ঢাকা ০৭:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫

বডিবিল্ডিংয়ে পরিচিত মুখ নজরুল আর নেই

  • আপডেট সময় : ০৪:১২:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫
  • ৮৩ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্ক: বাংলাদেশের বডিবিল্ডিং বা শরীর গঠন অঙ্গনে পরিচিত মুখ নজরুল ইসলাম। এক সময় ছিলেন তারকা বডি বিল্ডার। মিস্টার বাংলাদেশ খেতাবও ছিল তার ঝুলিতে। পরবর্তীতে বডিবিল্ডিং ফেডারেশনের সাধারণ সম্পাদক ছিলেন দীর্ঘদিন। সাবেক বডিবিল্ডার ও ফেডারেশনের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আজ সকালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বডিবিল্ডিং ফেডারেশনের সাবেক কমিটির কর্মকর্তা এবং নজরুলের সতীর্থ অনেকে তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

শারীরিক অসুস্থতায় গত দুই দিন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। শরীর গঠন বাংলাদেশে তেমন জনপ্রিয় খেলা নয়। এরপরও গত কয়েক দশক এই খেলার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন। বাংলাদেশের শরীর গঠন ও নজরুল সমার্থক ছিলেন। বছর দেড়েক আগে এক অনুষ্ঠানে বডিবিল্ডারের লাথি কাণ্ডে শরীর গঠন ব্যাপক আলোচনায় আসে। ফেডারেশনের ফলাফল পক্ষপাত নিয়েও প্রশ্ন ওঠে।

পরবর্তীতে জাতীয় ক্রীড়া পরিষদ তদন্ত কমিটি করে কমিটির মেয়াদ উত্তীর্ণের পর অ্যাডহক কমিটি করে। সেই কমিটিতে নজরুল ইসলাম ছিলেন না। কমিটিতে না থাকলেও শরীর গঠন নিয়ে চিন্তা ভাবনা করতেন নজরুল। নজরুলের বিদায় বাংলাদেশের শরীর গঠনে শূন্যতা বিরাজ করবে।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

বডিবিল্ডিংয়ে পরিচিত মুখ নজরুল আর নেই

আপডেট সময় : ০৪:১২:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫

ক্রীড়া ডেস্ক: বাংলাদেশের বডিবিল্ডিং বা শরীর গঠন অঙ্গনে পরিচিত মুখ নজরুল ইসলাম। এক সময় ছিলেন তারকা বডি বিল্ডার। মিস্টার বাংলাদেশ খেতাবও ছিল তার ঝুলিতে। পরবর্তীতে বডিবিল্ডিং ফেডারেশনের সাধারণ সম্পাদক ছিলেন দীর্ঘদিন। সাবেক বডিবিল্ডার ও ফেডারেশনের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আজ সকালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বডিবিল্ডিং ফেডারেশনের সাবেক কমিটির কর্মকর্তা এবং নজরুলের সতীর্থ অনেকে তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

শারীরিক অসুস্থতায় গত দুই দিন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। শরীর গঠন বাংলাদেশে তেমন জনপ্রিয় খেলা নয়। এরপরও গত কয়েক দশক এই খেলার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন। বাংলাদেশের শরীর গঠন ও নজরুল সমার্থক ছিলেন। বছর দেড়েক আগে এক অনুষ্ঠানে বডিবিল্ডারের লাথি কাণ্ডে শরীর গঠন ব্যাপক আলোচনায় আসে। ফেডারেশনের ফলাফল পক্ষপাত নিয়েও প্রশ্ন ওঠে।

পরবর্তীতে জাতীয় ক্রীড়া পরিষদ তদন্ত কমিটি করে কমিটির মেয়াদ উত্তীর্ণের পর অ্যাডহক কমিটি করে। সেই কমিটিতে নজরুল ইসলাম ছিলেন না। কমিটিতে না থাকলেও শরীর গঠন নিয়ে চিন্তা ভাবনা করতেন নজরুল। নজরুলের বিদায় বাংলাদেশের শরীর গঠনে শূন্যতা বিরাজ করবে।