ঢাকা ০৭:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫

বন্ধুকে মারধরের অভিযোগকে মিথ্যা বলে দাবি তাসকিনের

  • আপডেট সময় : ০৯:০০:০৩ অপরাহ্ন, সোমবার, ২৮ জুলাই ২০২৫
  • ২৪ বার পড়া হয়েছে

ক্রীড়া প্রতিবেদক: ফোনে ডেকে নিয়ে একজনকে মারধর করার ও হুমকি দেওয়ার যে অভিযোগ করা হয়েছে তাসকিন আহমেদের বিরুদ্ধে, তা পুরোপুরি অস্বীকার করেছেন অভিজ্ঞ এই পেসার। বাসা বদলানোর ব্যস্ততায় থাকায় আগে ফোন ধরা সম্ভব হয়নি জানিয়ে তাসকিন উল্টো অভিযোগ করেন, মারধর করা হয়েছে তার এক বন্ধুকে। ‘আমার বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে পুরোটাই মিথ্যা, ভিত্তিহীন। আমি ওদেরকে মারিনি। আমার নামে মিথ্যা জিডি করে ওরা আমাকে বিব্রত করার চেষ্টা করছে।’

‘রসি নামে আমার একজন বন্ধু আছে, ওরা আমার এই বন্ধুকে মেরেছে। তাই আমি মোহাম্মদপুর থানার ওসি সাহেবকে ফোন করছিলাম। পুলিশ গিয়ে ওদেরকে মোহাম্মদপুরে খুঁজেছে। এজন্য এরা উল্টা আমার নামে জিডি করেছে।’

সিফাতুর রহমান সৌরভ নামে এক তরুণ তাসকিনের বিরুদ্ধে মারধর ও হুমকির অভিযোগে মিরপুর মডেল থানায় সাধারণ ডায়েরি করেন। এতে বলা হয়, রোববার (২৭ জুলাই) রাতে মিরপুরে সনি সিনেমা হলের সামনে তাকে ডেকে নিয়ে কিল-ঘুষি মেরে জখম করেন ও হুমকি দেন তাসকিন। সৌরভ জাতীয় দলের পেসার তাসকিনের ছোটবেলার বন্ধু বলে জানা গেছে।

মিরপুর মডেল থানার অফিসার ইন চার্জ সাজ্জাদ হোসেন বলেন, তাসকিনের নামে একটি অভিযোগ তারা পেয়েছেন। সনি সিনেমা হলের সামনে রোববার রাতে (তাসকিন) মারধর করেছেন বলে একটি অভিযোগ আমরা পেয়েছি। অভিযোগের সত্যতা আমরা তদন্ত করে দেখছি।

‘গুজবে বিভ্রান্ত হবেন না’ ফেসবুক পোস্টে তাসকিনের অনুরোধ: এদিকে তাসকিন আহমেদের এই ঘটনা নিয়ে তোলপাড় দেশের ক্রিকেট। সামাজিক যোগাযোগমাধ্যমে ঘুরে বেড়াচ্ছে তাসকিনের বিরুদ্ধে নানান অভিযোগ। এ বিষয়ে মুখ খুলেছেন তাসকিন। ফেসবুকে তিনি সবার প্রতি অনুরোধ জানিয়েছেন গুজবে বিভ্রান্ত না হওয়ার। পোস্টটি পাঠকদের জন্য তুলে ধরা হলো- ‘সবাইকে অনুরোধ, গুজবে বিভ্রান্ত হবেন না। আমি আমার ছোটবেলার বন্ধুর গায়ে হাত তুলেছি এমন একটা ঘটনায় অনেক কিছুই ঘটে যাচ্ছে। আমার মনে হয় এমন গুজবে কান দিয়ে বিভ্রান্ত হবেন না এবং অন্যকেও বিভ্রান্ত করবেন না। এটা আমার, আমার পরিবার ও আমার বন্ধুর জন্য সম্মানজনক না। যা ঘটেছে সেজন্য বন্ধু ও আমার মধ্যে কথা হয়েছে। এটা যে পর্যায়ে গেছে কোনোভাবে এমনটা হওয়ার কথা নয়। শুধু একটা কথাই বলতে চাই বিষয়টা অন্য, বাস্তবতা ভিন্ন (মিথ্যা বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত)। আশা করি সত্য এর সাথেই থাকবেন, সত্য কখনো মিথ্যা হয় না।’

বিসিবিকে যা বলেছেন তাসকিন: কেন তাসকিনের বিরুদ্ধে এ অভিযোগ উঠেছে, অভিযোগের সত্যতা কতটুকু, তাসকিন আদৌ এ ঘটনার সঙ্গে জড়িত কিনা? তা নিয়ে ক্রিকেটপ্রেমীদের মধ্যে আলোচনা শুরু হয়েছে। এ ব্যাপারে বিস্তারিত জানতে বিসিবি পরিচালক ও মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতিখার আহমেদ মিঠুর সঙ্গে যোগাযোগ করলে তিনি জানান, তাসকিনের সঙ্গে এ বিষয়ে কথা হয়েছে তার।

তাসকিন ইফতিখার আহমেদ মিঠুকে বলেছেন, ‘আমি এ ঘটনার সঙ্গে সরাসরি জড়িত না। আমার বন্ধুদের মধ্যে দুই গ্রুপে মারামারি হয়েছে। এক পক্ষ আমাকে থানাতে ফোন করতে অনুরোধ করে। আমি মিরপুর থানার ওসিকে ফোন করি। তাতে অপর পক্ষ আমার ওপর ক্ষুদ্ধ হয়ে থানায় জিডি করেছে। কিন্তু আমি এ ঘটনার সঙ্গে মোটেও জড়িত নই।’
তাসকিনের এ বক্তব্যের প্রেক্ষিতে মিডিয়া কমিটির চেয়ারম্যান জানান, ‘আমরা পুরো পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। মিরপুর থানার ওসি ও অভিযোগকারীর সঙ্গে আমরা (বিসিবি) কথা বলবো। তারপর অবস্থা বুঝে ব্যবস্থা নেব।’

পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শেষে আপাতত খেলার বাইরে আছেন তাসকিন। ৩০ বছর বয়সী এই পেসার সবশেষ দেশের হয়ে মাঠে নামেন গত ২৪ জুলাই।

 

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

বন্ধুকে মারধরের অভিযোগকে মিথ্যা বলে দাবি তাসকিনের

আপডেট সময় : ০৯:০০:০৩ অপরাহ্ন, সোমবার, ২৮ জুলাই ২০২৫

ক্রীড়া প্রতিবেদক: ফোনে ডেকে নিয়ে একজনকে মারধর করার ও হুমকি দেওয়ার যে অভিযোগ করা হয়েছে তাসকিন আহমেদের বিরুদ্ধে, তা পুরোপুরি অস্বীকার করেছেন অভিজ্ঞ এই পেসার। বাসা বদলানোর ব্যস্ততায় থাকায় আগে ফোন ধরা সম্ভব হয়নি জানিয়ে তাসকিন উল্টো অভিযোগ করেন, মারধর করা হয়েছে তার এক বন্ধুকে। ‘আমার বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে পুরোটাই মিথ্যা, ভিত্তিহীন। আমি ওদেরকে মারিনি। আমার নামে মিথ্যা জিডি করে ওরা আমাকে বিব্রত করার চেষ্টা করছে।’

‘রসি নামে আমার একজন বন্ধু আছে, ওরা আমার এই বন্ধুকে মেরেছে। তাই আমি মোহাম্মদপুর থানার ওসি সাহেবকে ফোন করছিলাম। পুলিশ গিয়ে ওদেরকে মোহাম্মদপুরে খুঁজেছে। এজন্য এরা উল্টা আমার নামে জিডি করেছে।’

সিফাতুর রহমান সৌরভ নামে এক তরুণ তাসকিনের বিরুদ্ধে মারধর ও হুমকির অভিযোগে মিরপুর মডেল থানায় সাধারণ ডায়েরি করেন। এতে বলা হয়, রোববার (২৭ জুলাই) রাতে মিরপুরে সনি সিনেমা হলের সামনে তাকে ডেকে নিয়ে কিল-ঘুষি মেরে জখম করেন ও হুমকি দেন তাসকিন। সৌরভ জাতীয় দলের পেসার তাসকিনের ছোটবেলার বন্ধু বলে জানা গেছে।

মিরপুর মডেল থানার অফিসার ইন চার্জ সাজ্জাদ হোসেন বলেন, তাসকিনের নামে একটি অভিযোগ তারা পেয়েছেন। সনি সিনেমা হলের সামনে রোববার রাতে (তাসকিন) মারধর করেছেন বলে একটি অভিযোগ আমরা পেয়েছি। অভিযোগের সত্যতা আমরা তদন্ত করে দেখছি।

‘গুজবে বিভ্রান্ত হবেন না’ ফেসবুক পোস্টে তাসকিনের অনুরোধ: এদিকে তাসকিন আহমেদের এই ঘটনা নিয়ে তোলপাড় দেশের ক্রিকেট। সামাজিক যোগাযোগমাধ্যমে ঘুরে বেড়াচ্ছে তাসকিনের বিরুদ্ধে নানান অভিযোগ। এ বিষয়ে মুখ খুলেছেন তাসকিন। ফেসবুকে তিনি সবার প্রতি অনুরোধ জানিয়েছেন গুজবে বিভ্রান্ত না হওয়ার। পোস্টটি পাঠকদের জন্য তুলে ধরা হলো- ‘সবাইকে অনুরোধ, গুজবে বিভ্রান্ত হবেন না। আমি আমার ছোটবেলার বন্ধুর গায়ে হাত তুলেছি এমন একটা ঘটনায় অনেক কিছুই ঘটে যাচ্ছে। আমার মনে হয় এমন গুজবে কান দিয়ে বিভ্রান্ত হবেন না এবং অন্যকেও বিভ্রান্ত করবেন না। এটা আমার, আমার পরিবার ও আমার বন্ধুর জন্য সম্মানজনক না। যা ঘটেছে সেজন্য বন্ধু ও আমার মধ্যে কথা হয়েছে। এটা যে পর্যায়ে গেছে কোনোভাবে এমনটা হওয়ার কথা নয়। শুধু একটা কথাই বলতে চাই বিষয়টা অন্য, বাস্তবতা ভিন্ন (মিথ্যা বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত)। আশা করি সত্য এর সাথেই থাকবেন, সত্য কখনো মিথ্যা হয় না।’

বিসিবিকে যা বলেছেন তাসকিন: কেন তাসকিনের বিরুদ্ধে এ অভিযোগ উঠেছে, অভিযোগের সত্যতা কতটুকু, তাসকিন আদৌ এ ঘটনার সঙ্গে জড়িত কিনা? তা নিয়ে ক্রিকেটপ্রেমীদের মধ্যে আলোচনা শুরু হয়েছে। এ ব্যাপারে বিস্তারিত জানতে বিসিবি পরিচালক ও মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতিখার আহমেদ মিঠুর সঙ্গে যোগাযোগ করলে তিনি জানান, তাসকিনের সঙ্গে এ বিষয়ে কথা হয়েছে তার।

তাসকিন ইফতিখার আহমেদ মিঠুকে বলেছেন, ‘আমি এ ঘটনার সঙ্গে সরাসরি জড়িত না। আমার বন্ধুদের মধ্যে দুই গ্রুপে মারামারি হয়েছে। এক পক্ষ আমাকে থানাতে ফোন করতে অনুরোধ করে। আমি মিরপুর থানার ওসিকে ফোন করি। তাতে অপর পক্ষ আমার ওপর ক্ষুদ্ধ হয়ে থানায় জিডি করেছে। কিন্তু আমি এ ঘটনার সঙ্গে মোটেও জড়িত নই।’
তাসকিনের এ বক্তব্যের প্রেক্ষিতে মিডিয়া কমিটির চেয়ারম্যান জানান, ‘আমরা পুরো পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। মিরপুর থানার ওসি ও অভিযোগকারীর সঙ্গে আমরা (বিসিবি) কথা বলবো। তারপর অবস্থা বুঝে ব্যবস্থা নেব।’

পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শেষে আপাতত খেলার বাইরে আছেন তাসকিন। ৩০ বছর বয়সী এই পেসার সবশেষ দেশের হয়ে মাঠে নামেন গত ২৪ জুলাই।