ঢাকা ০৫:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ০১ অগাস্ট ২০২৫

বজ্রপাতে ১৭ জনের মৃত্যু

  • আপডেট সময় : ০২:০১:৫৫ অপরাহ্ন, বুধবার, ৪ অগাস্ট ২০২১
  • ১০২ বার পড়া হয়েছে

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ঃ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বিয়ের অনুষ্ঠানে যাওয়ার পথে বজ্রপাতে অন্তত ১৭ জনের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার বেলা ১২টার দিকে শিবগঞ্জ উপজেলার দক্ষিণ চরপাঁকা এলাকায় এ ঘটনা ঘটে বলে শিবগঞ্জ থানার ওসি ফরিদ হোসেন জানান। পাঁকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জালালউদ্দীন জানান, সদর উপজেলার নারায়ণপুর ইউনিয়নের আলীমনগর ঘাট থেকে নৌকায় করে দক্ষিণ পাঁকায় এক বিয়ের অনুষ্ঠানে যাচ্ছিল একটি দল ।
“পদ্মা নদী পার হয়ে দক্ষিণ পাঁকায় পৌঁছালে নৌকা থেকে নেমে তারা ঘাটে দাঁড়ায়, এ সময় বৃষ্টি শুরু হয় এবং বজ্রপাতে ঘটনাস্থলেই ১৭ জন মারা যান।”
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মৌদুদ আলম খাঁ বলেন, “বৃষ্টির কারণে ওই দলটি ঘাটের ইজারাদারের টং ঘরে আশ্রয় নিয়েছিল। এ সময় সেখানে বজ্রপাত হলে ঘরের ভেতরে এবং বাইরে অবস্থান করা ১৭ জন ঘটনাস্থলেই মারা যান। আরও কয়েকজন আহত হন।” তবে নিহতদের নাম ও বিস্তারিত পরিচয় জানাতে পারেননি শিবগঞ্জ থানার ওসি ফরিদ হোসেন। চাঁপাইনবাবগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মেহেরুল ইসলাম জানান, খবর পেয়ে তারা ঘটনাস্থলে গিয়ে ৬ জনের মৃতদেহ এবং ৪ জন আহত অবস্থায় হাসপাতালে পাঠিয়েছেন। তার আগেই স্থানীয়রা আরও ১১ জনের মৃতদেহ সেখান থেকে সরিয়ে নেন। চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালের আর এম ও ডা. নূরূন নাহার জানান, বজ্রপাতে আহত ১০ জনকে তার হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া একজনকে গুরুতর অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বজ্রপাতে ১৭ জনের মৃত্যু

আপডেট সময় : ০২:০১:৫৫ অপরাহ্ন, বুধবার, ৪ অগাস্ট ২০২১

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ঃ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বিয়ের অনুষ্ঠানে যাওয়ার পথে বজ্রপাতে অন্তত ১৭ জনের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার বেলা ১২টার দিকে শিবগঞ্জ উপজেলার দক্ষিণ চরপাঁকা এলাকায় এ ঘটনা ঘটে বলে শিবগঞ্জ থানার ওসি ফরিদ হোসেন জানান। পাঁকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জালালউদ্দীন জানান, সদর উপজেলার নারায়ণপুর ইউনিয়নের আলীমনগর ঘাট থেকে নৌকায় করে দক্ষিণ পাঁকায় এক বিয়ের অনুষ্ঠানে যাচ্ছিল একটি দল ।
“পদ্মা নদী পার হয়ে দক্ষিণ পাঁকায় পৌঁছালে নৌকা থেকে নেমে তারা ঘাটে দাঁড়ায়, এ সময় বৃষ্টি শুরু হয় এবং বজ্রপাতে ঘটনাস্থলেই ১৭ জন মারা যান।”
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মৌদুদ আলম খাঁ বলেন, “বৃষ্টির কারণে ওই দলটি ঘাটের ইজারাদারের টং ঘরে আশ্রয় নিয়েছিল। এ সময় সেখানে বজ্রপাত হলে ঘরের ভেতরে এবং বাইরে অবস্থান করা ১৭ জন ঘটনাস্থলেই মারা যান। আরও কয়েকজন আহত হন।” তবে নিহতদের নাম ও বিস্তারিত পরিচয় জানাতে পারেননি শিবগঞ্জ থানার ওসি ফরিদ হোসেন। চাঁপাইনবাবগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মেহেরুল ইসলাম জানান, খবর পেয়ে তারা ঘটনাস্থলে গিয়ে ৬ জনের মৃতদেহ এবং ৪ জন আহত অবস্থায় হাসপাতালে পাঠিয়েছেন। তার আগেই স্থানীয়রা আরও ১১ জনের মৃতদেহ সেখান থেকে সরিয়ে নেন। চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালের আর এম ও ডা. নূরূন নাহার জানান, বজ্রপাতে আহত ১০ জনকে তার হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া একজনকে গুরুতর অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।