ঢাকা ০৯:২৫ অপরাহ্ন, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫

‘বন্ধু’ মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে ট্রাম্পের ফোন

  • আপডেট সময় : ০৮:৪৫:৫৫ অপরাহ্ন, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫
  • ১৯ বার পড়া হয়েছে

নরেন্দ্র মোদি ও ডোনাল্ড ট্রাম্প -ছবি রয়টার্স

প্রত্যাশা ডেস্ক: বাণিজ্য শুল্ক নিয়ে ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে কয়েকসপ্তাহের উত্তেজনাপূর্ণ সম্পর্কের পর ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে ফোনকল করেছেনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

মোদিকে তার ৭৫তম জন্মদিনের আগে দিয়ে বুধবার (১৭ সেপ্টেম্বর) ফোনে ট্রাম্পের এই শুভেচ্ছা জানানোকে দুই দেশের সম্পর্কের বরফ গলার লক্ষণ হিসাবেই দেখা হচ্ছে। এর আগে ভারত ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের মধ্যে বাণিজ্য আলোচনা হয় এবং দুই পক্ষই এ আলোচনাকে ‘ইতিবাচক’ বলে উল্লেখ করার পর ট্রাম্প-মোদির এই ফোনালাপ হল।

মোদির সঙ্গে ফোনে কথোপকথনের বিষয়টি নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে পোস্ট করেন ট্রাম্প। সেখানে তিনি মোদিকে ‘নরেন্দ্র, আমার বন্ধু’ বলে উল্লেখ করেছেন। পাশাপাশি রাশিয়া-ইউক্রেইন যুদ্ধ থামানোয় ভারতের সমর্থনের জন্য মোদিকে ধন্যবাদ জানিয়েছেন ট্রাম্প।

এদিকে মোদিও ট্রাম্পকে ‘বন্ধু’ সম্বোধন করেছেন এবং বলেছেন, ট্রাম্পের সঙ্গে সঙ্গে তিনিও ভারত-যুক্তরাষ্ট্র অংশীদারত্বকে ‘নতুন উচ্চতায়’ উন্নীত করতে প্রতিশ্রুতিবদ্ধ। রাশিয়ার কাছ থেকে ভারত তেল কেনার কারণে ক্ষুব্ধ হয়ে ভারতীয় পণ্যে শুল্ক বাড়িয়ে ৫০ শতাংশ করেছিলেন ট্রাম্প। এ নিয়ে গত মাসে দুই দেশের সম্পর্ক বরফ শীতল হয়ে পড়েছিল। তারপর থেকে এখন পর্যন্ত এটিই দুই নেতার মধ্যে প্রথম ফোনালাপ। কয়েকদিন ধরে দুই দেশের সম্পর্ক আবার পুরনো অবস্থানে ফিরে আসার পট প্রস্তুত হয়েছে ইতিবাচক বাণিজ্য আলোচনার মধ্য দিয়ে।

দুই রাষ্ট্রনেতাই দাবি করেছেন, তারা চান ভারত এবং যুক্তরাষ্ট্রের সম্পর্কের উন্নতি। ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পর্কের বরফ গলার প্রথম ইঙ্গিত পাওয়া যায় এ মাসের শুরুর দিকে। ট্রাম্প সে সময় দুই দেশের মধ্যে একটি বিশেষ সম্পর্ক আছে বওেল মন্তব্য করেছিলেন এবং ট্রাম্পের এই ইতিবাচক মূল্যায়নে আন্তরিক কৃতজ্ঞতা জানিয়েছিলেন মোদিও। এর কয়েক দিন পরই দেশের বাণিজ্য উত্তেজনা কমার সম্ভাবনার ইঙ্গিত দিয়েছিলেন ট্রাম্প। একইসঙ্গে মোদির সঙ্গে কথা বলার অপেক্ষায় আছেন বলেও ইঙ্গিত দেন তিনি। তার এই কথার মধ্য দিয়েই দু’নেতার মধ্যে ফোনালাপের সম্ভাবনা সৃষ্টি হয়।

আজকের প্রত্যাশা/কেএমএএ

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

শেখ হাসিনার আমলে দুর্নীতি-হত্যাকাণ্ড ঘটেনি

‘বন্ধু’ মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে ট্রাম্পের ফোন

আপডেট সময় : ০৮:৪৫:৫৫ অপরাহ্ন, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫

প্রত্যাশা ডেস্ক: বাণিজ্য শুল্ক নিয়ে ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে কয়েকসপ্তাহের উত্তেজনাপূর্ণ সম্পর্কের পর ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে ফোনকল করেছেনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

মোদিকে তার ৭৫তম জন্মদিনের আগে দিয়ে বুধবার (১৭ সেপ্টেম্বর) ফোনে ট্রাম্পের এই শুভেচ্ছা জানানোকে দুই দেশের সম্পর্কের বরফ গলার লক্ষণ হিসাবেই দেখা হচ্ছে। এর আগে ভারত ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের মধ্যে বাণিজ্য আলোচনা হয় এবং দুই পক্ষই এ আলোচনাকে ‘ইতিবাচক’ বলে উল্লেখ করার পর ট্রাম্প-মোদির এই ফোনালাপ হল।

মোদির সঙ্গে ফোনে কথোপকথনের বিষয়টি নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে পোস্ট করেন ট্রাম্প। সেখানে তিনি মোদিকে ‘নরেন্দ্র, আমার বন্ধু’ বলে উল্লেখ করেছেন। পাশাপাশি রাশিয়া-ইউক্রেইন যুদ্ধ থামানোয় ভারতের সমর্থনের জন্য মোদিকে ধন্যবাদ জানিয়েছেন ট্রাম্প।

এদিকে মোদিও ট্রাম্পকে ‘বন্ধু’ সম্বোধন করেছেন এবং বলেছেন, ট্রাম্পের সঙ্গে সঙ্গে তিনিও ভারত-যুক্তরাষ্ট্র অংশীদারত্বকে ‘নতুন উচ্চতায়’ উন্নীত করতে প্রতিশ্রুতিবদ্ধ। রাশিয়ার কাছ থেকে ভারত তেল কেনার কারণে ক্ষুব্ধ হয়ে ভারতীয় পণ্যে শুল্ক বাড়িয়ে ৫০ শতাংশ করেছিলেন ট্রাম্প। এ নিয়ে গত মাসে দুই দেশের সম্পর্ক বরফ শীতল হয়ে পড়েছিল। তারপর থেকে এখন পর্যন্ত এটিই দুই নেতার মধ্যে প্রথম ফোনালাপ। কয়েকদিন ধরে দুই দেশের সম্পর্ক আবার পুরনো অবস্থানে ফিরে আসার পট প্রস্তুত হয়েছে ইতিবাচক বাণিজ্য আলোচনার মধ্য দিয়ে।

দুই রাষ্ট্রনেতাই দাবি করেছেন, তারা চান ভারত এবং যুক্তরাষ্ট্রের সম্পর্কের উন্নতি। ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পর্কের বরফ গলার প্রথম ইঙ্গিত পাওয়া যায় এ মাসের শুরুর দিকে। ট্রাম্প সে সময় দুই দেশের মধ্যে একটি বিশেষ সম্পর্ক আছে বওেল মন্তব্য করেছিলেন এবং ট্রাম্পের এই ইতিবাচক মূল্যায়নে আন্তরিক কৃতজ্ঞতা জানিয়েছিলেন মোদিও। এর কয়েক দিন পরই দেশের বাণিজ্য উত্তেজনা কমার সম্ভাবনার ইঙ্গিত দিয়েছিলেন ট্রাম্প। একইসঙ্গে মোদির সঙ্গে কথা বলার অপেক্ষায় আছেন বলেও ইঙ্গিত দেন তিনি। তার এই কথার মধ্য দিয়েই দু’নেতার মধ্যে ফোনালাপের সম্ভাবনা সৃষ্টি হয়।

আজকের প্রত্যাশা/কেএমএএ