নিজস্ব প্রতিবেদক : চলতি বছরের মাঝামাঝি সময়ে সংক্ষিপ্ত সিলেবাসে এসএসসি, এইচএসসি ও সমমানের পরীক্ষাগুলো নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। গতকাল দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা জানান। শিক্ষামন্ত্রী বলেন, ‘পরীক্ষা কবে হবে তা এই মুহূর্তে বলা সম্ভব নয়। এটি অবশ্যই অতিমারির গতি-প্রকৃতির ওপর নির্ভর করবে। সংক্ষিপ্ত সিলেবাস ইতোমধ্যে দিয়ে দিয়েছি। সেটা কতদিনে করাতে পারবো তার ওপর নির্ভর করবে। আমরা আশা করছি বছরের মাঝামাঝিতে হয়তো নিতে (এসএসসি-এইচএসসি পরীক্ষা) পারবো।’
মহামারির আগে সাধারণত ফেব্রুয়ারিতে এসএসসি ও এপ্রিলের শুরুতে এইচএসসি পরীক্ষা হতো। তবে মহামারির কারণে গত বছর এইচএসসি পরীক্ষা হয় নভেম্বরে।
বিশ্ববিদ্যালয়ে ‘দ্বিতীয় দফায়’ ভর্তির সুযোগ : উচ্চ শিক্ষায় বিশ্ববিদ্যালয়ে অনার্সে দ্বিতীয়বার শিক্ষার্থী ভর্তির সুযোগ দিতে আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি। এইচএসসি ও সমমমান পরীক্ষার ফল প্রকাশ অনুষ্ঠান উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান তিনি।
প্রসঙ্গত, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ কয়েকটি বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষায় অংশ গ্রহণের সুযোগ বন্ধের পর ভর্তিচ্ছুরা পুনরায় ভর্তিতে সুযোগ দেওয়ার দাবি জানিয়ে আসছেন। দ্বিতীয়বার ভর্তির সুযোগ দেওয়ার বিষয়ে এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, ‘আমরা যদি একেবারে বৈশ্বিক পরিস্থিতি, বিশ্বমানের কথা চিন্তা করি, তাহলে আসলে কোনও বাধা থাকার কথা না। কিন্তু আমাদের দেশে বিশ্ববিদ্যালয়গুলো ঠিক করেছে একবারের বেশি না। আগে দুবার দেওয়া যেত। ঢাকা বিশ্ববিদ্যালয়ে একবার পরীক্ষা দেওয়ার পর আরও সুযোগ ছিল। এখন সেই সুযোগ রাখা হচ্ছে না। এটি বিশ্ববিদ্যালয়গুলোর নিজস্ব সিদ্ধান্ত। তারা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। আমরা বিষয়গুলো নিয়ে ইউজিসিসহ তাদের সঙ্গে কথা বলেছি এবং বলছি।’
শিক্ষামন্ত্রী বলেন, ‘আমরা মনে করি, শিক্ষার্থীদের জন্য এই সুযোগ যদি বাড়াই, তাতে তো অসুবিধা নেই। আপনি যে মেধার শিক্ষার্থী নেবেন, আপনি তো সেই মেধার শিক্ষার্থীই নিচ্ছেন। আপনি তো তার থেকে মেধার মান কমিয়ে নিচ্ছেন না। যদি একাধিক সুযোগ দিয়ে একই মেধার শিক্ষার্থীরকে নেন, তাহলে সেই ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের আপত্তি থাকা উচিত না। আমরা যেমন কারিগরি শিক্ষার ক্ষেত্রে বয়সের যে বাধা ছিল, সেটাও তুলে দিয়েছি।’
শিক্ষামন্ত্রী আরও বলেন, ‘আমরা যারা বিশ্বের বিভিন্ন জায়গায় পড়বার সুযোগ পেয়েছি, বিভিন্ন বয়সে পড়েছি। সেখানে কোথাও কোথাও মাঝখানে ব্রেক অব স্ট্যাডি আছে। এগুলোর কোনোটাই কোনও বাধা হয়ে দাঁড়ায়নি। আমাদেরও এক সময় হয়তো সেই জায়গায় যেতে হবে। সেটা কি এখনই যেতে পারবো, নাকি আরও কিছু সময় লাগবে, তা হয়তো আমাদের বিবেচনার বিষয়। কিন্তু যে কোনও পর্যায় থেকে যে কেউ যেন একটা উচ্চ শিক্ষার সুযোগ পায়, সেই সুযোগটা আমাদের করে দিতে হবে।’
এরআগে দুপুরে গণভবন থেকে ভার্চুয়াল মাধ্যমে সংযুক্ত হয়ে পরীক্ষার ফল প্রকাশ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর শিক্ষামন্ত্রী সংবাদ সম্মেলনের মাধ্যমে ফলের বিস্তারিত পরিসংখ্যান তুলে ধরেন।
বছরের মাঝামাঝিতে হবে এসএসসি-এইচএসসি পরীক্ষা
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ