ঢাকা ১০:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ০৪ অগাস্ট ২০২৫

বন্ধ হচ্ছে ফেসবুক গেমিংয়ের মোবাইল অ্যাপ

  • আপডেট সময় : ১১:৩৩:২৪ পূর্বাহ্ন, রবিবার, ৪ সেপ্টেম্বর ২০২২
  • ৯৪ বার পড়া হয়েছে

প্রযুক্তি ডেস্ক : চালু হওয়ার মাত্র দুই বছর পরেই বন্ধ হয়ে যাচ্ছে ফেসবুক গেমিংয়ের অ্যান্ড্রয়েড এবং আইওএস অ্যাপ। সম্প্রতি প্রতিষ্ঠানটির পক্ষ থেকে একটি বার্তার মাধ্যমে ব্যবহারকারীদের জানানো হয়, আগামী ২৮ অক্টোবরের পর থেকে এই পরিসেবাটি বন্ধ করে দেওয়া হবে। ভার্জ জানায়, ফেসবুক ২০১৮ সালে টুইচ, ইউটিউব এবং সেই সময়ের মিক্সারের সঙ্গে পাল্লা দেওয়ার জন্য সহযোগী অ্যাপ বাজারে ছাড়ে। এরপর ২০২০ সালে এর মোবাইল সংস্করণ আনে। ফেসবুক গেমিং একটি ক্রিয়েটর প্রোগ্রাম যোগ করে। তার সঙ্গে কো-স্ট্রিম চালানোর জন্য সেই প্ল্যাটফর্মে কিছু অতিরিক্ত ফিচারও যোগ করে। তবে মোবাইল সংস্করণ বন্ধ হলেও অনলাইনে এটি থাকবে বলে জানায় সংবাদ মাধ্যমটি। এদিকে ব্যবহারকারী বিভ্রান্ত হতে পারে এমন কারণ দেখিয়ে ইউটিউব ২০১৯ সালে তার গেমিং অ্যাপটি বন্ধ করে দেয়। আর ফেসবুক কী কারণে তার গেমিং অ্যাপটি বন্ধ করে দিচ্ছে সে সম্পর্কে এখনও কোনও মন্তব্য করেনি। যদিও ফেসবুক এই প্ল্যাটফর্মে এবং স্ট্রিমারদের পেছনে যথেষ্ট বিনিয়োগ করেছিল। ফেসবুক গেমিংটি মহামারির সময় যথেষ্ট জনপ্রিয়তা পায়। সম্প্রতি এর ব্যবহার কমতে থাকে। স্ট্রিমল্যাবের দেওয়া উপাত্ত থেকে দেখা যায়, ফেসবুক গেমিং, টুইচ এবং ইউটিউবের ব্যবহার ঘণ্টা হিসেবে ৮.৪ শতাংশ কমে এসেছে এই বছরের দ্বিতীয় ত্রৈমাসিকে।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শেখ হাসিনাকে কোনোদিনই বাংলাদেশে রাজনীতি করার সুযোগ দেবো না: মির্জা ফখরুল

বন্ধ হচ্ছে ফেসবুক গেমিংয়ের মোবাইল অ্যাপ

আপডেট সময় : ১১:৩৩:২৪ পূর্বাহ্ন, রবিবার, ৪ সেপ্টেম্বর ২০২২

প্রযুক্তি ডেস্ক : চালু হওয়ার মাত্র দুই বছর পরেই বন্ধ হয়ে যাচ্ছে ফেসবুক গেমিংয়ের অ্যান্ড্রয়েড এবং আইওএস অ্যাপ। সম্প্রতি প্রতিষ্ঠানটির পক্ষ থেকে একটি বার্তার মাধ্যমে ব্যবহারকারীদের জানানো হয়, আগামী ২৮ অক্টোবরের পর থেকে এই পরিসেবাটি বন্ধ করে দেওয়া হবে। ভার্জ জানায়, ফেসবুক ২০১৮ সালে টুইচ, ইউটিউব এবং সেই সময়ের মিক্সারের সঙ্গে পাল্লা দেওয়ার জন্য সহযোগী অ্যাপ বাজারে ছাড়ে। এরপর ২০২০ সালে এর মোবাইল সংস্করণ আনে। ফেসবুক গেমিং একটি ক্রিয়েটর প্রোগ্রাম যোগ করে। তার সঙ্গে কো-স্ট্রিম চালানোর জন্য সেই প্ল্যাটফর্মে কিছু অতিরিক্ত ফিচারও যোগ করে। তবে মোবাইল সংস্করণ বন্ধ হলেও অনলাইনে এটি থাকবে বলে জানায় সংবাদ মাধ্যমটি। এদিকে ব্যবহারকারী বিভ্রান্ত হতে পারে এমন কারণ দেখিয়ে ইউটিউব ২০১৯ সালে তার গেমিং অ্যাপটি বন্ধ করে দেয়। আর ফেসবুক কী কারণে তার গেমিং অ্যাপটি বন্ধ করে দিচ্ছে সে সম্পর্কে এখনও কোনও মন্তব্য করেনি। যদিও ফেসবুক এই প্ল্যাটফর্মে এবং স্ট্রিমারদের পেছনে যথেষ্ট বিনিয়োগ করেছিল। ফেসবুক গেমিংটি মহামারির সময় যথেষ্ট জনপ্রিয়তা পায়। সম্প্রতি এর ব্যবহার কমতে থাকে। স্ট্রিমল্যাবের দেওয়া উপাত্ত থেকে দেখা যায়, ফেসবুক গেমিং, টুইচ এবং ইউটিউবের ব্যবহার ঘণ্টা হিসেবে ৮.৪ শতাংশ কমে এসেছে এই বছরের দ্বিতীয় ত্রৈমাসিকে।