ঢাকা ০৪:২৫ পূর্বাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫

বরিশালের উজিরপুরের লোককথা

  • আপডেট সময় : ০৮:০২:২৩ অপরাহ্ন, রবিবার, ১৩ অক্টোবর ২০২৪
  • ১০০ বার পড়া হয়েছে

শহিদুল হক ডাকুয়া

 

বরিশালের উজিরপুর একটি প্রাচীন জনপদ। বরিশালের ইতিহাস-ঐতিহ্যের অনেকটাই দখল করে আছে এ উপজেলার সংস্কৃতি। বর্তমান ২০২৪ সালের এ উপজেলার যে অবকাঠামো আমরা দেখতে পাই তা ১০০ বছর আগে এরকম ছিল না। তখন মানুষের যোগাযোগের একমাত্র মাধ্যম ছিল নৌকা। বিদ্যুৎ ছিল না। ছিল না পাকা সড়কের অস্তিত্ব। কিন্তু তখন মানুষের মধ্যে ছিল আন্তরিকতা, ভালবাসা। সাপ্তাহিক হাটগুলো ছিল যেন মিলনমেলা।

তখন বিভিন্ন গ্রামে মানুষের মুখে মুখে যে সব শব্দ, বাক্য উচ্চারিত তা আমাদের সংস্কৃতির ধারক ও বাহক। গ্রামের সহজ-সরল মানুষের এসব কথাবার্তার মধ্যে নীতিকথা, জ্ঞান, শিক্ষণীয় তথ্য লুকিয়ে থাকে। যুগ যুগ ধরে মৌখিকভাবে এসব লোককথা, ছড়া, নীতিকথার প্রচলন হয়ে আসছে। শত শত বছর আগের সেই কথাগুলো এখনো গ্রামের মানুষের মৌখিক মাধ্যমে বেঁচে আছে।
এই উজিরপুর এলাকায় বহুল প্রচলিত একটা কথা শোনা যেত- এলাকাভেদে সামান্য তারতম্য লক্ষ করা যায়-

ক) আহাশের চান পাওয়া/পাইছো (হস্তিশুন্ড)
খ) আহাশের চান দেখছো (খাটিয়ালপাড়া)
গ) আহাশের চান ধরতে চাও? (কাজীশা)

আহাশ=আকাশ, চান=চাঁদ।
চান পাওয়া=না চাইতেই অনেক বা মূল্যবান কিছু পাওয়া
চান দেখছো=হঠাৎ ধনবান হওয়ায় মাতুব্বরি করতে চাওয়ায় ধমকের সুরে বলা হয় চান দেখছো? মুখের উপর কথা বলছো যে।
চান ধরতে চাও= বড় বা বনেদি পরিবারের সাথে বৈবাহিক সম্পর্ক স্থাপন করতে চায় কম ধনবান ব্যক্তি- তখন বলা হয়-চান ধরতে চাও। আবার দেখা যায়, গরিব ঘরের ছেলে ধনীর মেয়ের সাথে প্রেমের সম্পর্ক গড়লে তখন মেয়ের বাবা ওই ছেলের উদ্দেশ্যে বলে থাকে-চান ধরতে চাও।
আরো একটি ধারণা প্রচলিত আছে এ এলাকায়, তা হলো-উদারণ হিসেবে-অনেকদিন পর ভাইয়ের ছেলে বেড়াতে এসেছে তাই ফুফু খুবই আনন্দিত হয়। ভাইর ছেলেকে পেয়ে ফুফুর মনে হয় তিনি যেন আকাশের চান হাতে পেয়েছেন- এটা ভালোবাসার এক পরম অভিব্যক্তি যা বর্তমান নগরসভ্যতায় মেলা দায়।

সংগ্রহকারী : শহিদুল হক ডাকুয়া
সংগ্রহ স্থান : ডাকুয়া বাড়ি, হস্তিশুন্ড, বামরাইল, উজিরপুর, বরিশাল
সংগ্রহের সময় : ২০২৪
মোবাইল : ০১৭১১২৪৪১৪৫

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বরিশালের উজিরপুরের লোককথা

আপডেট সময় : ০৮:০২:২৩ অপরাহ্ন, রবিবার, ১৩ অক্টোবর ২০২৪

শহিদুল হক ডাকুয়া

 

বরিশালের উজিরপুর একটি প্রাচীন জনপদ। বরিশালের ইতিহাস-ঐতিহ্যের অনেকটাই দখল করে আছে এ উপজেলার সংস্কৃতি। বর্তমান ২০২৪ সালের এ উপজেলার যে অবকাঠামো আমরা দেখতে পাই তা ১০০ বছর আগে এরকম ছিল না। তখন মানুষের যোগাযোগের একমাত্র মাধ্যম ছিল নৌকা। বিদ্যুৎ ছিল না। ছিল না পাকা সড়কের অস্তিত্ব। কিন্তু তখন মানুষের মধ্যে ছিল আন্তরিকতা, ভালবাসা। সাপ্তাহিক হাটগুলো ছিল যেন মিলনমেলা।

তখন বিভিন্ন গ্রামে মানুষের মুখে মুখে যে সব শব্দ, বাক্য উচ্চারিত তা আমাদের সংস্কৃতির ধারক ও বাহক। গ্রামের সহজ-সরল মানুষের এসব কথাবার্তার মধ্যে নীতিকথা, জ্ঞান, শিক্ষণীয় তথ্য লুকিয়ে থাকে। যুগ যুগ ধরে মৌখিকভাবে এসব লোককথা, ছড়া, নীতিকথার প্রচলন হয়ে আসছে। শত শত বছর আগের সেই কথাগুলো এখনো গ্রামের মানুষের মৌখিক মাধ্যমে বেঁচে আছে।
এই উজিরপুর এলাকায় বহুল প্রচলিত একটা কথা শোনা যেত- এলাকাভেদে সামান্য তারতম্য লক্ষ করা যায়-

ক) আহাশের চান পাওয়া/পাইছো (হস্তিশুন্ড)
খ) আহাশের চান দেখছো (খাটিয়ালপাড়া)
গ) আহাশের চান ধরতে চাও? (কাজীশা)

আহাশ=আকাশ, চান=চাঁদ।
চান পাওয়া=না চাইতেই অনেক বা মূল্যবান কিছু পাওয়া
চান দেখছো=হঠাৎ ধনবান হওয়ায় মাতুব্বরি করতে চাওয়ায় ধমকের সুরে বলা হয় চান দেখছো? মুখের উপর কথা বলছো যে।
চান ধরতে চাও= বড় বা বনেদি পরিবারের সাথে বৈবাহিক সম্পর্ক স্থাপন করতে চায় কম ধনবান ব্যক্তি- তখন বলা হয়-চান ধরতে চাও। আবার দেখা যায়, গরিব ঘরের ছেলে ধনীর মেয়ের সাথে প্রেমের সম্পর্ক গড়লে তখন মেয়ের বাবা ওই ছেলের উদ্দেশ্যে বলে থাকে-চান ধরতে চাও।
আরো একটি ধারণা প্রচলিত আছে এ এলাকায়, তা হলো-উদারণ হিসেবে-অনেকদিন পর ভাইয়ের ছেলে বেড়াতে এসেছে তাই ফুফু খুবই আনন্দিত হয়। ভাইর ছেলেকে পেয়ে ফুফুর মনে হয় তিনি যেন আকাশের চান হাতে পেয়েছেন- এটা ভালোবাসার এক পরম অভিব্যক্তি যা বর্তমান নগরসভ্যতায় মেলা দায়।

সংগ্রহকারী : শহিদুল হক ডাকুয়া
সংগ্রহ স্থান : ডাকুয়া বাড়ি, হস্তিশুন্ড, বামরাইল, উজিরপুর, বরিশাল
সংগ্রহের সময় : ২০২৪
মোবাইল : ০১৭১১২৪৪১৪৫