ঢাকা ১২:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫

বয়সভিত্তিক জাতীয় সাঁতার কাল থেকে

  • আপডেট সময় : ১২:২৭:৩০ অপরাহ্ন, বুধবার, ৯ নভেম্বর ২০২২
  • ৯৩ বার পড়া হয়েছে

ক্রীড়া প্রতিবেদক : বাংলাদেশ সুইমিং ফেডারেশনের ব্যবস্থাপনায় ও সাইফ পাওয়ারটেক লিমিটেডের পৃষ্ঠপোষকতায় তিন দিনব্যাপী ৩৫তম জাতীয় বয়সভিত্তিক সাঁতার ও ডাইভিং প্রতিযোগিতা আগামীকাল শুক্রবার মিরপুর সৈয়দ নজরুল ইসলাম জাতীয় সুইমিং কমপ্লেক্সে শুরু হবে। প্রতিযোগিতায় বিভাগীয় ক্রীড়া সংস্থা, জেলা ক্রীড়া সংস্থা, সুইমিং ক্লাব, শিক্ষা বোর্ড, বিকেএসপি, বাংলাদেশ আনসার ও বাংলাদেশ পুলিশসহ ৯০টি দলের প্রায় ৩০০ খেলোয়াড় অংশ নেবে বলে জানিয়েছে বাংলাদেশ সুইমিং ফেডারেশন। প্রতিযোগিতা উপলক্ষ্যে বুধবার বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের ডাচ বাংলা ব্যাংক অডিটরিয়ামে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বাংলাদেশ সুইমিং ফেডারেশনর সাধারণ সম্পাদক এমবি সাইফ জানিয়েছেন, ‘বৃহস্পতিবার দুপুরে সাঁতারুদের বয়স অনুযায়ী গ্রুপ নির্ধারণ করা হবে। বালক-বালিকা ৫টি গ্রুপে সাঁতারুরা ১০০ ইভেন্ট ও ৩টি ডাইভিং ইভেন্টে অংশগ্রহণ করবে।’ শুক্রবার বিকাল ৪ টায় যুব ও ক্রীড়া সচিব মেজবাহ উদ্দিন আনুষ্ঠানিকভাবে প্রতিযোগিতা উদ্বোধন করবেন। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন সাইফ পাওয়ারটেক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক তরফদার মো. রুহুল আমিন। রোববার বিকেলে সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ অলিম্পিক অ্যসোসিয়েশনের মহাসচিব সৈয়দ শাহেদ রেজা।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বয়সভিত্তিক জাতীয় সাঁতার কাল থেকে

আপডেট সময় : ১২:২৭:৩০ অপরাহ্ন, বুধবার, ৯ নভেম্বর ২০২২

ক্রীড়া প্রতিবেদক : বাংলাদেশ সুইমিং ফেডারেশনের ব্যবস্থাপনায় ও সাইফ পাওয়ারটেক লিমিটেডের পৃষ্ঠপোষকতায় তিন দিনব্যাপী ৩৫তম জাতীয় বয়সভিত্তিক সাঁতার ও ডাইভিং প্রতিযোগিতা আগামীকাল শুক্রবার মিরপুর সৈয়দ নজরুল ইসলাম জাতীয় সুইমিং কমপ্লেক্সে শুরু হবে। প্রতিযোগিতায় বিভাগীয় ক্রীড়া সংস্থা, জেলা ক্রীড়া সংস্থা, সুইমিং ক্লাব, শিক্ষা বোর্ড, বিকেএসপি, বাংলাদেশ আনসার ও বাংলাদেশ পুলিশসহ ৯০টি দলের প্রায় ৩০০ খেলোয়াড় অংশ নেবে বলে জানিয়েছে বাংলাদেশ সুইমিং ফেডারেশন। প্রতিযোগিতা উপলক্ষ্যে বুধবার বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের ডাচ বাংলা ব্যাংক অডিটরিয়ামে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বাংলাদেশ সুইমিং ফেডারেশনর সাধারণ সম্পাদক এমবি সাইফ জানিয়েছেন, ‘বৃহস্পতিবার দুপুরে সাঁতারুদের বয়স অনুযায়ী গ্রুপ নির্ধারণ করা হবে। বালক-বালিকা ৫টি গ্রুপে সাঁতারুরা ১০০ ইভেন্ট ও ৩টি ডাইভিং ইভেন্টে অংশগ্রহণ করবে।’ শুক্রবার বিকাল ৪ টায় যুব ও ক্রীড়া সচিব মেজবাহ উদ্দিন আনুষ্ঠানিকভাবে প্রতিযোগিতা উদ্বোধন করবেন। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন সাইফ পাওয়ারটেক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক তরফদার মো. রুহুল আমিন। রোববার বিকেলে সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ অলিম্পিক অ্যসোসিয়েশনের মহাসচিব সৈয়দ শাহেদ রেজা।