খুলনা সংবাদদাতা : খুলনার পাইকগাছায় বজ্রপাতে লাকি খাতুন (৪৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। নিহত লাকি লক্ষীখালী গ্রামের তোফাজ্জলের স্ত্রী। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। আহতদের পাইকগাছা উপজেলা হাসাপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল শনিবার (১৯ অক্টোবর) দুপুরে উপজেলার কেওড়াতলা মৌজায় একটি মাছের ঘেরে এ ঘটনা ঘটে। পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তুষার কান্তি দাস বলেন, মরদেহের সুরতহাল রিপোর্ট শেষে মর্গে পাঠানো হয়েছে। স্থানীয় ইউপি সদস্য হাসানুজ্জামান জানায়, উপজেলার কেওড়াতলা মৌজায় গতকাল শনিবার দুপুরে ভুট্টোর চিংড়ি ঘেরে চারজন ব্যক্তি শেওলা বাছাইয়ের কাজ করছিলেন। হঠাৎ বৃষ্টির সঙ্গে বজ্রপাত হলে লক্ষীখোলা গ্রামের লাকি খাতুন ঘটনাস্থলে মারা যান।
জনপ্রিয় সংবাদ


























