ঢাকা ০৭:৩৯ অপরাহ্ন, সোমবার, ২৮ জুলাই ২০২৫

বঙ্গবন্ধু কূটনৈতিক উৎকর্ষ পদক পাচ্ছেন দুই রাষ্ট্রদূত

  • আপডেট সময় : ০১:৪৯:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ জুলাই ২০২২
  • ৯৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : কূটনীতিতে বিশেষ অবদান রাখার জন্য এ বছর ‘বঙ্গবন্ধু কূটনৈতিক উৎকর্ষ পদক’ পাচ্ছেন পোল্যান্ডে বাংলাদেশের রাষ্ট্রদূত সুলতানা লায়লা হোসেন ও ঢাকায় জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি। অনুষ্ঠান উপলক্ষে আমন্ত্রণপত্রে এ তথ্য জানা যায়।
গত বছর থেকে এই পুরস্কার দেওয়া শুরু হয় এবং প্রথম পদক পেয়েছিলেন মেরিটাইম অ্যাফেয়ার্স ইউনিটের সচিব মো. খুরশেদ আলম। সুলতানা লায়লা ইউক্রেন সংকটের সময়ে বাংলাদেশিদের উদ্ধার তৎপরতায় অবদান রেখেছেন। এর আগে ২০১১ সালে লিবিয়া সংকটের সময়ে প্রায় ৪০ হাজার বাংলাদেশিকে ফেরত আনার সময়েও কনস্যুলার অনুবিভাগের মহাপরিচালক হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। আগামীকাল ৭ জুলাই পররাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন ভবন উদ্বোধন অনুষ্ঠানে ওই পদক দেওয়া হবে সুলতানা লায়লাকে। ১১তম ব্যাচের বিসিএস পররাষ্ট্র ক্যাডারের কর্মকর্তা সুলতানা এর আগে দিল্লি ও ইয়াঙ্গুনে গুরুত্বপূর্ণ পদে কর্মরত ছিলেন। এছাড়া তিনি লস এঞ্জেলসে কনসুলেট জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি বিভাগ থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। একই অনুষ্ঠানে বাংলাদেশ ও জাপানের মধ্যে সম্পর্কোন্নয়নে বিশেষ ভূমিকা রাখার জন্য ঢাকায় ওই দেশের বর্তমান রাষ্ট্রদূত ইতো নাওকি বঙ্গবন্ধু কূটনৈতিক উৎকর্ষ পদক পাবেন। ২০১৯-এর অক্টোবর থেকে বাংলাদেশে দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রদূত বিভিন্ন সহযোগিতা নিয়ে সরকারের সঙ্গে কাজ করছেন।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

বঙ্গবন্ধু কূটনৈতিক উৎকর্ষ পদক পাচ্ছেন দুই রাষ্ট্রদূত

আপডেট সময় : ০১:৪৯:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ জুলাই ২০২২

নিজস্ব প্রতিবেদক : কূটনীতিতে বিশেষ অবদান রাখার জন্য এ বছর ‘বঙ্গবন্ধু কূটনৈতিক উৎকর্ষ পদক’ পাচ্ছেন পোল্যান্ডে বাংলাদেশের রাষ্ট্রদূত সুলতানা লায়লা হোসেন ও ঢাকায় জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি। অনুষ্ঠান উপলক্ষে আমন্ত্রণপত্রে এ তথ্য জানা যায়।
গত বছর থেকে এই পুরস্কার দেওয়া শুরু হয় এবং প্রথম পদক পেয়েছিলেন মেরিটাইম অ্যাফেয়ার্স ইউনিটের সচিব মো. খুরশেদ আলম। সুলতানা লায়লা ইউক্রেন সংকটের সময়ে বাংলাদেশিদের উদ্ধার তৎপরতায় অবদান রেখেছেন। এর আগে ২০১১ সালে লিবিয়া সংকটের সময়ে প্রায় ৪০ হাজার বাংলাদেশিকে ফেরত আনার সময়েও কনস্যুলার অনুবিভাগের মহাপরিচালক হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। আগামীকাল ৭ জুলাই পররাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন ভবন উদ্বোধন অনুষ্ঠানে ওই পদক দেওয়া হবে সুলতানা লায়লাকে। ১১তম ব্যাচের বিসিএস পররাষ্ট্র ক্যাডারের কর্মকর্তা সুলতানা এর আগে দিল্লি ও ইয়াঙ্গুনে গুরুত্বপূর্ণ পদে কর্মরত ছিলেন। এছাড়া তিনি লস এঞ্জেলসে কনসুলেট জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি বিভাগ থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। একই অনুষ্ঠানে বাংলাদেশ ও জাপানের মধ্যে সম্পর্কোন্নয়নে বিশেষ ভূমিকা রাখার জন্য ঢাকায় ওই দেশের বর্তমান রাষ্ট্রদূত ইতো নাওকি বঙ্গবন্ধু কূটনৈতিক উৎকর্ষ পদক পাবেন। ২০১৯-এর অক্টোবর থেকে বাংলাদেশে দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রদূত বিভিন্ন সহযোগিতা নিয়ে সরকারের সঙ্গে কাজ করছেন।