ঢাকা ০৮:৫২ পূর্বাহ্ন, রবিবার, ০৪ মে ২০২৫

বঙ্গতে আসছে সাত পর্বের ‘ফ্যাঁকড়া’

  • আপডেট সময় : ০৬:২৬:০০ অপরাহ্ন, শনিবার, ৩ মে ২০২৫
  • ৭ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক: প্রেম, অপরাধ, অনুশোচনা ও প্রতিশোধের থ্রিলারধর্মী গল্পে ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে মুক্তি পেতে যাচ্ছে ওয়েব সিরিজ ‘ফ্যাঁকড়া’। আসিফ চৌধুরীর পরিচালনায় সাত পর্বের এই সিরিজটি দেখা যাবে আগামী বৃহস্পতিবার থেকে। সিরিজটির চিত্রনাট্য লিখেছেন নেয়ামত উল্লাহ ও আহাম্মদ সাদ। এতে অভিনয় করেছেন শ্যামল মাওলা, নিশাত প্রিয়ম, নিদ্রা দে নেহা, পার্থ শেখ, মীর রাব্বি, আব্দুল্লাহ আল সেন্টু, কাজী আবরার, সারাহ আলম, এ কে আজাদ সেতু, হাসনাত রিপনসহ অনেকে। ‘ফ্যাঁকড়া’ সিরিজটির ৫০ সেকেন্ডের টিজার ফেইসবুকে প্রকাশ করে বঙ্গ লিখেছে, “ভুলে মৃত্যু, পিছু নেয় প্রতিশোধ।

সময় চলছে, পালানোর নয়! আসিফ চৌধুরী নির্মিত সিরিজ ‘ফ্যাঁকড়া’ আসছে ৮ মে!” সিরিজের গল্পে দেখা যাবে, প্রেমিকা গোলাপির মন জয়ের জন্য অর্থের দরকার সামাদের। সেই অর্থ জোগাড় করতে বন্ধুবান্ধবদের নিয়ে সে জড়িয়ে পড়ে অপরাধের জালে। পরিকল্পনা হয় ছিনতাইয়ের, কিন্তু ভুলের বশে ঘটে যায় এক নারীর মৃত্যু। খুনের ঘটনার পর বিপাকে পড়ে সামাদ ও তার বন্ধুরা। পুলিশ যেমন খুঁজতে থাকে তাদের, তেমনি নিহত নারীর স্বামীও নিতে চায় প্রতিশোধ।

শুরু হয় পালিয়ে বাঁচার লড়াই, একের পর এক মোড় নেয় গল্প। সিরিজটি নিয়ে নির্মাতা আসিফ চৌধুরী বলেন, “গল্পটা বেশ শক্তিশালী। সামাদ ও গোলাপি চরিত্র ঘিরে গল্প শুরু হলেও এর প্রতিটি চরিত্র গুরুত্বপূর্ণ। প্রেমের জন্য অপরাধ এবং তাদের ভুলের পরিণতি কী হয়, সেখানে কতগুলো মানুষ জড়িয়ে পড়ে সেই গল্প দেখবে দর্শক। সবাই দারুণ অভিনয় করেছেন। দর্শক সিরিজটি পছন্দ করবে।”

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

বঙ্গতে আসছে সাত পর্বের ‘ফ্যাঁকড়া’

আপডেট সময় : ০৬:২৬:০০ অপরাহ্ন, শনিবার, ৩ মে ২০২৫

বিনোদন ডেস্ক: প্রেম, অপরাধ, অনুশোচনা ও প্রতিশোধের থ্রিলারধর্মী গল্পে ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে মুক্তি পেতে যাচ্ছে ওয়েব সিরিজ ‘ফ্যাঁকড়া’। আসিফ চৌধুরীর পরিচালনায় সাত পর্বের এই সিরিজটি দেখা যাবে আগামী বৃহস্পতিবার থেকে। সিরিজটির চিত্রনাট্য লিখেছেন নেয়ামত উল্লাহ ও আহাম্মদ সাদ। এতে অভিনয় করেছেন শ্যামল মাওলা, নিশাত প্রিয়ম, নিদ্রা দে নেহা, পার্থ শেখ, মীর রাব্বি, আব্দুল্লাহ আল সেন্টু, কাজী আবরার, সারাহ আলম, এ কে আজাদ সেতু, হাসনাত রিপনসহ অনেকে। ‘ফ্যাঁকড়া’ সিরিজটির ৫০ সেকেন্ডের টিজার ফেইসবুকে প্রকাশ করে বঙ্গ লিখেছে, “ভুলে মৃত্যু, পিছু নেয় প্রতিশোধ।

সময় চলছে, পালানোর নয়! আসিফ চৌধুরী নির্মিত সিরিজ ‘ফ্যাঁকড়া’ আসছে ৮ মে!” সিরিজের গল্পে দেখা যাবে, প্রেমিকা গোলাপির মন জয়ের জন্য অর্থের দরকার সামাদের। সেই অর্থ জোগাড় করতে বন্ধুবান্ধবদের নিয়ে সে জড়িয়ে পড়ে অপরাধের জালে। পরিকল্পনা হয় ছিনতাইয়ের, কিন্তু ভুলের বশে ঘটে যায় এক নারীর মৃত্যু। খুনের ঘটনার পর বিপাকে পড়ে সামাদ ও তার বন্ধুরা। পুলিশ যেমন খুঁজতে থাকে তাদের, তেমনি নিহত নারীর স্বামীও নিতে চায় প্রতিশোধ।

শুরু হয় পালিয়ে বাঁচার লড়াই, একের পর এক মোড় নেয় গল্প। সিরিজটি নিয়ে নির্মাতা আসিফ চৌধুরী বলেন, “গল্পটা বেশ শক্তিশালী। সামাদ ও গোলাপি চরিত্র ঘিরে গল্প শুরু হলেও এর প্রতিটি চরিত্র গুরুত্বপূর্ণ। প্রেমের জন্য অপরাধ এবং তাদের ভুলের পরিণতি কী হয়, সেখানে কতগুলো মানুষ জড়িয়ে পড়ে সেই গল্প দেখবে দর্শক। সবাই দারুণ অভিনয় করেছেন। দর্শক সিরিজটি পছন্দ করবে।”