ঢাকা ০৭:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ১৪ মে ২০২৫

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে নবনির্বাচিত ডেপুটি স্পিকারের শ্রদ্ধা

  • আপডেট সময় : ০১:৪১:৪২ অপরাহ্ন, সোমবার, ২৯ অগাস্ট ২০২২
  • ৫৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : ধানমন্ডির ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন জাতীয় সংসদের নবনির্বাচিত ডেপুটি স্পিকার মো. শামসুল হক টুকু। গতকাল সোমবার সকালে শ্রদ্ধা নিবেদন শেষে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করেন তিনি। সংসদ সচিবালয়ের গণসংযোগ কর্মকর্তা স্বপন কুমার বিশ্বাস সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ডেপুটি স্পিকারের পরিবারের সদস্যসহ তার নির্বাচনি এলাকার আওয়ামী লীগের নেতা ও সংসদ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীরা এ সময় উপস্থিত ছিলেন। এরপর ডেপুটি স্পিকার বনানী কবরস্থানে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবসহ ১৫ আগস্টের সব শহিদের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন। সেখানে তিনি জাতীয় তিন নেতা (সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ, ক্যাপ্টেন মনসুর আলী), প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমান, আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফসহ অন্যান্য জাতীয় নেতাদের কবর জিয়ারত করেন। তিনি যেন নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে পারেন তার জন্য দেশবাসীর কাছে দোয়া প্রর্থনা করেন।
সংশোধনী : ‘নতুন ডেপুটি স্পিকার শামসুল হক টুকু’ শিরোনামে গত ২৯ আগস্ট সোমবার দৈনিক আজকের প্রত্যাশার প্রথম পাতায় যে খবর প্রকাশ হয়েছে, তার ছবির ক্যাপশনে ভুলবশতঃ শামসুল হক টুকু’র স্থলে শামসুল হক টিকু লেখা হয়েছে। অনাকাক্সিক্ষত এই ভুলের জন্য আমরা দুঃখিত।-বার্তা বিভাগ।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে নবনির্বাচিত ডেপুটি স্পিকারের শ্রদ্ধা

আপডেট সময় : ০১:৪১:৪২ অপরাহ্ন, সোমবার, ২৯ অগাস্ট ২০২২

নিজস্ব প্রতিবেদক : ধানমন্ডির ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন জাতীয় সংসদের নবনির্বাচিত ডেপুটি স্পিকার মো. শামসুল হক টুকু। গতকাল সোমবার সকালে শ্রদ্ধা নিবেদন শেষে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করেন তিনি। সংসদ সচিবালয়ের গণসংযোগ কর্মকর্তা স্বপন কুমার বিশ্বাস সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ডেপুটি স্পিকারের পরিবারের সদস্যসহ তার নির্বাচনি এলাকার আওয়ামী লীগের নেতা ও সংসদ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীরা এ সময় উপস্থিত ছিলেন। এরপর ডেপুটি স্পিকার বনানী কবরস্থানে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবসহ ১৫ আগস্টের সব শহিদের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন। সেখানে তিনি জাতীয় তিন নেতা (সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ, ক্যাপ্টেন মনসুর আলী), প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমান, আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফসহ অন্যান্য জাতীয় নেতাদের কবর জিয়ারত করেন। তিনি যেন নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে পারেন তার জন্য দেশবাসীর কাছে দোয়া প্রর্থনা করেন।
সংশোধনী : ‘নতুন ডেপুটি স্পিকার শামসুল হক টুকু’ শিরোনামে গত ২৯ আগস্ট সোমবার দৈনিক আজকের প্রত্যাশার প্রথম পাতায় যে খবর প্রকাশ হয়েছে, তার ছবির ক্যাপশনে ভুলবশতঃ শামসুল হক টুকু’র স্থলে শামসুল হক টিকু লেখা হয়েছে। অনাকাক্সিক্ষত এই ভুলের জন্য আমরা দুঃখিত।-বার্তা বিভাগ।