প্রত্যাশা ডেস্ক : নেত্রকোনায় ৭ কৃষক এবং সুনামগঞ্জে ও টাঙ্গাইলে একজন করে বজ্রপাতে অন্তত ৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। হাওরে কাজ করতে গিয়ে নেত্রকোনার তিন উপজেলায় বজ্রপাতে সাতজন কৃষক নিহত হয়েছেন। এদের মধ্যে কেন্দুয়া উপজেলায় দুজন, মদনে দুজন ও খালিয়াজুরীতে তিনজন। এ ছাড়া বজ্রপাতে খালিয়াজুরীতে পাঁচজন ও মদনে চারজন আহত হয়েছেন।
গতকাল মঙ্গলবার বিকেল পৌনে ৩টার দিকে এ ঘটনা ঘটে। নেত্রকোনার পুলিশ সুপার মো. আকবর আলী মুন্সি বজ্রপাতে সাতজনের নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন। বজ্রপাতে মারা যাওয়া কৃষকরা হলেন- কেন্দুয়া উপজেলার পাইকুড়া ইউনিয়নের বৈরাটী গ্রামের মো. বায়েজিদ মিয়া (৪২) ও কান্দিউড়া ইউনিয়নের কু-লী গ্রামের মো. ফজলুর রহমান (৫৫), খালিয়াজুরী উপজেলার মেন্দিপুর ইউনিয়নের জগন্নাথপুর গ্রামের খেলু ফকিরের ছেলে কৃষক অছেক মিয়া (৩২) একই গ্রামের আমির সরকারের ছেলে কৃষক বিপুল মিয়া (২৮), বাতুয়াইল গ্রামের মঞ্জুরুল হকের ছেলে মনির হোসেন, মদন উপজেলার পশ্চিম ফতেপুর গ্রামের মৃত আব্দুল কাদেরের ছেলে হাফেজ মো. শরীফ ( ১৮) ও একই গ্রামের মৃত আব্দুল মন্নাফের ছেলে মাওলানা আতাবুর রহমান (১৯)। এরা সবাই হাওরে কাজ করতে গিয়ে বজ্রপাতে নিহত হন।
সুনামগঞ্জে যুবকের মৃত্যু : সুনামগঞ্জের দোয়ারাবাজারে বজ্রপাতে আবু তাহের (৩৫) নামের এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার বিকেলে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত আবু তাহের দোয়ারাবাজার সদর ইউনিয়নের তেগাঙ্গা গ্রামের তাজউদ্দিনের ছেলে। পুলিশ জানায়, আবু তাহের বাজার করার জন্য দোয়ারা সদরের আসলে হঠাৎ করে প্রচ- বৃষ্টি শুরু হয়। বৃষ্টি থেকে রক্ষা পেতে তিনি স্বাস্থ্য কমপ্লেক্সের দিকে দৌড়ে যাচ্ছিলেন। এসময়ে বজ্রপাতে তিনি নিহত হন। দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজির আলম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
টাঙ্গাইলে গৃহবধূর মৃত্যু : টাঙ্গাইলের মির্জাপুরে বজ্রপাতে কোহিনুর বেগম (৩৬) নামের এক গৃহবধূ নিহত হয়েছেন। গত সোমবার সন্ধ্যায় উপজেলার আজগানা ইউনিয়নের চিতেশ্বরী টান পলাশতলী গ্রামে এ ঘটনা ঘটে। মঙ্গলবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেন মির্জাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. একরামুল ও আজগানা ইউনিয় পরিষদের নারী সদস্য আলেয়া ভুইয়া। নিহত কোহিনুর বেগম একই গ্রামের মো. লতীফ মিয়ার স্ত্রী।
পুলিশ জানায়, সোমবার সন্ধ্যায় কহিনুর বেগম বাড়ির উঠানে কাজ করছিলেন। এসময় আকাশে মেঘ ডাকা শুরু হয়। কিছুক্ষণের মধ্যে বজ্রপাতে তিনি আহত হন। পরে তাকে কুমুদিনী হাসপাতালে নেয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বজ্রপাতে ৯ জনের মৃত্যু
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ