ক্রীড়া ডেস্ক : আগামী বছর জাতীয় লিগের এক নম্বর টায়ারে খেলবে ঢাকা মেট্রো। দুই নম্বর টায়ারের চ্যাম্পিয়ন হিসেবেই পরের বার এনসিএলের ১ নম্বর টায়ারে খেলার যোগ্যতা অর্জন করেছে ঢাকার দলটি। সিলেট স্টেডিয়ামে বরিশালকে ৭ উইকেটে হারিয়ে ২ নম্বর টায়ারের শীর্ষস্থান নিশ্চিত করেছে তারা। অন্যদিকে এক নম্বর টায়ার থেকে রেলিগেটেড হয়েছে চটগ্রাম বিভাগ। আগেই জানা, সর্বাধিক ৩৭ পয়েন্ট (৬ খেলায়) পেয়ে ১ নম্বর টায়ারের চ্যাম্পিয়ন হয়েছে আকবর আলীর রংপুর বিভাগ। এ টায়ারে ২১ পয়েন্ট পেয়ে দ্বিতীয় হয়েছে সিলেট বিভাগ। আর ১৯ পয়েন্ট নিয়ে তৃতীয় হয়েছে ঢাকা বিভাগ। অন্যদিকে ১২ পয়েন্ট নিয়ে সবার নিচে থেকে রেলিগেশনে পড়েছে তামিম ইকবালদের চট্টগ্রাম বিভাগ।
ওদিকে জাতীয় লিগের এবারের আসরে টায়ার-২ ‘এ বরিশালের বিপক্ষে শেষ ম্যাচে মাঠে নামার আগেই শিরোপার দোরগোড়ায় পৌঁছেছিল ঢাকা মেট্রো। ৫ খেলায় ২৫ পয়েন্ট নিয়ে আগে থেকেই সবার ওপরে ছিল ঢাকা মেট্রো। বরিশালের বিপক্ষে শেষ খেলায় জয়ের ঘ্রাণ পাচ্ছিল সাদমান ইসলামের দল। গতকাল বৃহস্পতিবার শেষদিন জিততে ঢাকা মেট্রোর দরকার ছিল মাত্র ৩৬ রান। হাতে ছিল ৭ উইকেট। ১৯০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে বুধবার তৃতীয় দিন শেষে ঢাকা মেট্রোর রান ছিল ৩ উইকেটে ১৫৪। সিলেটে অনুষ্ঠানরত এ ম্যাচে ঢাকা মেট্রোকে জয়ের খুব কাছে নিয়ে যান অধিনায়ক সাদমান ইসলাম। তার ব্যাট থেকে আসা ৬৪ রানের (৯২ বলে) ইনিংসটিই তার দলকে জয়ের পথে এগিয়ে নিয়ে যায়। আরেক ওপেনার নাইম শেখও ৫০ বলে ৪১ রানের এক ওয়ানডে মেজাজের ইনিংস খেলেছেন। নাইম শেখ আর সাদমানের উদ্বোধনী জুটিতে উঠেছে ৬৭ রান। এরপর উইকেটরক্ষক জাহিদউজ্জামান ১৯ রানে আউট হলেও অভিজ্ঞ শামসুর রহমান শুভ (১৫) আর তরুণ আইচ মোল্লা (১২) অপরাজিত অবস্থায় তৃতীয় দিনের খেলা শেষে মাঠ ছেড়েছিলেন। আজ তারাই ঢাকা মেট্রোকে জয়ের বন্দরে পৌঁছে দিয়েছেন। অভিজ্ঞ শামসুর রহমান শুভ ৩৭ (৬৭ বলে) ও আইচ মোল্লা ২৬ (৪৩ বলে) চতুর্থ উইকেটে অবিচ্ছিন্ন ৫৪ রান যোগ করে ঢাকা মেট্রোকে জিতিয়ে বিজয়ীর বেশে সাজঘরে ফেরেন।
বরিশালকে হারিয়ে এক নম্বর টায়ারে উঠে এলো ঢাকা মেট্রো
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ


























