ঢাকা ০৭:০১ পূর্বাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫

বন্ধ হচ্ছে গুগলের জনপ্রিয় অ্যাপ

  • আপডেট সময় : ১০:৩৮:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর ২০২৩
  • ১৪২ বার পড়া হয়েছে

প্রযুক্তি ডেস্ক: বিশ্বের অন্যতম জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগল। গুগলের অসংখ্য অ্যাপ রয়েছে যেগুলো ব্যবহারকারীর স্মার্টফোন ও ইন্টারনেট ব্যবহার আরও সহজ করেছে। তবে গুগলের জনপ্রিয় একটি অ্যাপ পরিষেবা বন্ধ করে দিল। সেই অ্যাপটিকে গুগল তার এন্টারটেইনমেন্ট সার্ভিসের সঙ্গে মিলিয়ে দিচ্ছে। অ্যাপের নাম গুগল প্লে মুভিজ অ্যান্ড টিভি। এই অ্যাপটিকে গুগল টিভি অ্যাপে অন্তর্ভুক্ত করা হচ্ছে, যা পর্যায়ক্রমে ফেজ আউট করা হবে। সার্চ ইঞ্জিন জায়ান্টটি এরই মধ্যে অ্যান্ড্রয়েড এবং আইওএস ব্যবহারকারীদের গুগল টিভি অ্যাপে মাইগ্রেট করতে শুরু করেছে। পাশাপাশি রোকু সহ আরও বিভিন্ন প্ল্যাটফর্ম এবং বেশির ভাগ অ্যান্ড্রয়েড টিভি থেকেই অ্যাপটিকে সরিয়ে দিয়েছে।
নতুন বছরের জানুয়ারি মাস থেকে গুগল প্লে মুভিজ অ্যান্ড টিভি অ্যাপটি আর ব্যবহার করতে পারবেন না গ্রাহকরা। তার পরিবর্তে ব্যবহারকারীদের এন্টারটেইনমেন্টের জন্য গুগলের পক্ষ থেকে পরবর্তী রোডম্যাপের কথাও বলে দেওয়া হয়েছে এবং অ্যাপ থেকে সেভ করা সিনেমাগুলোর ভবিষ্যত সম্পর্কেও জানানো হয়েছে। গুগলের অ্যান্ড্রয়েড টিভি হেল্প সাপোর্ট পেজে বলা হয়েছে, যে সব ব্যবহারকারীরা টিভি বা এমন কোনো অ্যান্ড্রয়েড ডিভাইস ব্যবহার করছেন, যা অ্যান্ড্রয়েড টিভি দ্বারা চালিত, তারা তাদের ইউটিউব অ্যাপের মধ্যেই এবার একটি শপ ট্যাব দেখতে পাবেন। ১৭ জানুয়ারি থেকে ব্যবহারকারীরা এখানে সিনেমা এবং টিভি শো ভাড়া নিয়ে দেখতে পাবেন। এর ফলে এতদিন ধরে যারা অ্যান্ড্রয়েড টিভি থেকে গুগল প্লে মুভিজ অ্যান্ড টিভি ব্যবহার করতেন, তাদের সিনেমা দেখার কাজটি আরও সহজ হয়ে যাবে।

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বন্ধ হচ্ছে গুগলের জনপ্রিয় অ্যাপ

আপডেট সময় : ১০:৩৮:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর ২০২৩

প্রযুক্তি ডেস্ক: বিশ্বের অন্যতম জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগল। গুগলের অসংখ্য অ্যাপ রয়েছে যেগুলো ব্যবহারকারীর স্মার্টফোন ও ইন্টারনেট ব্যবহার আরও সহজ করেছে। তবে গুগলের জনপ্রিয় একটি অ্যাপ পরিষেবা বন্ধ করে দিল। সেই অ্যাপটিকে গুগল তার এন্টারটেইনমেন্ট সার্ভিসের সঙ্গে মিলিয়ে দিচ্ছে। অ্যাপের নাম গুগল প্লে মুভিজ অ্যান্ড টিভি। এই অ্যাপটিকে গুগল টিভি অ্যাপে অন্তর্ভুক্ত করা হচ্ছে, যা পর্যায়ক্রমে ফেজ আউট করা হবে। সার্চ ইঞ্জিন জায়ান্টটি এরই মধ্যে অ্যান্ড্রয়েড এবং আইওএস ব্যবহারকারীদের গুগল টিভি অ্যাপে মাইগ্রেট করতে শুরু করেছে। পাশাপাশি রোকু সহ আরও বিভিন্ন প্ল্যাটফর্ম এবং বেশির ভাগ অ্যান্ড্রয়েড টিভি থেকেই অ্যাপটিকে সরিয়ে দিয়েছে।
নতুন বছরের জানুয়ারি মাস থেকে গুগল প্লে মুভিজ অ্যান্ড টিভি অ্যাপটি আর ব্যবহার করতে পারবেন না গ্রাহকরা। তার পরিবর্তে ব্যবহারকারীদের এন্টারটেইনমেন্টের জন্য গুগলের পক্ষ থেকে পরবর্তী রোডম্যাপের কথাও বলে দেওয়া হয়েছে এবং অ্যাপ থেকে সেভ করা সিনেমাগুলোর ভবিষ্যত সম্পর্কেও জানানো হয়েছে। গুগলের অ্যান্ড্রয়েড টিভি হেল্প সাপোর্ট পেজে বলা হয়েছে, যে সব ব্যবহারকারীরা টিভি বা এমন কোনো অ্যান্ড্রয়েড ডিভাইস ব্যবহার করছেন, যা অ্যান্ড্রয়েড টিভি দ্বারা চালিত, তারা তাদের ইউটিউব অ্যাপের মধ্যেই এবার একটি শপ ট্যাব দেখতে পাবেন। ১৭ জানুয়ারি থেকে ব্যবহারকারীরা এখানে সিনেমা এবং টিভি শো ভাড়া নিয়ে দেখতে পাবেন। এর ফলে এতদিন ধরে যারা অ্যান্ড্রয়েড টিভি থেকে গুগল প্লে মুভিজ অ্যান্ড টিভি ব্যবহার করতেন, তাদের সিনেমা দেখার কাজটি আরও সহজ হয়ে যাবে।