ঢাকা ০৬:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ মে ২০২৫

বয়স বিশ হলেই প্রতি মাসে দরকার স্তন পরীক্ষা

  • আপডেট সময় : ০৬:৩০:০৩ অপরাহ্ন, বুধবার, ১৩ নভেম্বর ২০২৪
  • ৪৪ বার পড়া হয়েছে

নারী ও শিশু ডেস্ক: রাজধানীতে স্তন ক্যানসার সচেতনতা বিষয়ক সেমিনারে ২০ বছর বয়সের পর থেকে প্রতি মাসে মাসিকের পর নিজে নিজে স্তন পরীক্ষা করার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। সম্প্রতি রাজধানীর বাড্ডায় প্রাণ সেন্টারের কনফারেন্স রুমে ‘আমরা নারী’, ‘আমরা নারী রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট’ ও ‘প্রাণ-আরএফএল গ্রুপের’ উদ্যোগে ‘স্তন ক্যানসার সচেতনতা’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়। এই সেমিনারের মূল উদ্দেশ্য ছিল প্রতিষ্ঠানটির নারী কর্মকর্তা ও কর্মচারীদের স্তন ক্যানসার সম্পর্কে সচেতন করে তোলা।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য মতে, বাংলাদেশে প্রতি বছর ১৫ হাজারেরও বেশি নারী স্তন ক্যানসারে আক্রান্ত হন। তাদের মধ্যে প্রতি বছর প্রায় সাড়ে ৭ হাজার এই রোগে মারা যান। অধিকাংশ নারীর মধ্যেই স্তন ক্যানসারের ঝুঁকি থাকা সত্ত্বেও বিষয়টি নিয়ে আলোচনা করতে অনেকে সংকোচবোধ করেন। ডা. হুমায়রা উপস্থিতদের স্তন ক্যানসারের ঝুঁকি নিরূপণ, প্রাথমিক লক্ষণ শনাক্তকরণ ও নিয়মিত স্তন পরীক্ষা করার পরামর্শ দেন।
বিশ বছর বয়সের পর থেকে প্রতি মাসে মাসিকের পরে নিজে নিজে স্তন পরীক্ষা করা উচিত। ৪০ বছর বয়সের পর থেকে বছরে একবার ম্যামোগ্রাম করানো উচিত।
আয়োজকদের পক্ষ থেকে অনুষ্ঠানে মূল বক্তা ও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্তন ক্যানসার বিশেষজ্ঞ ডা. উম্মে হুমায়রা কানেতা, এমএস রেসিডেন্ট সার্জিক্যাল অনকোলজি ফেজ বি, ন্যাশনাল ইনস্টিটিউট অব ক্যানসার রিসার্চ অ্যান্ড হসপিটাল (ঘওঈজঐ)। মো. সায়েদুল ইসলাম, সাবেক কৃষি সচিব, সাবেক চেয়ারম্যান কর্মসংস্থান ব্যাংক, রহিমা বেগম, অতিরিক্ত সচিব, অর্থ বিভাগ, অর্থ মন্ত্রণালয়; অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব সাবিহা পারভীন, উপদেষ্টা; হুসনা কাদরী, পরিচালক, শিক্ষা, রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট, সামিউল ইসলাম হিরণ, আইটি কনসালটেন্ট এবং আমরা নারী ও আমরা নারী রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের প্রতিষ্ঠাতা ও প্রধান সমন্বয়কারী এমএম জাহিদুর রহমান (বিপ্লব)। বিশেষজ্ঞ ডা. উম্মে হুমায়রা কানেতা মূল প্রবন্ধ উপস্থাপন করেন এবং স্তন ক্যানসারের ঝুঁকি, প্রাথমিক পর্যায়ে শনাক্তকরণ এবং প্রতিরোধ সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরেন।
সেমিনারে উপস্থিত ছিলেন প্রাণ-আরএফএল গ্রুপের পরিচালক (কর্পোরেট ফ্যাইনান্স) উজমা চৌধুরী; নুরুল আফসার, ডিজিএম এন্ড হেড অফ কর্পোরেট ব্র্যান্ড; ডা. লোপা, সান হেলথ কেয়ার, প্রাণ আরএএল গ্রুপ ও প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তারা।
উল্লেখ্য, আমরা নারী একটি অরাজনৈতিক, অলাভজনক সংস্থা; যা নারীদের ক্ষমতায়ন, কল্যাণ ও সামাজিক উন্নয়নে নিবেদিত। এর সহযোগী সংগঠন আমরা নারী রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট দেশের বিভিন্ন স্থানে ধারাবাহিকভাবে সচেতনতা বৃদ্ধির জন্য এই ধরনের সেমিনার পরিচালনা করে। দেশের বিভিন্ন স্থানে এই ধরনের সেমিনার আয়োজন করা হয়েছে এবং চলবে ২০ নভেম্বর পর্যন্ত; যাতে সমাজের সকল স্তরের মানুষ, বিশেষ করে নারীরা, প্রাথমিক পর্যায়ে স্তন ক্যানসার শনাক্ত ও প্রতিরোধে সচেতন হতে পারে। এই উদ্যোগের প্রধান লক্ষ্য হলো মেয়েদের স্তন ক্যানসার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং প্রাথমিক শনাক্তকরণ ও প্রতিরোধে সহায়ক ভূমিকা রাখা; যাতে নারীদের স্বাস্থ্য সুরক্ষিত ও সুস্থ থাকে। স্বাস্থ্য সচেতন একটি ভবিষ্যৎ প্রজন্ম গড়ে উঠে।

 

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

বয়স বিশ হলেই প্রতি মাসে দরকার স্তন পরীক্ষা

আপডেট সময় : ০৬:৩০:০৩ অপরাহ্ন, বুধবার, ১৩ নভেম্বর ২০২৪

নারী ও শিশু ডেস্ক: রাজধানীতে স্তন ক্যানসার সচেতনতা বিষয়ক সেমিনারে ২০ বছর বয়সের পর থেকে প্রতি মাসে মাসিকের পর নিজে নিজে স্তন পরীক্ষা করার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। সম্প্রতি রাজধানীর বাড্ডায় প্রাণ সেন্টারের কনফারেন্স রুমে ‘আমরা নারী’, ‘আমরা নারী রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট’ ও ‘প্রাণ-আরএফএল গ্রুপের’ উদ্যোগে ‘স্তন ক্যানসার সচেতনতা’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়। এই সেমিনারের মূল উদ্দেশ্য ছিল প্রতিষ্ঠানটির নারী কর্মকর্তা ও কর্মচারীদের স্তন ক্যানসার সম্পর্কে সচেতন করে তোলা।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য মতে, বাংলাদেশে প্রতি বছর ১৫ হাজারেরও বেশি নারী স্তন ক্যানসারে আক্রান্ত হন। তাদের মধ্যে প্রতি বছর প্রায় সাড়ে ৭ হাজার এই রোগে মারা যান। অধিকাংশ নারীর মধ্যেই স্তন ক্যানসারের ঝুঁকি থাকা সত্ত্বেও বিষয়টি নিয়ে আলোচনা করতে অনেকে সংকোচবোধ করেন। ডা. হুমায়রা উপস্থিতদের স্তন ক্যানসারের ঝুঁকি নিরূপণ, প্রাথমিক লক্ষণ শনাক্তকরণ ও নিয়মিত স্তন পরীক্ষা করার পরামর্শ দেন।
বিশ বছর বয়সের পর থেকে প্রতি মাসে মাসিকের পরে নিজে নিজে স্তন পরীক্ষা করা উচিত। ৪০ বছর বয়সের পর থেকে বছরে একবার ম্যামোগ্রাম করানো উচিত।
আয়োজকদের পক্ষ থেকে অনুষ্ঠানে মূল বক্তা ও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্তন ক্যানসার বিশেষজ্ঞ ডা. উম্মে হুমায়রা কানেতা, এমএস রেসিডেন্ট সার্জিক্যাল অনকোলজি ফেজ বি, ন্যাশনাল ইনস্টিটিউট অব ক্যানসার রিসার্চ অ্যান্ড হসপিটাল (ঘওঈজঐ)। মো. সায়েদুল ইসলাম, সাবেক কৃষি সচিব, সাবেক চেয়ারম্যান কর্মসংস্থান ব্যাংক, রহিমা বেগম, অতিরিক্ত সচিব, অর্থ বিভাগ, অর্থ মন্ত্রণালয়; অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব সাবিহা পারভীন, উপদেষ্টা; হুসনা কাদরী, পরিচালক, শিক্ষা, রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট, সামিউল ইসলাম হিরণ, আইটি কনসালটেন্ট এবং আমরা নারী ও আমরা নারী রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের প্রতিষ্ঠাতা ও প্রধান সমন্বয়কারী এমএম জাহিদুর রহমান (বিপ্লব)। বিশেষজ্ঞ ডা. উম্মে হুমায়রা কানেতা মূল প্রবন্ধ উপস্থাপন করেন এবং স্তন ক্যানসারের ঝুঁকি, প্রাথমিক পর্যায়ে শনাক্তকরণ এবং প্রতিরোধ সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরেন।
সেমিনারে উপস্থিত ছিলেন প্রাণ-আরএফএল গ্রুপের পরিচালক (কর্পোরেট ফ্যাইনান্স) উজমা চৌধুরী; নুরুল আফসার, ডিজিএম এন্ড হেড অফ কর্পোরেট ব্র্যান্ড; ডা. লোপা, সান হেলথ কেয়ার, প্রাণ আরএএল গ্রুপ ও প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তারা।
উল্লেখ্য, আমরা নারী একটি অরাজনৈতিক, অলাভজনক সংস্থা; যা নারীদের ক্ষমতায়ন, কল্যাণ ও সামাজিক উন্নয়নে নিবেদিত। এর সহযোগী সংগঠন আমরা নারী রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট দেশের বিভিন্ন স্থানে ধারাবাহিকভাবে সচেতনতা বৃদ্ধির জন্য এই ধরনের সেমিনার পরিচালনা করে। দেশের বিভিন্ন স্থানে এই ধরনের সেমিনার আয়োজন করা হয়েছে এবং চলবে ২০ নভেম্বর পর্যন্ত; যাতে সমাজের সকল স্তরের মানুষ, বিশেষ করে নারীরা, প্রাথমিক পর্যায়ে স্তন ক্যানসার শনাক্ত ও প্রতিরোধে সচেতন হতে পারে। এই উদ্যোগের প্রধান লক্ষ্য হলো মেয়েদের স্তন ক্যানসার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং প্রাথমিক শনাক্তকরণ ও প্রতিরোধে সহায়ক ভূমিকা রাখা; যাতে নারীদের স্বাস্থ্য সুরক্ষিত ও সুস্থ থাকে। স্বাস্থ্য সচেতন একটি ভবিষ্যৎ প্রজন্ম গড়ে উঠে।