ঢাকা ০৬:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫

বরগুনায় ভারী বৃষ্টি, প্রস্তুত ৬৭৩ আশ্রয়কেন্দ্র

  • আপডেট সময় : ০৬:৩২:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪
  • ৩৫ বার পড়া হয়েছে

বরগুনা সংবাদদাতা : বরগুনায় ঘূর্ণিঝড় দানার প্রভাবে বুধবার দিবাগত রাত থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়। বৃহস্পতিবার সকাল থেকে বৃষ্টি বাড়তে থাকে এবং ক্রমশই তা ভারী হচ্ছে। এদিকে, ঘূর্ণিঝড় ‘দানা’ মোকাবিলায় সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আলম। জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ঘূর্ণিঝড় ‘দানা’ মোকাবিলায় বরগুনায় ৫৩১ মেট্রিক টন চাল, ৮ লাখ দশ হাজার নগদ টাকা রয়েছে। এ ছাড়াও ৬৭৩টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। ঘূর্ণিঝড় দানার প্রভাব বেড়ে গেলে প্রত্যেক উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) মাধ্যমে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয়ে সর্বক্ষণিক যোগাযোগ ও প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। এ ছাড়াও ঝুঁকিপূর্ণ এলাকায় স্বেচ্ছাসেবী সংগঠন সিপিপি, রেড ক্রিসেন্টসহ সব সংগঠনকে প্রস্তুত থাকতে বলা হয়েছে। বরগুনা জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আলম বলেন, ‘ঘূর্ণিঝড় দানা মোকাবিলায় জেলা পর্যায়ে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভায় দুর্যোগ পূর্ববর্তী, দুর্যোগকালীন ও পরবর্তী সময়ে করণীয় বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঘূর্ণিঝড় দানা বরগুনায় আঘাত হানলে সাধারণ মানুষের জানমাল রক্ষায় জেলা প্রশাসনের পাশাপাশি বিভিন্ন সংগঠনের স্বেচ্ছাসেবীসহ ফায়ার সার্ভিস, রেড ক্রিসেন্ট সোসাইটি ও ছাত্ররা প্রস্তুত আছেন। এ ছাড়াও দুর্যোগকালে ক্ষতিগ্রস্তদের মাঝে তাৎক্ষণিক ত্রাণ সহায়তা পৌঁছে দিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

বরগুনায় ভারী বৃষ্টি, প্রস্তুত ৬৭৩ আশ্রয়কেন্দ্র

আপডেট সময় : ০৬:৩২:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪

বরগুনা সংবাদদাতা : বরগুনায় ঘূর্ণিঝড় দানার প্রভাবে বুধবার দিবাগত রাত থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়। বৃহস্পতিবার সকাল থেকে বৃষ্টি বাড়তে থাকে এবং ক্রমশই তা ভারী হচ্ছে। এদিকে, ঘূর্ণিঝড় ‘দানা’ মোকাবিলায় সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আলম। জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ঘূর্ণিঝড় ‘দানা’ মোকাবিলায় বরগুনায় ৫৩১ মেট্রিক টন চাল, ৮ লাখ দশ হাজার নগদ টাকা রয়েছে। এ ছাড়াও ৬৭৩টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। ঘূর্ণিঝড় দানার প্রভাব বেড়ে গেলে প্রত্যেক উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) মাধ্যমে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয়ে সর্বক্ষণিক যোগাযোগ ও প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। এ ছাড়াও ঝুঁকিপূর্ণ এলাকায় স্বেচ্ছাসেবী সংগঠন সিপিপি, রেড ক্রিসেন্টসহ সব সংগঠনকে প্রস্তুত থাকতে বলা হয়েছে। বরগুনা জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আলম বলেন, ‘ঘূর্ণিঝড় দানা মোকাবিলায় জেলা পর্যায়ে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভায় দুর্যোগ পূর্ববর্তী, দুর্যোগকালীন ও পরবর্তী সময়ে করণীয় বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঘূর্ণিঝড় দানা বরগুনায় আঘাত হানলে সাধারণ মানুষের জানমাল রক্ষায় জেলা প্রশাসনের পাশাপাশি বিভিন্ন সংগঠনের স্বেচ্ছাসেবীসহ ফায়ার সার্ভিস, রেড ক্রিসেন্ট সোসাইটি ও ছাত্ররা প্রস্তুত আছেন। এ ছাড়াও দুর্যোগকালে ক্ষতিগ্রস্তদের মাঝে তাৎক্ষণিক ত্রাণ সহায়তা পৌঁছে দিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’