নিজস্ব প্রতিবেদক : নতুন বছরের শুরুতে গতকাল রোববার দরপতনের মধ্যে দিয়ে শেয়ারবাজারে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচকের সঙ্গে লেনদেন কমেছে। বাজার পর্যালোচনায় দেখা গেছে, ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ১১ পয়েন্ট কমে ৬ হাজার ১৯৫ পয়েন্টে অবস্থান করছে। ডিএসই শরিয়া সূচক ৩ পয়েন্ট কমে ১ হাজার ৩৫৫ পয়েন্টে, ডিএস৩০ সূচক ১ পয়েন্ট কমে ২ হাজার ১৯৩ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইতে ৩৩০টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ১৯টি কোম্পানির, দরপতন হয়েছে ১৪৯টির এবং অপরিবর্তিত আছে ১৬২টির। ডিএসইতে মোট ১৭৮ কোটি ৪২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল ৩৪৫ কোটি ৭১ লাখ টাকার শেয়ার ও ইউনিট।
অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৩৪ পয়েন্ট কমে ১৮ হাজার ২৯৩ পয়েন্টে, সিএসসিএক্স ২০ পয়েন্ট কমে ১০ হাজার ৯৬১ পয়েন্টে এবং সিএসই ৩০ সূচক দশমিক ৬৮ পয়েন্ট কমে ১৩ হাজার ২০৬ পয়েন্টে অবস্থান করছে। সিএসইতে ১৪০টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ১৩টি কোম্পানির, কমেছে ৪৪টির এবং অপরিবর্তিত আছে ৮৩টির। দিন শেষে সিএসইতে ১০ কোটি ৪২ লাখ ২৪ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
বছরের শুরুতে দরপতন শেয়ারবাজারে
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ