আজকের প্রত্যাশা: বগুড়ার মহাস্থানের ঐতিহ্যবাহী একটি খাবার ‘কটকটি’। খাবারটি মুখে দিলেই কড়মড় শব্দে গলে যায়। পর্যটকদের মাধ্যমে এ খাবারের খ্যাতি ছড়িয়েছে বিদেশেও। কটকটির মূল স্বাদ ও ঐতিহ্য রয়েছে এখনো। প্রকারভেদে ১৪০ থেকে ২৪০ টাকা কেজিতে বিক্রি হয় কটকটি। তবে ঘিয়ের ফ্লেবার দেওয়া শাহী কটকটির কেজি ৩০০ টাকা।
আজকের প্রত্যাশা/কেএমএএ