ঢাকা ০২:০৩ অপরাহ্ন, শনিবার, ১৭ মে ২০২৫

বটমূলে ফিরছে বর্ষবরণ

  • আপডেট সময় : ০১:১৫:১১ অপরাহ্ন, রবিবার, ৩ এপ্রিল ২০২২
  • ৭৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : দুই বছর বন্ধ থাকার পর রমনার বটমূলে ফিরছে ঐতিহ্যবাহী বর্ষবরণ অনুষ্ঠান। করোনা মহামারির কারণে গত দুইবার এটি যথাস্থানে করতে পারেনি আয়োজক ছায়ানট।
গত শনিবার ধানমন্ডির ছায়ানট সংস্কৃতি ভবন মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় প্রতিষ্ঠানটি। এতে উপস্থিত ছিলেন ছায়ানটের সভাপতি সন্জীদা খাতুন। আরও ছিলেন নির্বাহী সভাপতি সারওয়ার আলী, সহ-সভাপতি আতিউর রহমান, সহ-সভাপতি খায়রুল আনাম শাকিল ও সাধারণ সম্পাদক লাইসা আহমদ লিসা। জানা যায়, মাসাধিককাল ধরে দলীয় পরিবেশনার মহড়ার মাধ্যমে সব প্রস্তুতি সম্পন্ন করেছে তারা। ইতোমধ্যে বটমূলের বরাদ্দ চেয়ে গণপূর্ত মন্ত্রণালয়ের কাছে আবেদনও করা হয়েছে। লিখিত বক্তব্যে প্রতিষ্ঠানটি জানায়, করোনাকালে স্বাস্থ্যঝুঁকি এড়াতে এবং রাষ্ট্রীয়-বিধান মান্য করে ছায়ানট দুবছর বর্ষবরণের অনুষ্ঠান স্বল্প পরিসরে অনলাইনে আয়োজন করেছে। সভাপতি সন্জীদা খাতুন বলেন, ‘বাংলা বর্ষবরণ এখন দেশের গ-ি ছাড়িয়ে ধর্ম-বর্ণ-নির্বিশেষে বিশ্ববাঙালির প্রধান প্রাণের উৎসব। আমাদের প্রত্যাশা, বটমূলে অর্ধশতাধিক বছরের এই উৎসবের ধারায় বাঙালির প্রত্যাবর্তন হবে সংযমী, প্রাণবন্ত, আনন্দঘন এবং বিপর্যয় বিনাশের অঙ্গীকারে বলীয়ান।’
এর আগেও অন্তত তিনবার রমজান মাসে পহেলা বৈশাখের অনুষ্ঠান করেছে প্রতিষ্ঠানটি। এবারের প্রসঙ্গে সন্জীদা বলেন, ‘রমজানের পবিত্রতা আমরা কোনোভাবেই অস্বীকার করি না। ধর্ম ও সংস্কৃতি পরস্পরবিরোধী কিছু নয়।’

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

বটমূলে ফিরছে বর্ষবরণ

আপডেট সময় : ০১:১৫:১১ অপরাহ্ন, রবিবার, ৩ এপ্রিল ২০২২

নিজস্ব প্রতিবেদক : দুই বছর বন্ধ থাকার পর রমনার বটমূলে ফিরছে ঐতিহ্যবাহী বর্ষবরণ অনুষ্ঠান। করোনা মহামারির কারণে গত দুইবার এটি যথাস্থানে করতে পারেনি আয়োজক ছায়ানট।
গত শনিবার ধানমন্ডির ছায়ানট সংস্কৃতি ভবন মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় প্রতিষ্ঠানটি। এতে উপস্থিত ছিলেন ছায়ানটের সভাপতি সন্জীদা খাতুন। আরও ছিলেন নির্বাহী সভাপতি সারওয়ার আলী, সহ-সভাপতি আতিউর রহমান, সহ-সভাপতি খায়রুল আনাম শাকিল ও সাধারণ সম্পাদক লাইসা আহমদ লিসা। জানা যায়, মাসাধিককাল ধরে দলীয় পরিবেশনার মহড়ার মাধ্যমে সব প্রস্তুতি সম্পন্ন করেছে তারা। ইতোমধ্যে বটমূলের বরাদ্দ চেয়ে গণপূর্ত মন্ত্রণালয়ের কাছে আবেদনও করা হয়েছে। লিখিত বক্তব্যে প্রতিষ্ঠানটি জানায়, করোনাকালে স্বাস্থ্যঝুঁকি এড়াতে এবং রাষ্ট্রীয়-বিধান মান্য করে ছায়ানট দুবছর বর্ষবরণের অনুষ্ঠান স্বল্প পরিসরে অনলাইনে আয়োজন করেছে। সভাপতি সন্জীদা খাতুন বলেন, ‘বাংলা বর্ষবরণ এখন দেশের গ-ি ছাড়িয়ে ধর্ম-বর্ণ-নির্বিশেষে বিশ্ববাঙালির প্রধান প্রাণের উৎসব। আমাদের প্রত্যাশা, বটমূলে অর্ধশতাধিক বছরের এই উৎসবের ধারায় বাঙালির প্রত্যাবর্তন হবে সংযমী, প্রাণবন্ত, আনন্দঘন এবং বিপর্যয় বিনাশের অঙ্গীকারে বলীয়ান।’
এর আগেও অন্তত তিনবার রমজান মাসে পহেলা বৈশাখের অনুষ্ঠান করেছে প্রতিষ্ঠানটি। এবারের প্রসঙ্গে সন্জীদা বলেন, ‘রমজানের পবিত্রতা আমরা কোনোভাবেই অস্বীকার করি না। ধর্ম ও সংস্কৃতি পরস্পরবিরোধী কিছু নয়।’