অর্থ-বাণিজ্য ডেস্ক : বিএইচবিএফসি পরিচালনা পর্ষদের চেয়ারম্যান প্রফেসর ড. মো. সেলিম উদ্দিন, এফসিএ, এফসিএমএ’র নেতৃত্বে পর্ষদ, নির্বাহী ও সংগঠনসমূহের একটি প্রতিনিধি দল জাতির পিতার সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণের মধ্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করে। পর্ষদের অন্যতম পরিচালক ও ব্যবস্থাপনা পরিচালক মো. আফজাল করিম, পরিচালক অমল কৃষ্ণ মন্ডল ও তপন কুমার ঘোষ এসময় উপস্থিত ছিলেন। প্রতিষ্ঠানটির উপব্যবস্থাপনা পরিচালক অরুন কুমার চৌধুরী, মহাব্যবস্থাপক ও উপমহাব্যবস্থাপকবৃন্দ এবং অফিসার কল্যাণ সমিতি, বঙ্গবন্ধু পরিষদ, বঙ্গমাতা পরিষদ ও কর্মচারী ইউনিয়ন বিএইচবিএফসি শাখার নেতৃবৃন্দ প্রতিনিধি দলটির অন্তর্ভুক্ত ছিলেন।