প্রযুক্তি ডেস্ক : ছবি শেয়ারিংয়ের জনপ্রিয় সোশ্যাল নেটওয়ার্কিং অ্যাপ ইনস্টাগ্রাম থ্রেড বন্ধ হতে চলেছে। ২০২১ সালের ডিসেম্বরের শেষেই বন্ধ করে দেওয়া হবে থ্রেডের পরিষেবা। ব্যবহারকারীরা এখন থেকে ইনস্টাগ্রামের মাধ্যমেই সকল মেসেজিং প্রক্রিয়া চালাতে পারবে। চ্যাট করার জন্য ইনস্টাগ্রাম চালু করেছিল থ্রেডেস। ২০১৯ সালে এটি চালু হয়। স্ন্যাপচ্যাটের মতো একই ফিচার যুক্ত এই ইনস্টাগ্রাম থ্রেড অ্যাপের মাধ্যমে ইউজাররা তাদের মেসেজিং প্রক্রিয়া চালাতে পারে। কিন্তু ডিসেম্বরের শেষেই বন্ধ হতে চলেছে এটি টেকক্রাঞ্চের রিপোর্ট অনুযায়ী জানা গিয়েছে ইনস্টাগ্রাম থ্রেডস অ্যাপ বন্ধ হতে চলেছে। ইনস্টাগ্রামের মুখপাত্রও এই খবরের সত্যতা স্বীকার করেছেন।


























