ক্রীড়া ডেস্ক: গত বছর চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে খেলেছিল বাংলাদেশ। এ বছর নামবে আগামী এপ্রিলে। স্টেডিয়াম থাকবে একই। তবে এবার বদল থাকবে নামে। দেশে রাজনৈতিক পট পরিবর্তনের পর সংস্কার কাজ চলমান রয়েছে। তারই অংশ হিসেবে পরিবর্তন করা হচ্ছে বিভিন্ন স্থাপনার নাম। যার ধারাবাহিতকতায় বদলেছে চট্টগ্রামের স্টেডিয়ামটির নামও।
জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামের নতুন নাম দেওয়া হয়েছে বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়াম।
একই দিন বদলে দেওয়া হয়েছে আরেকটি টেস্ট ভেন্যুর নাম। নারায়ণগঞ্জের ফতুল্লায় খান সাহেব ওসমান আলি ক্রিকেট স্টেডিয়াম এখন থেকে শহীদ রিয়া গোপ ক্রিকেট স্টেডিয়াম। আওয়ামী লীগের প্রতিষ্ঠাকালীন সদস্য ছিলেন মুসলিম লিগের রাজনীতি করা জহুর আহমেদ চৌধুরি বাংলাদেশ। মুক্তিযুদ্ধে অবদানের জন্য ২০০১ সালে মরনোত্তর স্বাধীনতা পুরস্কারে ভূষিত হন চট্টগ্রামের এই রাজনীতিবিদ। তার নামেই রাখা হয়েছিল এই স্টেডিয়ামটি।
গতকাল জাতীয় ক্রীড়া পরিষদের সচিব আমিনুল ইসলাম সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে ভেন্যুটির নাম পরিবর্তনের বিষয় জানানো হয়। এদিন বিভাগীয়, জেলা ও উপজেলা পর্যায় মিলিয়ে মোট ২০টি ক্রীড়া স্থাপনার নাম বদলেছে জাতীয় ক্রীড়া পরিষদ। এর আগে আরও বেশ কয়েকটি স্টেডিয়ামের নাম পরিবর্তন করা হয়েছিল। গত মাসে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের নাম পরিবর্তন করে জাতীয় স্টেডিয়াম, ঢাকা রাখার ঘোষণা দেয় জাতীয় ক্রীড়া পরিষদ। চলতি মাসের শুরুতে পূর্বাচলে নির্মাণাধীন শেখ হাসিনা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের নাম বদলে ন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ড (এনসিজি) রাখার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড।