ঢাকা ০১:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫

‘বরবাদ’ শেষ করে দেশে ফিরলেন শাকিব

  • আপডেট সময় : ০৬:০৩:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী ২০২৫
  • ১২৬ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক: ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান তার আসন্ন ঈদের ছবি ‘বরবাদ’-এর শুটিং করছিলেন মুম্বাই। দ্বিতীয় লটে দুই সপ্তাহ ধরে এ ছবির শুটিং শেষ করে বুধবার বিকেলে ঢাকায় ফিরেছেন।
শাকিব খান বলেন, বরবাদ নিয়ে দর্শকদের যে প্রত্যাশা তৈরি হয়েছে আমার বিশ্বাস সেটা পূরণ হবে। এটা অনেক বিগ স্কেলের ছবি। সবমিলিয়ে ভালো কিছু পেতে যাচ্ছে দর্শক। মেহেদী হাসান হৃদয় পরিচালিত ছবি ‘বরবাদ’। এটি পরিচালকের প্রথম ছবি। তিনি জানান, এটি অ্যাকশন ভায়োলেন্স রোম্যান্টিক ধাঁচের ছবি। তিনি নির্মাণে কোনো ত্রুটি রাখেননি। গেল ডিসেম্বরে শাকিবের ‘বরবাদ’-এর মোশন পোস্টারটি প্রকাশের পরেই ছড়িয়ে যায় অন্তর্জালে। চারদিক থেকে ব্যাপক আলোচনার জন্ম দেয়।

প্রকাশিত লুকে দেখা যায়, নিউ লুকে বিলাসবহুল রোলস রয়েস গাড়িতে সামনে অ্যাকশন মুডে বসে আছেন শাকিব। তার হাতে পিস্তল। চারপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে রক্ত! তার আগে দেখা যায় শহরজুড়ে ধ্বংসজজ্ঞের আভাস। সবকিছু লণ্ডভণ্ড করে বেরিয়ে আসে আগুনে কুন্ডুলি। জানিয়ে দেয়া হয়, ২০২৫ সালের রোজার ঈদে মুক্তি পাবে ‘বরবাদ’। বরবাদ ছবিতে শাকিব খানের সঙ্গে রয়েছেন প্রিয়তমা খ্যাত অভিনেত্রী ইধিকা পাল। একটি আইটেম গানে দেখা যাবে, কলকাতার নায়িকা নুসরাত জাহানকে।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

‘বরবাদ’ শেষ করে দেশে ফিরলেন শাকিব

আপডেট সময় : ০৬:০৩:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী ২০২৫

বিনোদন ডেস্ক: ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান তার আসন্ন ঈদের ছবি ‘বরবাদ’-এর শুটিং করছিলেন মুম্বাই। দ্বিতীয় লটে দুই সপ্তাহ ধরে এ ছবির শুটিং শেষ করে বুধবার বিকেলে ঢাকায় ফিরেছেন।
শাকিব খান বলেন, বরবাদ নিয়ে দর্শকদের যে প্রত্যাশা তৈরি হয়েছে আমার বিশ্বাস সেটা পূরণ হবে। এটা অনেক বিগ স্কেলের ছবি। সবমিলিয়ে ভালো কিছু পেতে যাচ্ছে দর্শক। মেহেদী হাসান হৃদয় পরিচালিত ছবি ‘বরবাদ’। এটি পরিচালকের প্রথম ছবি। তিনি জানান, এটি অ্যাকশন ভায়োলেন্স রোম্যান্টিক ধাঁচের ছবি। তিনি নির্মাণে কোনো ত্রুটি রাখেননি। গেল ডিসেম্বরে শাকিবের ‘বরবাদ’-এর মোশন পোস্টারটি প্রকাশের পরেই ছড়িয়ে যায় অন্তর্জালে। চারদিক থেকে ব্যাপক আলোচনার জন্ম দেয়।

প্রকাশিত লুকে দেখা যায়, নিউ লুকে বিলাসবহুল রোলস রয়েস গাড়িতে সামনে অ্যাকশন মুডে বসে আছেন শাকিব। তার হাতে পিস্তল। চারপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে রক্ত! তার আগে দেখা যায় শহরজুড়ে ধ্বংসজজ্ঞের আভাস। সবকিছু লণ্ডভণ্ড করে বেরিয়ে আসে আগুনে কুন্ডুলি। জানিয়ে দেয়া হয়, ২০২৫ সালের রোজার ঈদে মুক্তি পাবে ‘বরবাদ’। বরবাদ ছবিতে শাকিব খানের সঙ্গে রয়েছেন প্রিয়তমা খ্যাত অভিনেত্রী ইধিকা পাল। একটি আইটেম গানে দেখা যাবে, কলকাতার নায়িকা নুসরাত জাহানকে।