জামালপুর প্রতিনিধি : জামালপুরের ইসলামপুরে বজ্রপাতে দুইজনের মৃত্যু। গতকাল রোববার (বিকেল ৩টায় উপজেলার চরগোয়ালীনি ইউনিয়নের কান্দাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। বজ্রপাতে মারা যাওয়া দুইজনের নাম রফিক সর্দার (১৪) ও সুন্দর আলী সর্দার (৬৫)। রফিক সর্দার কান্দাপাড়া গ্রামের জিব্রাইল সর্দারের ছেলে এবং সুন্দর আলী সর্দার একই এলাকার বাসিন্দা। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদী হাসান টিটু জানান, বাড়ির পাশের ধানক্ষেতে কাজ করছিলেন তারা। এ সময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজেদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।