু পার্থক্য পরিলক্ষিত হয়। আবার অনেক শব্দ হুবহু অন্য জেলার শব্দের সাথে মিল রয়েছে।

বরিশাল জেলার অন্যতম ঐতিহ্যবাহী উপজেলা উজিরপুর। এখানের মানুষজন যখন একান্তে নিজেদের মধ্যে কথা বলে থাকেন তখন একেবারে গ্রাম্য ভাষারই মাটিমাখা গন্ধ পাওয়া যায়।

এখন ২০২৪ সাল। নগর সভ্যতার আঘাতে হারিয়ে যেতে বসেছে সেই মাটিমাখা কথ্য ভাষার শব্দ ও লোককথা। তারপরও একেবারে গ্রামের মধ্যেই যাদের গণ্ডি সেসব মানুষের কাছ থেকে কিছু শব্দ সংগ্রহ করা হয়েছে।

আজকের বর্ণ “ন”

নইলান=খেজুরের রস, যেদিন প্রথম কেটে রস পায় সেদিনের রসকে নইলান বলে। নুন= লবণ, ন্যারা/ন্যাড়া= চুলবিহীন মাথা, নাহইল/নাহোইল=নারিকেল, নেমকদানি=নুন রাখার পাত্র, নাইয়ুরি=নতুন বউয়ের ফেরত যাত্রা,
নয়া=নতুন, নেমকহারাম=বেইমান, এক প্রকার গালি, নাদুস নুদুস=মোটাতাজা, নইস্যা=গুরুত্বহীন লোক, নছোল্লা= বাহানা, নরোলি= গলা, অন্ননালি, নসা= নতুন বর, জামাই, নাই= নাভি/ নেই, নাওয়া= গোসল, নাকডলা= অপমান, প্রত্যাখ্যান, নাগরা= জুতা, নাডা= নাঙলের ফালে ওঠা লম্বা নালা/ বখাটে, নাড়া= ধান গাছের গোরার অংশ, নাতা= কাপড়ের টুকরো, নানডিবাসটি= নষ্ট, নাল= এক নলা গাছ, নাহান= মতো, নিজান= তলানি জমা, নিইজ্যা গেছে, নিসটা= খারাপ, নস্ট, নিহা= বিয়া, নুমাল/নুমইল= রুমাল, নেইজ্যো= সঠিক, ন্যায্য, নেয়াস= দীর্ঘশ্বাস, নৈচা= হুক্কার নল, ন্যাবাই= বড়ভাই, নাহা= কথা বলতে নাকে বাজে।

সংগ্রহকারী: মোস্তাফিজুর রহমান জাকির
সংগ্রহস্থান= হস্তিশুন্ড, বামরাইল, উজিরপুর, বরিশাল
সংগ্রহকাল: ২০২৪

আজকের প্রত্যাশা/কেএমএএ

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

ঢাকায় কাউন্টার থেকে চলবে ২১ কোম্পানির গোলাপী বাস

বরিশালের কথ্যভাষার স্বরূপ সন্ধান

আপডেট সময় : ০৩:০৪:৪১ অপরাহ্ন, সোমবার, ১১ নভেম্বর ২০২৪

মোস্তাফিজুর রহমান জাকির

 

বরিশালের কথ্য ভাষার অনেক শব্দের বানান, বাচনভঙ্গি, উচ্চারণে দেশের অন্য এলাকার থেকে একটু পার্থক্য পরিলক্ষিত হয়। আবার অনেক শব্দ হুবহু অন্য জেলার শব্দের সাথে মিল রয়েছে।

বরিশাল জেলার অন্যতম ঐতিহ্যবাহী উপজেলা উজিরপুর। এখানের মানুষজন যখন একান্তে নিজেদের মধ্যে কথা বলে থাকেন তখন একেবারে গ্রাম্য ভাষারই মাটিমাখা গন্ধ পাওয়া যায়।

এখন ২০২৪ সাল। নগর সভ্যতার আঘাতে হারিয়ে যেতে বসেছে সেই মাটিমাখা কথ্য ভাষার শব্দ ও লোককথা। তারপরও একেবারে গ্রামের মধ্যেই যাদের গণ্ডি সেসব মানুষের কাছ থেকে কিছু শব্দ সংগ্রহ করা হয়েছে।

আজকের বর্ণ “ন”

নইলান=খেজুরের রস, যেদিন প্রথম কেটে রস পায় সেদিনের রসকে নইলান বলে। নুন= লবণ, ন্যারা/ন্যাড়া= চুলবিহীন মাথা, নাহইল/নাহোইল=নারিকেল, নেমকদানি=নুন রাখার পাত্র, নাইয়ুরি=নতুন বউয়ের ফেরত যাত্রা,
নয়া=নতুন, নেমকহারাম=বেইমান, এক প্রকার গালি, নাদুস নুদুস=মোটাতাজা, নইস্যা=গুরুত্বহীন লোক, নছোল্লা= বাহানা, নরোলি= গলা, অন্ননালি, নসা= নতুন বর, জামাই, নাই= নাভি/ নেই, নাওয়া= গোসল, নাকডলা= অপমান, প্রত্যাখ্যান, নাগরা= জুতা, নাডা= নাঙলের ফালে ওঠা লম্বা নালা/ বখাটে, নাড়া= ধান গাছের গোরার অংশ, নাতা= কাপড়ের টুকরো, নানডিবাসটি= নষ্ট, নাল= এক নলা গাছ, নাহান= মতো, নিজান= তলানি জমা, নিইজ্যা গেছে, নিসটা= খারাপ, নস্ট, নিহা= বিয়া, নুমাল/নুমইল= রুমাল, নেইজ্যো= সঠিক, ন্যায্য, নেয়াস= দীর্ঘশ্বাস, নৈচা= হুক্কার নল, ন্যাবাই= বড়ভাই, নাহা= কথা বলতে নাকে বাজে।

সংগ্রহকারী: মোস্তাফিজুর রহমান জাকির
সংগ্রহস্থান= হস্তিশুন্ড, বামরাইল, উজিরপুর, বরিশাল
সংগ্রহকাল: ২০২৪

আজকের প্রত্যাশা/কেএমএএ