ঢাকা ০৮:৪৭ অপরাহ্ন, রবিবার, ১৮ মে ২০২৫

বদলে গেলে ‘শেখ রাসেল সেতু’র নাম

  • আপডেট সময় : ০৭:০৭:১৩ অপরাহ্ন, শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫
  • ৫২ বার পড়া হয়েছে

নড়াইল সংবাদদাতা : নড়াইলে শহরের প্রবেশ মুখে ‘শেখ রাসেল সেতু’র নামফলক ভাঙচুর করে ‘শহীদ সালাউদ্দিন সেতু’ নামকরণ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫ টার দিকে নড়াইল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব মো. শাফায়েতের নেতৃত্বে চিত্রা নদীর ওপর নির্মিত শেখ রাসেল সেতুর নাম পরিবর্তন করা হয়।

বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনের সদস্য সচিব শাফায়াত উল্লাহর নেতৃত্বে এ সময় উপস্থিত ছিলেন যুগ্ম সদস্য সচিব আমিরুল ইসলাম ও মেহেদী হাসান, মুখ্য সংগঠক কাজী ইয়াজুর রহমান বাবুসহ আরো অনেকেই। তারা বলেন, দেশের কোনো স্থাপনায় ফ্যাসিস্ট আওয়ামী লীগের পরিবারের কারো নাম রাখা হবে না। সেই অনুযায়ী, আমরা ২৪ জুলাই গণঅভ্যুত্থানে নিহত নড়াইলের ছেলে সালাউদ্দিন সুমনের নামানুসারে নড়াইলের শেখ রাসেল সেতুর নাম পরিবর্তন করে ‘শহীদ সালাউদ্দিন সেতু’ নাম রেখেছি।

উল্লেখ্য, স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের তত্ত্বাবধানে ২০১৪ সালের ৩০ এপ্রিল শহরের প্রাণ কেন্দ্র চিত্রা নদীর সীমাখালী ফেরিঘাটের ওপর সেতুটির নির্মাণ কাজ শুরু হয়। ২০১৭ সালের জুন মাস পর্যন্ত নির্মাণ কাজের সময়সীমা নির্ধারণ থাকলেও তিন মাস আগেই নির্মাণ কাজ সম্পন্ন হয়। জনগণের চলাচলের সুবিধার্থে উদ্বোধনের আগেই ওই বছর ১৬ মার্চ সেতুটি খুলে দেওয়া হয়। পরের বছর ২০১৮ সালের ১১ অক্টোবর ওই সেতু উদ্বোধন করা হয়।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

বদলে গেলে ‘শেখ রাসেল সেতু’র নাম

আপডেট সময় : ০৭:০৭:১৩ অপরাহ্ন, শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫

নড়াইল সংবাদদাতা : নড়াইলে শহরের প্রবেশ মুখে ‘শেখ রাসেল সেতু’র নামফলক ভাঙচুর করে ‘শহীদ সালাউদ্দিন সেতু’ নামকরণ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫ টার দিকে নড়াইল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব মো. শাফায়েতের নেতৃত্বে চিত্রা নদীর ওপর নির্মিত শেখ রাসেল সেতুর নাম পরিবর্তন করা হয়।

বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনের সদস্য সচিব শাফায়াত উল্লাহর নেতৃত্বে এ সময় উপস্থিত ছিলেন যুগ্ম সদস্য সচিব আমিরুল ইসলাম ও মেহেদী হাসান, মুখ্য সংগঠক কাজী ইয়াজুর রহমান বাবুসহ আরো অনেকেই। তারা বলেন, দেশের কোনো স্থাপনায় ফ্যাসিস্ট আওয়ামী লীগের পরিবারের কারো নাম রাখা হবে না। সেই অনুযায়ী, আমরা ২৪ জুলাই গণঅভ্যুত্থানে নিহত নড়াইলের ছেলে সালাউদ্দিন সুমনের নামানুসারে নড়াইলের শেখ রাসেল সেতুর নাম পরিবর্তন করে ‘শহীদ সালাউদ্দিন সেতু’ নাম রেখেছি।

উল্লেখ্য, স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের তত্ত্বাবধানে ২০১৪ সালের ৩০ এপ্রিল শহরের প্রাণ কেন্দ্র চিত্রা নদীর সীমাখালী ফেরিঘাটের ওপর সেতুটির নির্মাণ কাজ শুরু হয়। ২০১৭ সালের জুন মাস পর্যন্ত নির্মাণ কাজের সময়সীমা নির্ধারণ থাকলেও তিন মাস আগেই নির্মাণ কাজ সম্পন্ন হয়। জনগণের চলাচলের সুবিধার্থে উদ্বোধনের আগেই ওই বছর ১৬ মার্চ সেতুটি খুলে দেওয়া হয়। পরের বছর ২০১৮ সালের ১১ অক্টোবর ওই সেতু উদ্বোধন করা হয়।