এম.আবু বকর সিদ্দিক :
দুঃসাহসী নির্ভীক তুমি
উন্নত মম শির,
স্মরণীয় ও বরণীয়
পুরুষ এ ধরীত্রির ৷
অকুতোভয় সৎসাহসী
প্রতিবাদী মনন,
তোমার হাকে বিদায় নিলো
স্বৈরাচারী শাসন ৷
বাঘের মত কণ্ঠ তোমার
হৃদয় ছোঁয়া ভাষন,
অল্পক্ষণে মানব মনে
পেতে নিলে আসন ৷
একাত্তরে মুক্তিযুদ্ধের
সূতিকাগার তুমি,
তোমার ডাকে স্বাধীন হলো
আমার জন্ম ভূমি ৷