রওনক বিনতে মুনীব প্রীতি : অজানা ঝড়ে ডানা ভেঙে গেছে পাখিটির,
ধীরে ধীরে ক্ষুধার যন্ত্রণা তীব্রতর হচ্ছে,
দম বন্ধ হয়ে যাচ্ছে অন্ধকার কোঠরে,
ছটফট করে বেঁচে থাকার প্রাণপণ চেষ্টা,
নিঃসঙ্গ দিকশূন্য হতাশাগ্রস্ত জীবন,
আত্মহত্যার মাঝে খুঁজে পরিত্রাণ!
সর্বোচ্চ প্রচেষ্টায় বাহির হয় কোনো এক তপ্ত দুপুরে,
ক্লান্ত পরিশ্রান্ত হয়ে আশ্রয় নেয় অনতিদূরে বটবৃক্ষ ছায়াতলে।
মায়াবী বৃক্ষ সযতনে বরণ করে আপন বুকে,
নিবারণ করে ক্ষুধার্তের জ্বালা আর মানবিক যন্ত্রণা।
অতঃপর…
পাখি খুঁজে পায় নতুন করে বেঁচে থাকার পথ
স্বপ্ন দেখে নব প্রত্যয়ে নব দিগন্তের নব রথ।
হতাশায় নয় কোনো আত্মহত্যার পরিকল্পনা
নতুন পথে খুঁজে নাও ভাই জীবনের আল্পনা।