ঢাকা ০৩:২১ অপরাহ্ন, বুধবার, ০৬ অগাস্ট ২০২৫

বনানীর বিলাসবহুল ফ্ল্যাটে ফরেন লিকারের সন্ধান, ডিএনসির অভিযান

  • আপডেট সময় : ১২:৩৭:০১ অপরাহ্ন, রবিবার, ৪ সেপ্টেম্বর ২০২২
  • ৯০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর বনানীর একটি আবাসিক ফ্ল্যাটে আসর জমিয়ে বিভিন্ন মাদক সেবন করতো একটি চক্র। এছাড়া খুচরাভাবে মাদকের বেচাকেনাও ছিল সেখানে। এমন অভিযোগের ভিত্তিতে বনানীর ১১ নম্বর সড়কের ওই বিলাসবহুল ভবনে মাদকবিরোধী অভিযান চালাচ্ছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।
গতকাল রোববার বিকেল সাড়ে ৪টা থেকে অভিযান চলছে বলে জাগো নিউজকে নিশ্চিত করেছেন ডিএনসির উপ-পরিচালক (উত্তর) রাশেদুজ্জামান। তিনি বলেন, বনানীর ১১ নম্বর সড়কের ব্যাংক এশিয়া ভবনের ৭৭ নম্বর বাড়ির একটি আবাসিক ফ্ল্যাটে আসর জমিয়ে বিভিন্ন মাদক সেবন চলতো। খুচরাভাবে মাদক বিক্রিও করা হতো। গোপন সংবাদের ভিত্তিতে এমন অভিযোগের পর ওই বিলাসবহুল ভবনে অভিযান চালানো হচ্ছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এ কর্মকর্তা আরও জানিয়েছেন, অভিযানে এখন পর্যন্ত বিপুল পরিমাণ ফরেন লিকার, এমডিএমএ, ও সিন্থেটিক গাঁজা জব্দ করা হয়। এছাড়া এর সঙ্গে জড়িত একজনকে আটক করা হয়েছে। অভিযান চলছে। অভিযান শেষে বিস্তারিত জানানো হবে।

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বনানীর বিলাসবহুল ফ্ল্যাটে ফরেন লিকারের সন্ধান, ডিএনসির অভিযান

আপডেট সময় : ১২:৩৭:০১ অপরাহ্ন, রবিবার, ৪ সেপ্টেম্বর ২০২২

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর বনানীর একটি আবাসিক ফ্ল্যাটে আসর জমিয়ে বিভিন্ন মাদক সেবন করতো একটি চক্র। এছাড়া খুচরাভাবে মাদকের বেচাকেনাও ছিল সেখানে। এমন অভিযোগের ভিত্তিতে বনানীর ১১ নম্বর সড়কের ওই বিলাসবহুল ভবনে মাদকবিরোধী অভিযান চালাচ্ছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।
গতকাল রোববার বিকেল সাড়ে ৪টা থেকে অভিযান চলছে বলে জাগো নিউজকে নিশ্চিত করেছেন ডিএনসির উপ-পরিচালক (উত্তর) রাশেদুজ্জামান। তিনি বলেন, বনানীর ১১ নম্বর সড়কের ব্যাংক এশিয়া ভবনের ৭৭ নম্বর বাড়ির একটি আবাসিক ফ্ল্যাটে আসর জমিয়ে বিভিন্ন মাদক সেবন চলতো। খুচরাভাবে মাদক বিক্রিও করা হতো। গোপন সংবাদের ভিত্তিতে এমন অভিযোগের পর ওই বিলাসবহুল ভবনে অভিযান চালানো হচ্ছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এ কর্মকর্তা আরও জানিয়েছেন, অভিযানে এখন পর্যন্ত বিপুল পরিমাণ ফরেন লিকার, এমডিএমএ, ও সিন্থেটিক গাঁজা জব্দ করা হয়। এছাড়া এর সঙ্গে জড়িত একজনকে আটক করা হয়েছে। অভিযান চলছে। অভিযান শেষে বিস্তারিত জানানো হবে।