বিনোদন ডেস্ক : গ্যাং কালচার, উচ্চাশা, সততা বনাম ক্ষমতার দ্বন্দ্ব— এসব নিয়েই নির্মিত হয়েছে বঙ্গ অরিজিনাল ক্রাইম কমেডি ‘ড্রাগন গ্যাং’। এর গল্প, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন ফাহরিয়ান চৌধুরী তন্ময়। আগামী ১২ মার্চ ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে মুক্তি পাবে ১২ পর্বের এই ধারবাহিকটি। গ্যাং কালচার কী হাস্যরসের মাধ্যমে পরিবেশন করা সম্ভব? এই প্রশ্ন দর্শক মাত্র মনে করতে পারেন। এর উত্তর পেতে দেখতে হবে বঙ্গ অরিজিনাল ক্রাইম কমেডি ‘ড্রাগন গ্যাং’। ধারাবাহিকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন—মারজুক রাসেল, চাষী আলম, মীর সাব্বির, পিরজাদা হারুনের মতো জনপ্রিয় অভিনয়শিল্পীরা। এ ছাড়াও রয়েছেন সময়ের চেনা মুখ—অহনা রহমান, রিমি করিম, মুকিত জাকারিয়া প্রমুখ। আশা ব্যক্ত করে পরিচালক ফাহরিয়ান চৌধুরী তন্ময় বলেন, ‘ক্রাইম ও কমেডির মিশেলে নাটকটি নির্মিত হয়েছে। গল্পের শেষে থাকছে ভিন্নরকম চমক। শুরুতে দর্শক ভাববেন এক রকম, কিন্তু শেষে হবে অন্যরকম। কমেডি ও ক্রাইম নিয়ে নির্মিত অন্য নাটকগুলো থেকে এটিকে সবাই সহজেই আলাদা করতে পারবেন। বহুদিন পর অহনা-মারজুক জুটির দুর্দান্ত অভিনয় সবার কাছে উপভোগ্য হবে বলেই আমার বিশ্বাস।’ ‘ড্রাগন গ্যাং’ সম্পর্কে বঙ্গর সিনিয়র ম্যানেজার (কনটেন্ট অ্যান্ড পাবলিশিং) মো. খালেদ সজীব বলেন, ‘বঙ্গ অরিজিনাল মানেই গল্পে, ভাবনায় ভিন্নতা আর বিনোদনে আমরা আনতে চাই সুস্থতা। তাই হাসির মাধ্যমে সমাজের ভিন্ন চিত্র সাজিয়েছি রূপক গল্পের ছন্দে। আশা করছি, আমাদের দর্শকরা নাটকটি উপভোগ করবেন।’