প্রত্যাশা ডেস্ক : ভারতের পশ্চিমবঙ্গের সাত জেলায় গত সোমবার বিকেলে বজ্রপাতে ২৮ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
পশ্চিমবঙ্গে যে সাত জেলায় প্রাণহানির ঘটনা ঘটেছে, সেগুলো হলো হুগলি, মুর্শিদাবাদ, বাঁকুড়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, নদীয়া ও উত্তর ২৪ পরগনা।
এই জেলাগুলোয় গতকাল বিকেলে ঝোড়ো বাতাস শুরু হলে জমিতে কাজ করতে থাকা কৃষক, রাস্তার বিভিন্ন স্থানে আশ্রয় নেওয়া ও খোলা জায়গায় চলতি পথে ২৮ জন বজ্রপাতে প্রাণ হারান।
মৃত্যুর এ তালিকায় রয়েছে হুগলির ১১ জন, মুর্শিদাবাদের ৯ জন, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলার ২ জন করে ৬ জন। এ ছাড়া অন্য দুই জেলায় দুজন মারা যান।
এ ঘটনায় নিহত প্রত্যেক ব্যক্তির পরিবারকে দুই লাখ রুপি করে আর্থিক সাহায্য দেওয়ার ঘোষণা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এ ছাড়া জাতীয় বিপর্যয় তহবিল থেকে নিহত প্রত্যেক ব্যক্তির পরিবারকে দুই লাখ রুপি ও আহত ব্যক্তিদের ৫০ হাজার রুপি করে আর্থিক অনুদান দেওয়ার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
বজ্রপাতে পশ্চিমবঙ্গে একদিনে ২৮ জনের মৃত্যু
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ