ঢাকা ০৮:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫

বদলে গেলো পাকিস্তানের দুই সিরিজের ভেন্যু

  • আপডেট সময় : ০১:১৯:৪৩ অপরাহ্ন, শনিবার, ১৯ মার্চ ২০২২
  • ১৩৫ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্ক : সফরের মাঝপথেই সিরিজের ভেন্যু বদলে ফেললো পাকিস্তান। অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডের সঙ্গে আলোচনা করে সাদা বলের ম্যাচগুলো রাওয়ালপিন্ডি থেকে লাহোরে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে স্বাগতিকরা।
আগামী ২৯ এবং ৩১ মার্চ সিরিজের প্রথম দুই ওয়ানডে এখন অনুষ্ঠিত হবে লাহোরে। একই ভেন্যুতে ২ এপ্রিল তৃতীয় ও শেষ ওয়ানডে এবং ৫ এপ্রিল সফরের একমাত্র টি-টোয়েন্টি ম্যাচ মাঠে গড়াবে।
৫০ ওভারের ম্যাচগুলো শুরু হবে স্থানীয় সময় বিকেল ৩টায়। অন্যদিকে ২০ ওভারের ম্যাচটি মাঠে গড়াবে স্থানীয় সময় রাত ৮টা ৩০ মিনিটে।
অস্ট্রেলিয়ার সীমিত ওভারের সিরিজে থাকা খেলোয়াড়রা আগামী ২৪ মার্চ লাহোরে পৌঁছাবেন। সেখানে একদিনের রুম আইসোলেশন শেষ করে বাকি সদস্যদের সঙ্গে যোগ দেবেন তারা। অন্যদিকে পাকিস্তানের সীমিত ওভারের খেলোয়াড়রা ২২ মার্চ লাহোরে গিয়ে ২৫ মার্চ থেকে অনুশীলন শুরু করবেন।
ওয়ানডে সিরিজটি আইসিসি বিশ্বকাপ সুপার লিগের অংশ। যে লিগে সেরা সাতে থাকা দলগুলো ২০২৩ বিশ্বকাপে ভারতে সরাসরি বিশ্বকাপে খেলতে পারবে। আগামী বছরের অক্টোবর-নভেম্বরে হবে ওয়ানডে বিশ্বকাপের আসরটি।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

বদলে গেলো পাকিস্তানের দুই সিরিজের ভেন্যু

আপডেট সময় : ০১:১৯:৪৩ অপরাহ্ন, শনিবার, ১৯ মার্চ ২০২২

ক্রীড়া ডেস্ক : সফরের মাঝপথেই সিরিজের ভেন্যু বদলে ফেললো পাকিস্তান। অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডের সঙ্গে আলোচনা করে সাদা বলের ম্যাচগুলো রাওয়ালপিন্ডি থেকে লাহোরে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে স্বাগতিকরা।
আগামী ২৯ এবং ৩১ মার্চ সিরিজের প্রথম দুই ওয়ানডে এখন অনুষ্ঠিত হবে লাহোরে। একই ভেন্যুতে ২ এপ্রিল তৃতীয় ও শেষ ওয়ানডে এবং ৫ এপ্রিল সফরের একমাত্র টি-টোয়েন্টি ম্যাচ মাঠে গড়াবে।
৫০ ওভারের ম্যাচগুলো শুরু হবে স্থানীয় সময় বিকেল ৩টায়। অন্যদিকে ২০ ওভারের ম্যাচটি মাঠে গড়াবে স্থানীয় সময় রাত ৮টা ৩০ মিনিটে।
অস্ট্রেলিয়ার সীমিত ওভারের সিরিজে থাকা খেলোয়াড়রা আগামী ২৪ মার্চ লাহোরে পৌঁছাবেন। সেখানে একদিনের রুম আইসোলেশন শেষ করে বাকি সদস্যদের সঙ্গে যোগ দেবেন তারা। অন্যদিকে পাকিস্তানের সীমিত ওভারের খেলোয়াড়রা ২২ মার্চ লাহোরে গিয়ে ২৫ মার্চ থেকে অনুশীলন শুরু করবেন।
ওয়ানডে সিরিজটি আইসিসি বিশ্বকাপ সুপার লিগের অংশ। যে লিগে সেরা সাতে থাকা দলগুলো ২০২৩ বিশ্বকাপে ভারতে সরাসরি বিশ্বকাপে খেলতে পারবে। আগামী বছরের অক্টোবর-নভেম্বরে হবে ওয়ানডে বিশ্বকাপের আসরটি।