ঢাকা ০৯:০৪ পূর্বাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫

বছর শেষেও প্রশংসিত ফারিণ

  • আপডেট সময় : ০৭:০৯:১০ অপরাহ্ন, শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪
  • ৮৪ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক: বছরের শুরু থেকেই প্রশংসায় ভাসছিলেন তাসনিয়া ফারিণ। নাটক, সিনেমা, ওটিটি- সব মাধ্যমেই বছরজুড়ে সমান্তরাল ছিলেন এই অভিনেত্রী। বছরের একেবারের শেষান্তে এসেও সেই রেশ ধরে রেখেছেন ‘মুক্তি’ নাটকের সুবাদে। সম্প্রতি রঙ্গন এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে নাটকটি উন্মুক্ত হয়েছে। জামাল হোসেনর প্রযোজনায় এটির গল্প ও পরিচালনায় মাহমুদ মাহিন।

নাটকে দেখা যায়, বিয়ের পর খুব সুন্দরভাবেই সংসার ও চাকরিটা করছিলেন রাইসা। তবে সংসারে তার দুই জা মাঝে মধ্যে তাকে নিয়ে নানান ধরনের খারাপ মন্তব্য করে, খোঁচা দিয়ে কথা বলে। কিন্তু সেসবকে রাইসা একদম পাত্তা দেয় না।

স্বামী রাকিবের কাছেও রাইসা স্ত্রী হিসেবে প্রিয়। কিন্তু বিপত্তি ঘটে রাইসার সাবেক প্রেমিককে কেন্দ্র করে। সে একদিন সোশ্যাল মিডিয়ায় রাইসার একটা ভিডিও প্রকাশ করে। আর নিমিষেই বদলে যায় রাইসার চারপাশ। স্বামী-সংসার বাবা-মা সবাইকে তার হারাতে হয়। সবাই তাকে ভুল বোঝে। রাইসা কোনোভাবেই কাউকে বোঝাতে পারে না এটি ভুয়া ভিডিও। তাকে ব্ল্যাকমেইল করা হচ্ছে। এমন নির্মম সামাজিক গল্পই উঠে এসেছে ‘মুক্তি’তে। যাতে রাইসা চরিত্রে অনবদ্য অভিনয় করেছেন তাসনিয়া ফারিণ। এতে তার স্বামীর চরিত্রে আছেন খায়রুল বাশার।

নাটকটির মন্তব্যের ঘরে এসে এক দর্শকের মন্তব্য এমন, ‘একটি শিক্ষণীয় নাটক। খারাপ সময়ে অনেক আপন মানুষ ছেড়ে চলে যাবে। তাই বলে আমাদের ভেঙে পড়লে চলবে না। লড়াই চালিয়ে যেতে হবে। সত্যের জয় অনিবার্য।’ অন্য একজন মন্তব্য করেন, ‘‘একই সাথে প্রেম, বিয়ে, সংসার, ব্যক্তিগত ও পারিবারিক ক্রাইসিস, মাদকাসক্ত ও সামাজিক প্রেক্ষাপট, এআই এর কুফল, ভালবাসা ও আন্তরিকতা, একে অপরকে ছেড়ে না যাওয়ার অঙ্গীকার ও সবশেষে মিলন সাধারণত এক নাটকে পাওয়া মুশকিল, কিন্তু ‘মুক্তি’ সেটা দেখিয়ে দিয়েছে। শুভকামনা।’’

 

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

বছর শেষেও প্রশংসিত ফারিণ

আপডেট সময় : ০৭:০৯:১০ অপরাহ্ন, শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪

বিনোদন ডেস্ক: বছরের শুরু থেকেই প্রশংসায় ভাসছিলেন তাসনিয়া ফারিণ। নাটক, সিনেমা, ওটিটি- সব মাধ্যমেই বছরজুড়ে সমান্তরাল ছিলেন এই অভিনেত্রী। বছরের একেবারের শেষান্তে এসেও সেই রেশ ধরে রেখেছেন ‘মুক্তি’ নাটকের সুবাদে। সম্প্রতি রঙ্গন এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে নাটকটি উন্মুক্ত হয়েছে। জামাল হোসেনর প্রযোজনায় এটির গল্প ও পরিচালনায় মাহমুদ মাহিন।

নাটকে দেখা যায়, বিয়ের পর খুব সুন্দরভাবেই সংসার ও চাকরিটা করছিলেন রাইসা। তবে সংসারে তার দুই জা মাঝে মধ্যে তাকে নিয়ে নানান ধরনের খারাপ মন্তব্য করে, খোঁচা দিয়ে কথা বলে। কিন্তু সেসবকে রাইসা একদম পাত্তা দেয় না।

স্বামী রাকিবের কাছেও রাইসা স্ত্রী হিসেবে প্রিয়। কিন্তু বিপত্তি ঘটে রাইসার সাবেক প্রেমিককে কেন্দ্র করে। সে একদিন সোশ্যাল মিডিয়ায় রাইসার একটা ভিডিও প্রকাশ করে। আর নিমিষেই বদলে যায় রাইসার চারপাশ। স্বামী-সংসার বাবা-মা সবাইকে তার হারাতে হয়। সবাই তাকে ভুল বোঝে। রাইসা কোনোভাবেই কাউকে বোঝাতে পারে না এটি ভুয়া ভিডিও। তাকে ব্ল্যাকমেইল করা হচ্ছে। এমন নির্মম সামাজিক গল্পই উঠে এসেছে ‘মুক্তি’তে। যাতে রাইসা চরিত্রে অনবদ্য অভিনয় করেছেন তাসনিয়া ফারিণ। এতে তার স্বামীর চরিত্রে আছেন খায়রুল বাশার।

নাটকটির মন্তব্যের ঘরে এসে এক দর্শকের মন্তব্য এমন, ‘একটি শিক্ষণীয় নাটক। খারাপ সময়ে অনেক আপন মানুষ ছেড়ে চলে যাবে। তাই বলে আমাদের ভেঙে পড়লে চলবে না। লড়াই চালিয়ে যেতে হবে। সত্যের জয় অনিবার্য।’ অন্য একজন মন্তব্য করেন, ‘‘একই সাথে প্রেম, বিয়ে, সংসার, ব্যক্তিগত ও পারিবারিক ক্রাইসিস, মাদকাসক্ত ও সামাজিক প্রেক্ষাপট, এআই এর কুফল, ভালবাসা ও আন্তরিকতা, একে অপরকে ছেড়ে না যাওয়ার অঙ্গীকার ও সবশেষে মিলন সাধারণত এক নাটকে পাওয়া মুশকিল, কিন্তু ‘মুক্তি’ সেটা দেখিয়ে দিয়েছে। শুভকামনা।’’