প্রযুক্তি ডেস্ক : কোম্পানির কর্মীদের এক অভ্যন্তরীন বার্তায় বিদায় জানিয়েছেন রাশিয়ার ইন্টারনেট জায়ান্ট ইয়ানেেডক্সের সহ-প্রতিষ্ঠাতা এবং সিইও আর্কাডি ভলঝ।
কোম্পানিটি পুরোপুরি নতুন করে ঢেলে সাজানোর আগে, গেল শুক্রবার ওই বার্তা পাঠান ভলঝ। জুন মাসে, রাশিয়ার বেশ কিছু সংস্থা ও ব্যক্তির ওপর নিষেধাজ্ঞা দেয় ইউরোপীয় ইউনিয়ন, যে তালিকায় তার নামও ছিল। তবে, ইইউ’র সিদ্ধান্তকে তিনি ‘ভুল’ বলে আখ্যা দিয়েছেন। ‘রাশিয়ার গুগল’ হিসেবে পরিচিত ইয়ানডেক্স, একদিকে পশ্চিমা বিনিয়োগকারী আর অন্যদিকে ক্রেমলিনের মধ্যে সামঞ্জস্য আনার চেষ্টা করছে বলে উঠে এসেছে রয়টার্সের প্রতিবেদনে। ইয়ানডেস্কের এক সূত্র বলেছে, ব্যবসাকে রাজনীতির বাইরে রাখতে এই বছর রাষ্ট্রায়ত্ত প্রতিদ্বন্দ্বী ‘ভিকে’র কাছে নিজেরদের নিউজ ফিড এবং হোমপেইজও বিক্রি করেছে কোম্পানিটি। “আপনারা জানেন, আমি বেশ কিছু সময় ধরেই ইয়ানেেডক্সের রাশিয়া অংশের ব্যবসার সঙ্গে সম্পৃক্ত নই। তবে, এই বছর আমাকে কোম্পানি থেকে পুরোপুরি বিদায় নিতে হয়েছে।” –বার্তায় বলেন ভলঝ। “গত কয়েক মাসের ঘটনার পর, আমার মনে হয়েছে আমি কখনই বিদায় জানাইনি। আর নতুন বছরই তা ঠিক করার সবচেয়ে ভালো উপায়।” তিনি আরও বলেন, কেবল তার জন্য নয়, অনেকের কাছেই ‘সারাজীবনের প্রকল্প’ ছিল ইয়ানডেক্স। “দেশ সেরা প্রযুক্তি কোম্পানিটি বানাতে যারা সাহায্য করেছেন, তাদের সবাইকে ধন্যবাদ।” এই প্রসঙ্গে রয়টার্সকে কোনো মন্তব্য করতে রাজি হয়নি ইয়ানডেক্স।
গত মাসে ইয়ানডেক্সের ডাচ-নিবন্ধিত হোল্ডিং কোম্পানি বলেছে, ইয়ানেেডক্স গ্রুপের মূল আয়-উৎপাদনকারী ব্যবসাগুলো’সহ তারা কোম্পানির বেশিরভাগ মালিকানা অপসারণ ও এর নিয়ন্ত্রণ নেওয়ার পরিকল্পনা করেছে। এ পদক্ষেপ রাশিয়ার কয়েকটি ইন্টারনেট সেবার ওপর ক্রেমলিনের প্রভাব বাড়াতে পারে বলে প্রতিবেদনে উল্লেখ করেছে রয়টার্স।
এদিকে, ইয়ানেেডক্সের কর্পরেট পরামর্শক হিসেবে কোম্পানিতে যোগ দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দীর্ঘদিনের বন্ধু আলেক্সি কুদ্রিন। আর, ক্লাউড কম্পিউটিং, ডেটা লেবেলিং ও এডটেকের মতো ইয়ানডেক্সের স্ব-চালিত আন্তর্জাতিক প্রযুক্তি বিভাগগুলো রাশিয়ায় স্বাধীনভাবে পরিচালিত হবে। “আমার প্রত্যাশা, আমি যেন চারটি আন্তর্জাতিক স্টার্ট-আপকে পরামর্শ দিতে পারি, যা ভবিষ্যতে ইয়ানডেক্স থেকে স্বাধীনভাবে পরিচালিত হতে পারে।” –বলেন ভলঝ। “পরের বছর সবার জন্য শান্তি নিয়ে আসুক।”
বছরান্তে কর্মীদের বিদায় বললেন ইয়ানডেক্স সহ-প্রতিষ্ঠাতা
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ