ঢাকা ০১:০৯ পূর্বাহ্ন, সোমবার, ২৬ মে ২০২৫

বনানীতে লরিচাপায় মোটরসাইকেলের দুই আরোহীর মৃত্যু

  • আপডেট সময় : ০৮:১২:২৬ অপরাহ্ন, রবিবার, ২৫ মে ২০২৫
  • ৩ বার পড়া হয়েছে

ছবি সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর বনানীতে একটি সিমেন্ট লরিরচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন।
রোববার (২৫ মে) সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় লরির হেলপার রবিউল ইসলামকে আটক করেছে পুলিশ। নিহত দুই মোটরসাইকেল আরোহী হলেন- আশফাক রহমান ও আসিফ মাহমুদ।

 

বনানী থানার ওসি রাসেল সরোয়ার জানান, উত্তরাগামী বনানী কাকলি এলিভেটেড এক্সপ্রেসওয়ের রেম্পের কাছে পেছন দিক থেকে আসা সিমেন্টের লরি একটি মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুজন মারা যান। তাদের নামপরিচয় জানা গেছে। তাদের পরিবারের খোঁজখবর নেওয়া হচ্ছে। এরপর ঘটনাস্থলে আসে ফায়ার সার্ভিসের একটি টিম। দুজনের মরদেহ প্রাথমিক সুরতহাল ও উদ্ধারের প্রক্রিয়া শেষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। ঘাতক লরির হেল্পার রবিউলকে আটক করা হয়েছে। তবে চালক পলাতক। এ ঘটনায় পরবর্তী ব্যবস্থা প্রক্রিয়াধীন।

চিকিৎসক দেখাতে যাওয়ার পথে প্রাণ গেল তরুণের: সাতক্ষীরায় বাস ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে মোস্তাকিম (১৮ মাস) নামের এক তরুণ নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন তার মা, নানীসহ আরো ৫ জন।

রোববার (২৫ মে) সকাল সাড়ে ১০টার দিকে সাতক্ষীরা-আশাশুনি সড়কের দহাকুলা মোড়ে এই দুর্ঘটনা ঘটে। নিহত মোস্তাকিম খুলনার পাইকগাছা উপজেলার শ্রীকণ্ঠপুর গ্রামের বাসিন্দা।

শিশুটি মায়ের কোলে বসে ইজিবাইকে সাতক্ষীরা শহরে চিকিৎসা করাতে যাচ্ছিল। পথে দহাকুলা মোড়ে একটি দ্রুতগামী যাত্রীবাহী বাস ইজিবাইকটিকে ধাক্কা দিলে সে ছিটকে পড়ে যায়।

স্থানীয়রা উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আহতরা হলেন- ফতেমা খাতুন (২৫), শাপলা খাতুন (২০), নাজমা খাতুন (৪৫), হযরত আলী (৪৫) ও রাশেদ আলী। তাদের সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক বলেন, দুর্ঘটনায় জড়িত বাসটি আটক করা হয়েছে। তবে চালক ও হেলপার পালিয়ে গেছেন। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

‘ক্ষমতায় থাকতে’ ইউনূস মৌলবাদীদের ‘একখানে করেছেন’: গয়েশ্বর

বনানীতে লরিচাপায় মোটরসাইকেলের দুই আরোহীর মৃত্যু

আপডেট সময় : ০৮:১২:২৬ অপরাহ্ন, রবিবার, ২৫ মে ২০২৫

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর বনানীতে একটি সিমেন্ট লরিরচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন।
রোববার (২৫ মে) সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় লরির হেলপার রবিউল ইসলামকে আটক করেছে পুলিশ। নিহত দুই মোটরসাইকেল আরোহী হলেন- আশফাক রহমান ও আসিফ মাহমুদ।

 

বনানী থানার ওসি রাসেল সরোয়ার জানান, উত্তরাগামী বনানী কাকলি এলিভেটেড এক্সপ্রেসওয়ের রেম্পের কাছে পেছন দিক থেকে আসা সিমেন্টের লরি একটি মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুজন মারা যান। তাদের নামপরিচয় জানা গেছে। তাদের পরিবারের খোঁজখবর নেওয়া হচ্ছে। এরপর ঘটনাস্থলে আসে ফায়ার সার্ভিসের একটি টিম। দুজনের মরদেহ প্রাথমিক সুরতহাল ও উদ্ধারের প্রক্রিয়া শেষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। ঘাতক লরির হেল্পার রবিউলকে আটক করা হয়েছে। তবে চালক পলাতক। এ ঘটনায় পরবর্তী ব্যবস্থা প্রক্রিয়াধীন।

চিকিৎসক দেখাতে যাওয়ার পথে প্রাণ গেল তরুণের: সাতক্ষীরায় বাস ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে মোস্তাকিম (১৮ মাস) নামের এক তরুণ নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন তার মা, নানীসহ আরো ৫ জন।

রোববার (২৫ মে) সকাল সাড়ে ১০টার দিকে সাতক্ষীরা-আশাশুনি সড়কের দহাকুলা মোড়ে এই দুর্ঘটনা ঘটে। নিহত মোস্তাকিম খুলনার পাইকগাছা উপজেলার শ্রীকণ্ঠপুর গ্রামের বাসিন্দা।

শিশুটি মায়ের কোলে বসে ইজিবাইকে সাতক্ষীরা শহরে চিকিৎসা করাতে যাচ্ছিল। পথে দহাকুলা মোড়ে একটি দ্রুতগামী যাত্রীবাহী বাস ইজিবাইকটিকে ধাক্কা দিলে সে ছিটকে পড়ে যায়।

স্থানীয়রা উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আহতরা হলেন- ফতেমা খাতুন (২৫), শাপলা খাতুন (২০), নাজমা খাতুন (৪৫), হযরত আলী (৪৫) ও রাশেদ আলী। তাদের সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক বলেন, দুর্ঘটনায় জড়িত বাসটি আটক করা হয়েছে। তবে চালক ও হেলপার পালিয়ে গেছেন। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।