ঢাকা ০৫:০৯ অপরাহ্ন, শনিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৫

ববির ‘দিওয়ানা’

  • আপডেট সময় : ০৬:০১:২৯ অপরাহ্ন, বুধবার, ৯ এপ্রিল ২০২৫
  • ১৮০ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক: ঢাকাই সিনেমার নায়িকা ইয়ামিন হক ববি। সর্বশেষ ‘বউ’ সিনেমায় অভিনয় করেছেন। সিনেমাটির শুটিং শেষ না হতেই একই নির্মাতার নতুন সিনেমায় যুক্ত হচ্ছেন তিনি। ‘দিওয়ানা’ শিরোনামের সিনেমাটি নির্মাণ করছেন এস কে নিলয়। ববির সঙ্গে ইতোমধ্যে প্রাথমিক আলাপ সেরেছেন। এর কাহিনি লিখছেন দেলোয়ার হোসেন দিল। এটি শহুরে গল্প। এ কারণে রাজধানীতে হবে দৃশ্যধারণ। ববির বিপরীতে কে অভিনয় করবেন তা এখনো চূড়ান্ত হয়নি।

নিলয় বলেন, “ববিকে নিয়ে ‘বউ’ সিনেমার কাজ করছি। তার সঙ্গে আমার প্রথম কাজ ছিল এটি। সহযোগিতাপরায়ণ একজন শিল্পী। আমার পরবর্তী ‘দিওয়ানা’ সিনেমার জন্য তাকেই মানানসই মনে হয়েছে। এ কারণে তাকে নিয়ে কাজ করতে যাচ্ছি। নায়ক হিসেবে কাকে নিব তা এখনো চূড়ান্ত করা হয়নি। শিগগির সিনেমার কাজ শুরু করব।”
নতুন সিনেমায় যুক্ত হওয়ার বিষয়ে ববি বলেন, “দিওয়ানা’ সিনেমার বিষয়ে কথা হয়েছে। সবকিছু ঠিক থাকলে কাজ করব।”

বর্তমান ব্যস্ততার কথা জানিয়ে ববি বলেন, “বেঈমান’ সিনেমার শুটিং করেছি। ‘বউ’ সিনেমার তিনটি গানের কাজ বাকি আছে। এগুলো শেষ করে বদিউল আলম খোকনের ‘তছনছ’ সিনেমার শুটিং শুরু করব। দেশের বাইরে আরো একটি সিনেমার কথা হচ্ছে। বলা চলে কাজের মধ্যেই আছি। অভিনয় নিয়েই থাকতে চাই।” ‘খোঁজ দ্য সার্চ’ সিনেমার মাধ্যমে ফিল্ম ইন্ডাস্ট্রিতে পা রাখেন ববি। সে হিসেবে শোবিজে তার পথচলা দেড় দশকের বেশি। এর মধ্যে ‘দেহরক্ষী’, ‘রাজত্ব’, ‘অ্যাকশন জেসমিন’, ‘বিজলী’, ‘বেপরোয়া’, ‘নোলক’ সিনেমায় অভিনয় করেন। সর্বশেষ তার অভিনীত ‘ময়ূরাক্ষী’ সিনেমা মুক্তি পায়।

 

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

লক্ষ্মীপুরে যাত্রীবাহী বাস খালে পড়ে নিহত ৫

ববির ‘দিওয়ানা’

আপডেট সময় : ০৬:০১:২৯ অপরাহ্ন, বুধবার, ৯ এপ্রিল ২০২৫

বিনোদন ডেস্ক: ঢাকাই সিনেমার নায়িকা ইয়ামিন হক ববি। সর্বশেষ ‘বউ’ সিনেমায় অভিনয় করেছেন। সিনেমাটির শুটিং শেষ না হতেই একই নির্মাতার নতুন সিনেমায় যুক্ত হচ্ছেন তিনি। ‘দিওয়ানা’ শিরোনামের সিনেমাটি নির্মাণ করছেন এস কে নিলয়। ববির সঙ্গে ইতোমধ্যে প্রাথমিক আলাপ সেরেছেন। এর কাহিনি লিখছেন দেলোয়ার হোসেন দিল। এটি শহুরে গল্প। এ কারণে রাজধানীতে হবে দৃশ্যধারণ। ববির বিপরীতে কে অভিনয় করবেন তা এখনো চূড়ান্ত হয়নি।

নিলয় বলেন, “ববিকে নিয়ে ‘বউ’ সিনেমার কাজ করছি। তার সঙ্গে আমার প্রথম কাজ ছিল এটি। সহযোগিতাপরায়ণ একজন শিল্পী। আমার পরবর্তী ‘দিওয়ানা’ সিনেমার জন্য তাকেই মানানসই মনে হয়েছে। এ কারণে তাকে নিয়ে কাজ করতে যাচ্ছি। নায়ক হিসেবে কাকে নিব তা এখনো চূড়ান্ত করা হয়নি। শিগগির সিনেমার কাজ শুরু করব।”
নতুন সিনেমায় যুক্ত হওয়ার বিষয়ে ববি বলেন, “দিওয়ানা’ সিনেমার বিষয়ে কথা হয়েছে। সবকিছু ঠিক থাকলে কাজ করব।”

বর্তমান ব্যস্ততার কথা জানিয়ে ববি বলেন, “বেঈমান’ সিনেমার শুটিং করেছি। ‘বউ’ সিনেমার তিনটি গানের কাজ বাকি আছে। এগুলো শেষ করে বদিউল আলম খোকনের ‘তছনছ’ সিনেমার শুটিং শুরু করব। দেশের বাইরে আরো একটি সিনেমার কথা হচ্ছে। বলা চলে কাজের মধ্যেই আছি। অভিনয় নিয়েই থাকতে চাই।” ‘খোঁজ দ্য সার্চ’ সিনেমার মাধ্যমে ফিল্ম ইন্ডাস্ট্রিতে পা রাখেন ববি। সে হিসেবে শোবিজে তার পথচলা দেড় দশকের বেশি। এর মধ্যে ‘দেহরক্ষী’, ‘রাজত্ব’, ‘অ্যাকশন জেসমিন’, ‘বিজলী’, ‘বেপরোয়া’, ‘নোলক’ সিনেমায় অভিনয় করেন। সর্বশেষ তার অভিনীত ‘ময়ূরাক্ষী’ সিনেমা মুক্তি পায়।